বাউল সংগীত [৪৪তম বিসিএস]

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর

প্রশ্ন : Everything but Arms উদ্যোগটি—
উত্তর : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।

প্রশ্ন : চাবাহার সমুদ্রবন্দরটি অবস্থিত –
উত্তর : ইরানে।

প্রশ্ন : স্পিন বোল্ডাক ক্রসিং অবস্থিত-
উত্তর : পাকিস্তান- আফগানিস্তানের মধ্যে।

প্রশ্ন : ব্রিটিশ শাসনাধীন না থেকেও কমনওয়েলথের সদস্যদেশ
উত্তর : ৪টি।

প্রশ্ন : কমনওয়েলথের বর্তমান প্রধান—
উত্তর : রাজা তৃতীয় চার্লস।

প্রশ্ন : কপ ২৮ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত (২০২৩ সালে) হবে—
উত্তর : সংযুক্ত আরব আমিরাতে।

প্রশ্ন : একটি পরিস্থিতি যেখানে একজনের লাভ অন্যজনের লোকসান তত্ত্বটি সম্পর্কিত –
উত্তর : Zero Sum Game-এর সঙ্গে।

প্রশ্ন : কার্চ প্রণালি যুক্ত করেছে –
উত্তর : কৃষ্ণসাগর ও আজভ সাগরকে।

প্রশ্ন : কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণকারী দল—
উত্তর : ৩২টি।

আরো পড়ুন

প্রশ্ন : রিফরমেশন আন্দোলনের সূচনা করেন –
উত্তর : মার্টিন লুথার।

প্রশ্ন : Belt and Road Initiative-এর বিকল্প বলা হয় –
উত্তর : Partnership for Global Infrastructure and Investment (PGII) -কে ।

প্রশ্ন : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সদর দপ্তর অবস্থিত –
উত্তর : জাকার্তা, ইন্দোনেশিয়ায়।

প্রশ্ন : কপ-২৭ এ সম্মেলনে, জলবায়ু পরিবর্তনের জেরে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেওয়ার গৃহীত চুক্তির নাম
উত্তর : লস অ্যান্ড ড্যামেজ তহবিল।

প্রশ্ন : ইউরোপে রেনেসাঁ বা পুনর্জাগরণের সূচনা হয়েছিল —
উত্তর : ১৪৫৩ সালে।

প্রশ্ন : জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত—
উত্তর : ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এনারহোদার শহরে।

প্রশ্ন : ওপেক ফর রেইনফরেস্ট গঠিত হয়—
উত্তর : ৩টি দেশ নিয়ে (ব্রাজিল, ইন্দোনেশিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র)।

প্রশ্ন : ২২ জুলাই ২০২২ ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ সম্পাদিত হয়—
উত্তর : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

প্রশ্ন : জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় উল্লেখ আছে মানবাধিকারের –
উত্তর : ৩০টি ধারা।

প্রশ্ন : ব্লকচেইন প্রযুক্তিচালিত ডিজিটাল মুদ্রার ভারতীয় নাম—
উত্তর : ই-রুপি।

প্রশ্ন : চীনের সহযোগিতায় নির্মাণাধীন গোয়াদার সমুদ্রবন্দরটি—
উত্তর : পাকিস্তানে।

প্রশ্ন : জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা—
উত্তর : ইউএনএইচসিআর।

প্রশ্ন : বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় –
উত্তর : ১৪ নভেম্বর।

প্রশ্ন : কপ-২৭ সম্মেলনে কার্বন ট্রেডিং স্কিম চালু করতে বিশ্বনেতাদের প্রস্তাব দেয় —
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : তাইওয়ানের অবস্থান
উত্তর : চীনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে।

প্রশ্ন : জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসে –
উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর করে—
উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬।

প্রশ্ন : প্যাগং হ্রদের উত্তর পারের পূর্ব লাদাখ অঞ্চলকে বলে—
উত্তর : ফিঙ্গার-ফাইভ।

প্রশ্ন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আছেন—
উত্তর : ২২ বছর ধরে (১৯৯৯ সাল থেকে)।

প্রশ্ন : সবার জন্য পানি ও পয়োনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করার কথা বলা হয়েছে
উত্তর : টেকসই উন্নয়নের ৬ নম্বর লক্ষ্যে।

প্রশ্ন : জাতিসংঘ সনদ কার্যকর হয় –
উত্তর : সান ফ্রান্সিসকো সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *