নারী ব্যবসা ও আইন
প্রকাশ : ২ মার্চ ২০২৩
প্ৰকাশক : বিশ্বব্যাংক।
সূচকের শিরোনাম : Women, Business and the Law 2023
অন্তর্ভুক্ত দেশ : ১৯০টি।
সূচক অনুযায়ী —
১০০ স্কোর পেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী-পুরুষের আইনি সুরক্ষায় সমান ১৪টি দেশ > ১. বেলজিয়াম, ২. কানাডা, ৩. ডেনমার্ক, ৪. ফ্রান্স, ৫. জার্মানি, ৬. গ্রিস, ৭. আইসল্যান্ড, ৮. আয়ারল্যান্ড, ৯. লাটভিয়া, ১০. লুক্সেমবার্গ, ১১. নেদারল্যান্ডস, ১২. পর্তুগাল, ১৩. স্পেন ও ১৪. সুইডেন। • সর্বনিম্ন দেশ > ফিলিস্তিন; স্কোর ২৬.৩
• বাংলাদেশের অবস্থান ১৭৫তম; স্কোর ৪৯.৪ ।
বিশ্ব সুখ প্রতিবেদন
প্রকাশ : ২০ মার্চ ২০২৩
প্রকাশক : United Nations Sustainable Development Solutions Network (SDSN)
অন্তর্ভুক্ত দেশ : ১৩৭টি
প্রতিবেদন অনুযায়ী — সবচেয়ে সুখী দেশ > ফিনল্যান্ড • সর্বনিম্ন দেশ > আফগানিস্তান • সার্কভুক্ত দেশের অবস্থান > ৭৮. নেপাল, ১০৮. পাকিস্তান, ১১২. শ্রীলংকা, ১১৮, বাংলাদেশ, ১২৬. ভারত ও ১৩৭. আফগানিস্তান ।
আরো পড়ুন
- ২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি
- স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩
- ভুটান-বাংলাদেশ ট্রানজিট চুক্তি
- সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩
- কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ || Current Affairs April 2023
বৈশ্বিক সন্ত্রাস সূচক
প্রকাশ : মার্চ ২০২৩
প্ৰকাশক : অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP) সূচক অনুযায়ী— শীর্ষ দেশ > আফগানিস্তান • সার্কভুক্ত দেশের অবস্থান > ১. আফগানিস্তান, ৬. পাকিস্তান, ১৩. ভারত, ২৯. শ্রীলংকা, ৩৬. নেপাল, ৪৩. বাংলাদেশ ও ৯৩. ভুটান।
বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি চিত্র
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩
প্রকাশক : Stockholm International Peace Research Institute (SIPRI), সুইডেন।
অন্তর্ভুক্ত দেশ : রপ্তানিতে ২৫টি এবং আমদানিতে ৪০টি। প্রতিবেদন অনুযায়ী — ২০১৮-২২ সালে-
অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ → যুক্তরাষ্ট্র (৪০%) * অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ > ভারত (১১%) + আমদানিতে সার্কভুক্ত দেশের অবস্থান (%) > ১. ভারত (১১), ৮. পাকিস্তান (৩.৭), ২৫. বাংলাদেশ (০.৯) ও ৩২ আফগানিস্তান (০.৭)।
পাসপোর্ট সূচক
প্রকাশ : মার্চ ২০২৩
প্রকাশক : কর ও অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা Nomad Capitalist
অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৯টি। সূচক অনুযায়ী — বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের • সর্বনিম্ন দেশ আফগানিস্তান • বাংলাদেশের অবস্থান ১৮২ ।
বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন
প্রকাশ : মার্চ ২০২৩
প্ৰকাশক : সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা IQAir
অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৩১টি। প্রতিবেদন অনুযায়ী
বায়ু দূষণে শীর্ষ ৫ দেশ > ১. শাদ, ২. ইরাক ৩. পাকিস্তান, ৪. বাহরাইন ও ৫. বাংলাদেশ। শীর্ষ ৫ দূষিত রাজধানী > ১. এনজামেনা, শাদ; ২. নয়াদিল্লি, ভারত; ৩. বাগদাদ, ইরাক; ৪. মানামা, বাহরাইন ও ৫. ঢাকা, বাংলাদেশ।
বৈশ্বিক স্বাধীনতা প্রতিবেদন
প্রকাশ : মার্চ ২০২৩ ৷
প্রকাশক : ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউস
অন্তর্ভুক্ত দেশ : ১৯৫টি দেশ ও ১৫টি অঞ্চল ।
দেশ ও অঞ্চলগুলোকে মুক্ত, আংশিক মুক্ত , মুক্ত নয়— এ তিন ক্যাটাগরিতে ভাগ করা হয় । বাংলাদেশ ‘আংশিক মুক্ত’ ক্যাটাগরিতে ।
প্ৰতিবেদন অনুযায়ী
ক্যাটাগরি | দেশ | অঞ্চল |
মুক্ত বিভাগ | ৮৪টি | ১টি |
আংশিক মুক্ত | ৫৪টি | ৪টি |
মুক্ত নয় | ৫৭টি | ১০টি |
বিশ্ব সমৃদ্ধি সূচক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩
প্রকাশক : লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান লেগাটাম ইনস্টিটিউট
অন্তর্ভুক্ত দেশ : ১৬৭টি। সূচক অনুযায়ী— শীর্ষ দেশ > ডেনমার্ক • সর্বনিম্ন দেশ > দক্ষিণ সুদান • সার্কভুক্ত দেশের অবস্থান > ৯১. শ্রীলংকা, ১০৩. ভারত, ১১০. নেপাল, ১২৪. বাংলাদেশ, ১৩৬ পাকিস্তান ও ১৬৪. আফগানিস্তান ।
গণতন্ত্র প্রতিবেদন
প্রকাশ : মার্চ ২০২৩
প্ৰকাশক : সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসি (ভি-ডেম) ইনস্টিটিউট
অন্তর্ভুক্ত দেশ : ১৭৯টি ।
প্রতিবেদন অনুযায়ী —
ক্যাটাগরি | শীর্ষ দেশ | সর্বনিম্ন দেশ | বাংলাদেশের অবস্থান |
উদার গণতান্ত্রিক সূচক (LDI) | ডেনমার্ক | উত্তর কোরিয়া | ১৪৭ |
নির্বাচনী গণতন্ত্র সূচক (EDI) | ডেনমার্ক | সৌদি আরব | ১৩১ |
উদার কম্পোনেন্ট সূচক (LCD) | সুইডেন | উত্তর কোরিয়া | ১৫৫ |
সমতা কম্পোনেন্ট সূচক (ECI) | নরওয়ে | আফগানিস্তান | ১৬৫ |
অংশগ্রহণমূলক কম্পোনেন্ট সূচক (PCI) | সুইজারল্যান্ড | ইরিত্রিয়া | ১৪২ |
সিদ্ধান্তমূলক কম্পোনেন্ট সূচক (DCI) | নরওয়ে | উত্তর কোরিয়া | ১৪৫ |
বিশ্বসেরা ১০০ বিমানবন্দর
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩
প্রকাশক : যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স।
বিভাগ অনুযায়ী— সেরা বিমানবন্দর : সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর • পরিচ্ছন্ন বিমানবন্দর : জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর * কর্মীসেবার জন্য সেরা বিমানবন্দর : দ. কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর • নিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে বিমানবন্দর : সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর