সরকারি কর্ম কমিশন নন-ক্যাডার লিখিত (৯ম-১২তম গ্রেডের নন-টেকনিক্যাল পদ) পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!
বাংলা ভাষা ও সাহিত্য
১. যেকোনো একটি বিষয়ে রচনা লিখুন :
- মুজিবনগর দিবস।
- নারী শিক্ষার গুরুত্ব।
- বঙ্গবন্ধুর লেখা গ্রন্থসমূহ।
- পর্যটন শিল্পে বাংলাদেশ : সমস্যা ও সম্ভাবনা।
২. সারমর্ম লিখুন :
ক্ষমা যেন, হীন দুর্বলতা,
হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম
…
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
৩. সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট পত্র লিখুন ।
আরো পড়ুন
- মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান
- ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা
- খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
৪. বাংলায় অনুবাদ করুন :
Dishonest men are never trusted. They adopt dishonesty to achieve success. They cannot hide their dishonesty for long. It is exposed sooner or late. They deceive others one twice. But if they are once known to be dishonest they are never more trusted.
বঙ্গানুবাদ : অসৎ মানুষকে কখনো বিশ্বাস করো না। সফলতার জন্য তারা অসৎ পন্থা অবলম্বন করে। তারা তাদের অসততা বেশিদিন লুকিয়ে রাখতে পারে না। এটি শীঘ্রই বা দেরিতে প্রকাশিত হয় । তারা এক বা দুইবার মানুষকে প্রতারিত করে। কিন্তু তারা যখন একবার অসৎ বলে পরিচিতি পায় তখন তাদের বিশ্বাস করা যায় না।
৫. যেকোনো ৩টি প্রশ্নের উত্তর লিখুন :
- গত ও জয় শব্দ দুটির সঙ্গে যথাযথ উপসর্গযোগে নতুন শব্দ তৈরি করে লিখুন ।
- সমার্থক শব্দ লিখুন : প্রচণ্ড, নিদর্শন ও নদী
- বাক্য সংকোচন করুন : বরণ করার যোগ্য, কর দান করে যে, পৃথিবী সম্বন্ধীয় ।
ইংরেজি ভাষা ও সাহিত্য
1. Write an essay on anyone of the followings:
- Dengue Fever as an Epidemic.
- The Importance of Rivers in Bangladesh.
- Child Marriage.
2. Suppose you have visited an interesting place. Now write a letter to your friend describing the happy experiences you have gathered your visit.
3. এ অংশে একটি Passage থাকবে এবং সেটির ওপর ৫টি প্রশ্ন দেওয়া থাকবে। Passage টির সাপেক্ষে প্রশ্নগুলোর উত্তর করতে হবে।
4. Fill in the blank with appropriate prepositions:
- They went-foot-on
- The boy is full-curiosity-of
- I can’t play-evening-in the
- Let’s talk- good thing. – about
- Closing the door I went back-work.-to
5. Correct the following sentences:
- This book is belongs to me.
- They treated me with a hot cup of tea.
- He was informed of the matter.
- He said me goodbye.
- Shakespeare is a population dramatist.
6. Write sentences with the following idioms and phrases:
- To and fro
- A dog in the manager
- Hale and hearty.
সাধারণ জ্ঞান
ক. বাংলাদেশ বিষয়াবলি (যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন)
১. বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাস্তবায়নাধীন ৬টি মেগা প্রকল্পের নাম লিখুন ।
উত্তর : বাংলাদেশের ৬টি মেগা প্রকল্প হলো— ১. পায়রা বিদ্যুৎ কেন্দ্র ২. মেট্রোরেল ৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৫. বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু ও ৬. মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
২. সংবিধান কী? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ ও কয়টি ভাগে বিভক্ত?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে । ভাগ আছে ১১টি।
৩. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ও ভূ-প্রকৃতির বর্ণনা দিন?
উত্তর : ২০°৩৪′ থেকে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশের অবস্থান । বালাদেশের ভূ-প্রকৃতি পলি গঠিত সমতল ভূমি। ভূ-প্রকৃতির অনুসারে বাংলাদেশকে তিনভাগে ভাগ করা হয়েছে। যথা টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।
৪.
ক. রূপসী বাংলার কবি কে?
উত্তর : রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ।
খ. শিল্পাচার্য বলা হয় কাকে?
উত্তর : বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী . জয়নুল আবেদিনকে শিল্পাচার্য বলা হয় ।
গ. মাতারবাড়ী কেন বিখ্যাত?
উত্তর : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র গভীর সমুদ্রবন্দরের জন্য বিখ্যাত ।
৫. ECNEC এর পূর্ণরূপ কী? এর মূল কাজ কী এবং ECNEC-এ সভাপতিত্ব করেন কে?
উত্তর : ECNEC-এর পূর্ণরূপ— Executive Committee of the National Economic Council. এটি মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি যা উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ- অনুমোদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন ও অনুমোদন দেয়। ECNEC এর সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। ECNEC – এর বিকল্প সভাপতি অর্থমন্ত্রী।
খ. আন্তর্জাতিক বিষয়াবলি (যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন)
১. নিম্নোক্ত লাইনসমূহ কোন দেশের সীমানা নির্দেশ করে?
ডুরাল্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা ।
র্যাডক্লিফ লাইন : ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
ম্যাকমোহন লাইন : ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক রেখা।
২. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি ও কী কী?
উত্তর : স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
৩. নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়?
উত্তর : ওয়াটার লু যুদ্ধে পরাজিত হলে নেপোলিয়নকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে ১৮১৫ খ্রিষ্টাব্দে নির্বাসনে পাঠানো হয় ।
৪. গ্রন্থগুলোর লেখকের নাম লিখুন ।
ক. War and Peace
উত্তর: War and Peace একটি ঐঐতিহাসিক উপন্যাস। এর রচয়িতা রাশিয়ান সাহিত্যিক লিও টলস্টয় ।
খ. Das Capital
উত্তর : Das Capital গ্রন্থটি পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা করে লেখা। গ্রন্থটি লেখেন কার্ল মার্কস ।
গ. India Wins Freedom God India Wins Freedom গ্রন্থটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত ঐতিহাসিক গ্রন্থ। এর রচয়িতা মাওলানা আবুল কালাম আজাদ ।
৫. ইন্টারপোলের কাজ কী?
উত্তর : ইন্টারপোল বিশ্বের বৃহৎ পুলিশ সংস্থা। এটি বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্ত কাজে সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করে । এটি তিনটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়— আন্তঃ দেশীয় অপরাধ দমন করা, সন্ত্রাসবাদ দমন করা ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করা
গ. বিজ্ঞান ও প্রযুক্তি
১. Antigen ও Antibody কী?
উত্তর : Antigen : দেহের বহিস্থ কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কণিকা যখন রক্তে প্রবেশ করে তখন তাকে Antigen বলে।
Antibody : দেহে যখন Antigen প্রবেশ করে তখন মানবদেহের লিম্ফোসাইট antigen-কে প্রতিরোধ করার জন্য এক ধরনের পদার্থ উৎপন্ন করে তাদেরকে Antibody বলে।
২. কম্পিউটারের হার্ডওয়্যার সফ্টওয়্যার কী?
উত্তর : কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ, ডিভাইসসমূহকে হার্ডওয়্যার বলে । যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে হার্ড ওয়ারকে কার্যক্ষম করে তাকে সফ্টওয়্যার বলে।
৩. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তর : মানুষের গায়ের রং নির্ভর করে চামড়ায় মেলানিনের উপস্থিতির উপর। চামড়ার মেলানোসাইট নামক এক প্রকার কোষ মেলানিন তৈরি করে। চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রং কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রং ফর্সা হয়।
৪. সর্বাপেক্ষা হালকা মৌলিক পদার্থের নাম কী? কোন ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
উত্তর : সর্বাপেক্ষা হালকা মৌলিক পদার্থের নাম হাইড্রোজেন । রূপার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি ।
৫. প্লটার কী?
উত্তর : প্লটার হলো একধরনের প্রিন্টার। এটি দিয়ে অনেক বড় আকারের ছবির উন্নতমানের প্রিন্ট করা হয়। যেমন— ম্যাপ, বিলবোর্ড।
গণিত
পাটিগণিত
অন্তর্ভুক্ত বিষয়সমূহ : সেট ও সংখ্যা । সরল। লাভ-ক্ষতি | শতকরা । গড়। সুদক্ষা। ক্ষেত্রফল । অনুপাত-সমানুপাত।
বীজগণিত
অন্তর্ভুক্ত বিষয়সমূহ : বর্গ ও ঘন-এর সূত্র এবং ব্যবহার। ল.সা.গু. ও গ.সা.গু. । উৎপাদকে বিশ্লেষণ ॥ সমাধান | মান নির্ণয় ইত্যাদি।
জ্যামিতি
অন্তর্ভুক্ত বিষয়সমূহ : প্রাথমিক ধারণা ও সংজ্ঞা। রেখা । বিন্দু । কোণ । ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পৰ্কীয় বিষয়াদি। ক্ষেত্রফল ও বৃত্ত সম্পৰ্কীয় বিষয়াদি। ত্রিকোণমিতি ইত্যাদি।
মানসিক দক্ষতা
অন্তর্ভুক্ত বিষয়সমূহ :
Ability to measure spatial relationship and direction
Decision making ability
Problem solving ability
Perceptual ability
Ability to understand language etc.
নমুনা প্রশ্ন
১. একটি দেয়াল ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পশ্চিম
ঘ) পূর্ব
২. যদি MBEZ হয় LADY এর সাংকেতিক প্রকাশ, তবে HFOU কোন শব্দের সংকেত প্রকাশ করে?
ক) GEMT
খ) GANT
গ) GENT
ঘ) GANP
৩. ক যে কাজ ১২ দিনে করে খ সেই কাজ ১৮ দিনে করে। ক কাজটির ২/৩ অংশ করার পর বাকি অংশ খ একা সম্পূর্ণ করল। কত দিনে কাজটি শেষ হলো?
ক) ১৩ দিন
খ) ১৫ দিন
গ) ১৬ দিন
ঘ) ১৪ দিন
উত্তর : ১. ক; ২. খ ৩. গ।