সহকারী জজ নিয়োগ প্রস্তুতি ২০২৩

সহকারী জজ নিয়োগ প্রস্তুতি ২০২৩

১৬শ বিজেএস পরীক্ষা ২০২৩ সহকারী জজ নিয়োগ প্রস্তুতির জন্য প্রিলিমিনারি পরীক্ষার আইনবিষয়ক টিপস দেওয়া হলো। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিসিএসসহ অন্যান্য চাকরির প্রস্তুতি বিষয়ক অংশগুলো দেখুন।

সহকারী জজ নিয়োগ প্রস্তুতি ২০২৩

  • সালিসী কাউন্সিলের অনুমতি ব্যতীত স্ত্রী থাকাকালীন পুনঃবিবাহ করলে তার সর্বোচ্চ কারাদণ্ড— ১ বছর।
  • মুসলিম ব্যক্তিগত আইনানুয়ায়ী মৃত্যুশয্যায় স্বামী কর্তৃক প্রদত্ত তালাক অবৈধ।
  • The Penal Code, 1860-এর যে ধারায় ‘অনিষ্ট’ (Mischief) এর সংজ্ঞা দেওয়া হয়— ৪২৫।
  • The Evidence Act, 1872 অনুযায়ী বিশারদদের মতামত আদালতের উপর— বিবেচনামূলক।
  • The Evidence Act, 1872-এর যে ধারানুযায়ী একজন সাক্ষী নিজের লিখিত তথ্য দেখে আদালতে জবানবন্দি দিতে পারবেন- ১৫৬ ধারায়।
  • The Code of Criminal Procedure, 1898 এর ৮১ ধারানুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করছেন এমন পুলিশ অফিসার
  • গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবেন – অনাবশ্যক বিলম্ব ছাড়াই ।
  • জমির মালিকানা নিয়ে প্রশ্ন জড়িত থাকলে তার প্রতিকার ও খতিয়ান সংশোধনের আদেশ দিতে পারেন— দেওয়ানি আদালত।

আরো পড়ুন : খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

  • সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, বিধানটি The Code of Civil Procedure, 1908-এর যে ধারায় রয়েছে— ৯৬(৩)।
  • যে ক্ষেত্রে The Limitation Act, 1908-এর ৬ ধারার বিধান প্রযোজ্য নয়— আপিল ।
  • শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়— শিশুর আর্থিক অবস্থা।
  • মানব পাচারে সহযোগীর শাস্তি অন্যূন যত বছর কারাদণ্ড দেওয়া হয়— ৭ বছর।
  • Laws Continuance Enforcement Order হয়— ১০ এপ্রিল ১৯৭১।
  • ইস্যু গঠনের যতদিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করতে হবে— ১২০ দিন।
  • অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ এ জারির পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিস্পত্তির বিধান যে ধারায় উল্লেখ করা হয়—৩৮ ।

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • The Code of Criminal Procedure, 1898-এর যে ধারায় ‘Double Jeopardy’ মতবাদ আলোচিত হয়—৪০৩ ।
  • ‘Dying Declaration’ (মৃত্যুকালীন বিবৃতি) করা যায়— এর নিকট। যে কারও
  • The Family Courts Ordinance, 1985 অনুযায়ী লিখিত বর্ণনা দাখিলের যত দিনের মধ্যে Pre-Trial এর জন্য ধার্য করতে হবে—৩০।
  • The Contract Act, 1872-এর যে ধারা অনুযায়ী, নাবালক চুক্তি সম্পাদনের অযোগ্য— ১১ ।
  • হোল্ডিং ওভার (Holding over ) যে ক্ষেত্রে প্রযোজ্য — ইজারা ।
  • নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ ‘নবজাতক শিশু’ অর্থ অনূর্ধ্ব— দিন বয়সের কোনো শিশু – ৪০
  • নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী সাধারণ জখমের সর্বোচ্চ শাস্তি — ৩ বছর।
  • The Special Powers Act, 1974 অনুযায়ী নাশকতা (sabotage)-এর সর্বোচ্চ শাস্তি—- মৃত্যুদণ্ড।
  • অযাচিত প্রভাবজনিত চুক্তির পরিণতি — বাতিলযোগ্য।
  • The Contract Act, 1872-এর বিধানমতে যে শব্দটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়– স্থাবর সম্পত্তি হতে হবে।

আরো পড়ুন : বঙ্গবন্ধুর জীবনালেখ্য

  • The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী ‘কৃষি বর্ষ’-এর প্রথম তারিখ— ১ বৈশাখ।
  • The Penal Code, 1860 এর যে ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়- ৪১৫।
  • চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে- দস্যুতা।
  • The Code of Criminal Procedure, 1898-এর ১৪৫ ধারার ক্ষমতা যে ক্ষেত্রে প্রয়োগ করা যায়— ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ।
  • ‘জাতীয় আইনগত সহায়তা দিবস — ২৮ এপ্রিল ।
  • শিশু আদালত কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়— হাইকোর্ট বিভাগে।
  • দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এ বর্ণিত অপরাধ সমূহের বিচার করেন— স্পেশাল জজ ।
  • আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দণ্ড— ২ থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড।
  • ‘Areeat’ শব্দটির সাথে সম্পর্কযুক্ত — দান।
  • ‘Doctrine of Cy-pres’-এর সঙ্গে সম্পর্কযুক্ত ওয়াক্ফ ।
  • ‘Factum volet’ নীতি পরিশুদ্ধ করে— নির্দেশসূচক বিধান অমান্যকরণ।
  • Mahr-i-Mist’ হলো— দেনমোহর।— উপযুক্ত।
  • মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *