১৬শ বিজেএস পরীক্ষা ২০২৩ সহকারী জজ নিয়োগ প্রস্তুতির জন্য প্রিলিমিনারি পরীক্ষার আইনবিষয়ক টিপস দেওয়া হলো। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিসিএসসহ অন্যান্য চাকরির প্রস্তুতি বিষয়ক অংশগুলো দেখুন।
সহকারী জজ নিয়োগ প্রস্তুতি ২০২৩
- সালিসী কাউন্সিলের অনুমতি ব্যতীত স্ত্রী থাকাকালীন পুনঃবিবাহ করলে তার সর্বোচ্চ কারাদণ্ড— ১ বছর।
- মুসলিম ব্যক্তিগত আইনানুয়ায়ী মৃত্যুশয্যায় স্বামী কর্তৃক প্রদত্ত তালাক অবৈধ।
- The Penal Code, 1860-এর যে ধারায় ‘অনিষ্ট’ (Mischief) এর সংজ্ঞা দেওয়া হয়— ৪২৫।
- The Evidence Act, 1872 অনুযায়ী বিশারদদের মতামত আদালতের উপর— বিবেচনামূলক।
- The Evidence Act, 1872-এর যে ধারানুযায়ী একজন সাক্ষী নিজের লিখিত তথ্য দেখে আদালতে জবানবন্দি দিতে পারবেন- ১৫৬ ধারায়।
- The Code of Criminal Procedure, 1898 এর ৮১ ধারানুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করছেন এমন পুলিশ অফিসার
- গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবেন – অনাবশ্যক বিলম্ব ছাড়াই ।
- জমির মালিকানা নিয়ে প্রশ্ন জড়িত থাকলে তার প্রতিকার ও খতিয়ান সংশোধনের আদেশ দিতে পারেন— দেওয়ানি আদালত।
আরো পড়ুন : খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, বিধানটি The Code of Civil Procedure, 1908-এর যে ধারায় রয়েছে— ৯৬(৩)।
- যে ক্ষেত্রে The Limitation Act, 1908-এর ৬ ধারার বিধান প্রযোজ্য নয়— আপিল ।
- শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়— শিশুর আর্থিক অবস্থা।
- মানব পাচারে সহযোগীর শাস্তি অন্যূন যত বছর কারাদণ্ড দেওয়া হয়— ৭ বছর।
- Laws Continuance Enforcement Order হয়— ১০ এপ্রিল ১৯৭১।
- ইস্যু গঠনের যতদিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করতে হবে— ১২০ দিন।
- অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ এ জারির পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিস্পত্তির বিধান যে ধারায় উল্লেখ করা হয়—৩৮ ।
আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- The Code of Criminal Procedure, 1898-এর যে ধারায় ‘Double Jeopardy’ মতবাদ আলোচিত হয়—৪০৩ ।
- ‘Dying Declaration’ (মৃত্যুকালীন বিবৃতি) করা যায়— এর নিকট। যে কারও
- The Family Courts Ordinance, 1985 অনুযায়ী লিখিত বর্ণনা দাখিলের যত দিনের মধ্যে Pre-Trial এর জন্য ধার্য করতে হবে—৩০।
- The Contract Act, 1872-এর যে ধারা অনুযায়ী, নাবালক চুক্তি সম্পাদনের অযোগ্য— ১১ ।
- হোল্ডিং ওভার (Holding over ) যে ক্ষেত্রে প্রযোজ্য — ইজারা ।
- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ ‘নবজাতক শিশু’ অর্থ অনূর্ধ্ব— দিন বয়সের কোনো শিশু – ৪০
- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী সাধারণ জখমের সর্বোচ্চ শাস্তি — ৩ বছর।
- The Special Powers Act, 1974 অনুযায়ী নাশকতা (sabotage)-এর সর্বোচ্চ শাস্তি—- মৃত্যুদণ্ড।
- অযাচিত প্রভাবজনিত চুক্তির পরিণতি — বাতিলযোগ্য।
- The Contract Act, 1872-এর বিধানমতে যে শব্দটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়– স্থাবর সম্পত্তি হতে হবে।
আরো পড়ুন : বঙ্গবন্ধুর জীবনালেখ্য
- The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী ‘কৃষি বর্ষ’-এর প্রথম তারিখ— ১ বৈশাখ।
- The Penal Code, 1860 এর যে ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়- ৪১৫।
- চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে- দস্যুতা।
- The Code of Criminal Procedure, 1898-এর ১৪৫ ধারার ক্ষমতা যে ক্ষেত্রে প্রয়োগ করা যায়— ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ।
- ‘জাতীয় আইনগত সহায়তা দিবস — ২৮ এপ্রিল ।
- শিশু আদালত কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়— হাইকোর্ট বিভাগে।
- দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এ বর্ণিত অপরাধ সমূহের বিচার করেন— স্পেশাল জজ ।
- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দণ্ড— ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড।
- ‘Areeat’ শব্দটির সাথে সম্পর্কযুক্ত — দান।
- ‘Doctrine of Cy-pres’-এর সঙ্গে সম্পর্কযুক্ত ওয়াক্ফ ।
- ‘Factum volet’ নীতি পরিশুদ্ধ করে— নির্দেশসূচক বিধান অমান্যকরণ।
- Mahr-i-Mist’ হলো— দেনমোহর।— উপযুক্ত।
- মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন।