সাত হাজারের বেশি নতুন দ্বীপ আবিষ্কার করেছে জাপান। অত্যাধুনিক ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে দ্বীপগুলোর সন্ধান পায় দেশটি। এ কারণে দ্বীপরাষ্ট্র জাপানের মানচিত্রেও পরিবর্তন আসছে।
দেশটির জিওস্পেশাল ইনফরমেশন কর্তৃপক্ষ ২০২৩ সালের মার্চে আপডেট হওয়া নতুন মানচিত্রটি প্রকাশ করবে, যাতে আবিষ্কার হওয়া দ্বীপগুলো অন্তর্ভুক্ত করা হবে। ১৯৮৭ সালে ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করে জাপান কোস্টগার্ড।
আরো পড়ুন : বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা
বর্তমান মানচিত্র অনুযায়ী, দেশটিতে সব মিলিয়ে দ্বীপের সংখ্যা ৬,৮৫২টি। আবিষ্কৃত দ্বীপগুলো নিয়ে মোট দ্বীপ সংখ্যা ১৪,১২৫টি। ৩৫ বছর আগের ঔ জরিপে বাদ পড়েছিল নদী ও জলাশয়ে থাকা অনেক দ্বীপ। নতুন এ দ্বীপগুলোর অবস্থান দক্ষিণ-পশ্চিম জাপানের নাগাসাকি অঞ্চলে।
অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে জাপানের প্রায় ৪৭টি বড় দ্বীপ রয়েছে। এগুলোর মধ্যে প্রধান ৪টি হলো হোক্কাইডো, হোনসু, শিকোকু এবং কিয়োশু। নতুন জরিপ অনুযায়ী, শুধু হোক্কাইডোতেই দ্বীপ রয়েছে ১,৪৭৩টি।