মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন, তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
জীববিজ্ঞান
প্রশ্ন : হাড়ের সাথে পেশি সংযুক্ত করে—
উত্তর : Tendon
প্রশ্ন : ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান
উত্তর : Chitin
প্রশ্ন : ক্ষুদ্রান্ত্রের যে স্তরে পানপত্র সেল (Goblet cell) পাওয়া যায়—
উত্তর : Mucosa
প্রশ্ন : রক্ত হলো—
উত্তর : সামান্য ক্ষারীয়
প্রশ্ন : যে পদ্ধতিতে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে—
উত্তর : হামাগুড়ি (looping)।
প্রশ্ন : প্রাণিজগতের বৃহত্তম Phylum-
উত্তর : Arthropoda.
প্রশ্ন : লিভারের যে লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে—
উত্তর : Right lobe.
প্রশ্ন : মানুষের সোমাটিক কোষে অটোসোম থাকে—
উত্তর : ৪৪টি বা ২২ জোড়া ।
আরো পড়ুন : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
প্রশ্ন : Golgi complex সংশ্লেষ (synthesis) করে না—
উত্তর : Ribosome
প্রশ্ন : পাতা দ্বারা বংশ বৃদ্ধি হয়—
উত্তর : পাথরকুঁচি।
প্রশ্ন : ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল-
উত্তর : অ্যাসিটাইল-কোএ ।
প্রশ্ন : গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় —
উত্তর : ফসফোলিপিড।
প্রশ্ন : যে ধরনের এপিথেলিয়াম বোম্যান’স ক্যাপসুল গঠন করে —
উত্তর : Squamous.
প্রশ্ন : একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইনডেক্স (BMI)-
উত্তর : 18.50- 24.99kg/m2.
প্রশ্ন : যে ধমনি রুই মাছের বক্ষ পাখনাকে (pectoral fin) রক্ত সরবরাহ করে।
উত্তর : সাবক্ল্যাভিয়ান ধমনি ।
প্রশ্ন : ক্রোমাটোগ্রাফির (Chromatography) পর্যায় (Phase) আছে—
উত্তর : 02.
প্রশ্ন : আন্তঃকশেরুকা চাকতিতে যে ধরনের তরুণাস্থি পাওয়া যায়—
উত্তর : শ্বেত-তন্তুময় তরুণাস্থি।
প্রশ্ন : যে Lipoprotein-কে ‘Bad cholesterol’ বলে —
উত্তর : Low density lipoprotein.
প্রশ্ন : হাইড্রার যে অংশে নিডোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে।
উত্তর : কর্ষিকা ।
প্রশ্ন : ঘাসফড়িং এর হেপাটিক সিকা
উত্তর : 12টি।
প্রশ্ন : ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান-
উত্তর : কাইটিন
প্রশ্ন : শ্বাসতন্ত্রের যে অংশে গ্যাসীয় বিনিময় হয়—
উত্তর : অ্যালাভিওলাস ।
প্রশ্ন : পাকস্থলীর যে কোষ থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়—
উত্তর : প্যারাইটাল কোষ ।
প্রশ্ন : ‘ফ্ল্যাজেলাযুক্ত স্পোর’ যে নামে অবহিত
উত্তর : Zoospore.
প্রশ্ন : মানবদেহের যে অঙ্গ ফিব্রিনোজেন তৈরি করে—
উত্তর : যকৃত ।
আরো পড়ুন : ভাষা আন্দোলন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
প্রশ্ন : মস (Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম-
উত্তর : Archegonium.
প্রশ্ন : মানবদেহের যে অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়—
উত্তর : বৃহদন্ত্র ।
প্রশ্ন : সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয়—
উত্তর : জেজুনামে।
প্রশ্ন : হৃৎপিণ্ডে অবস্থিত যে সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়—
উত্তর : সাইনো-অ্যাট্রিয়াল নোড
প্রশ্ন : রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে—
উত্তর : সেরোটোনিন ।
প্রশ্ন : ঐচ্ছিক পেশি পাওয়া যায়—
উত্তর : জিহ্বাতে ।
প্রশ্ন : যে প্রক্রিয়ায় RNA হতে DNA তৈরি হয়—
উত্তর : রিভার্স ট্রান্সক্রিপশন।
রসায়ন
প্রশ্ন : [Cu(NH3)4]2+এ Cu এবং NH3-এর মধ্যে যে ধরনের বন্ধন বিদ্যমান
উত্তর : সন্নিবেশ।
প্রশ্ন : 250 mL NaOH এর দ্রবণে 5.0g NaOH দ্রবীভূত আছে। ঐ দ্রবর্ণে NaOH-এর মোলার ঘনমাত্রা –
উত্তর : 0.5M ।
প্রশ্ন : এক mol CH3OH-এ পরমাণু থাকে —
উত্তর : 3.6 × 1024 টি ।
প্রশ্ন : 500ml 0.5.M NaOH দ্রবণ থেকে 0.1 M NaOH দ্রবণ প্রস্তুত করা যায়–
উত্তর : 2500 ml.
প্রশ্ন : যে উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকারক —
উত্তর : Sulphur.
প্রশ্ন : পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যমান ধাতুটি হলো—
উত্তর : Al
প্রশ্ন : খাদ্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের pH—
উত্তর : 3.14।
প্রশ্ন : 0.1M HCl দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত HCI পরিমাপ করতে ব্যবহৃত হয় —
উত্তর : Measuring cylinder.
প্রশ্ন : প্রতিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে যেটি কার্যত সহায়ক হবে—
উত্তর : Temperature.
প্রশ্ন : আগুন প্রশমিত করার জন্য যে গ্যাস . ব্যবহার করা হয়—
উত্তর : Carbon dioxide.
আরো পড়ুন : ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা—
উত্তর : 0.01 mg/L.
প্রশ্ন : ১ (এক) কিউসেক পানির ঘনফল—
উত্তর : 28.317 লিটার ।
প্রশ্ন : সোডিয়াম আয়নে ইলেকট্রন থাকে –
উত্তর : 10টি।
প্রশ্ন : যে গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে
উত্তর : Nitrogen
প্রশ্ন : পর্যায় সারণিতে ‘Inner transition’ মৌলের সংখ্যা—
উত্তর : 28.
প্রশ্ন : ফরমালডিহাইড এবং পটাসিয়ামকে উত্তপ্ত করা হলে পাওয়া যায়—
উত্তর : Methyl alcohol.
প্রশ্ন : যে বন্ধন (Bond) দ্বারা দুইটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে –
উত্তর : Covalent.
প্রশ্ন : বিশুদ্ধ পানির pH—
উত্তর : 7.
প্রশ্ন : পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব
উত্তর : কমে ।
প্রশ্ন : ব্যুরেট ও পিপেট তৈরিতে যে কাচ ব্যবহৃত হয়—
উত্তর : পাইরেক্স।
প্রশ্ন : দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য
উত্তর : পিপেট ।
প্রশ্ন : শিখা পরীক্ষায় নীলাভ-সবুজ বর্ণ দেখায়—
উত্তর : Cu আয়ন ।
প্রশ্ন : সুপার অক্সাইড—
উত্তর : KO2
প্রশ্ন : চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে—
উত্তর : স্যাকারোমাইসেস ।
প্রশ্ন : ভ্যানডার ওয়ালস বন্ধন থাকে—
উত্তর : হাইড্রোজেন সায়ানাইডে।
প্রশ্ন : ‘Milk of lime’ নামে পরিচিত
উত্তর : Ca(OH)2
প্রশ্ন : কাগজের প্রধান উপাদান —
উত্তর : সেলুলোজ ।
প্রশ্ন : ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপন্ন হয়—
উত্তর : NaOH ।
প্রশ্ন : পানির গলন তাপ—
উত্তর : +6K Jmol-1
পদার্থবিজ্ঞান
প্রশ্ন : চাপের SI একক
উত্তর : Pascal
প্রশ্ন : যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয়, তবে যে শক্তির বিপরীতে কাজটি করা হলো—
উত্তর : মাধ্যাকর্ষণ শক্তি (Gravitational force) ।
প্রশ্ন : 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পে চাপ হয়—
উত্তর : 760 mm Hg
প্রশ্ন : আলোর দ্রুতিতে চলমান কোনো কণার (Particle) ভর
উত্তর : অসীম ।
প্রশ্ন : শিশিরাঙ্ক বলতে বুঝায়–
উত্তর : তাপমাত্রা ।
প্রশ্ন : 10 কেজি বস্তু যদি 12 ms-1 এ চলে, তবে এর গতিবেগ (momentum) হবে —
উত্তর : 120 kgms-1
প্রশ্ন : 15 ওয়াট (Watt) শক্তি অর্থ—
উত্তর : 15 J work in 1 sec
প্রশ্ন : Scalar quantity এবং magnitude of gradient এর মধ্যে সম্পর্কটি হলো—
উত্তর : Equal.
প্রশ্ন : সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলে—
উত্তর : তাৎক্ষণিক বেগ
প্রশ্ন : স্থিতিস্থাপকতা সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে—
উত্তর : দৃঢ়তার গুণাঙ্ক ।
প্রশ্ন : এক আলোকবর্ষ সমান —
উত্তর : 9.4 x 1012km.
প্রশ্ন : এক গাউস সমান—
উত্তর : 10-4 (Tesla )
প্রশ্ন : পানির ত্রৈধবিন্দু (Triple point ) তাপমাত্রা
উত্তর : 273.16 K
প্রশ্ন : শূন্য মাধ্যমে আলোর গতি হচ্ছে—
উত্তর : meter/second- 299 792 458
প্রশ্ন : সিরাজ সাহেবের ভর 20 কেজি। তিনি 25 সেন্টিমিটার উঁচু মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ-
উত্তর : ৯৮০ জুল।
প্রশ্ন : এক (১) অশ্বশক্তি বা হর্স পাওয়ার সমান —
উত্তর : 746 (Watt) |
প্রশ্ন : শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে –
উত্তর : Wm-2
প্রশ্ন : বায়ুমণ্ডলের যে স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়—
উত্তর : ট্রপোস্ফিয়ার।
প্রশ্ন : দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে
উত্তর : আপেক্ষিক গতি ।
প্রশ্ন : একটি চাকার ব্যাস 1 মিটার। এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ
উত্তর : ms-1-এ –π/2
প্রশ্ন : মৌলিক বলগুলির মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বল—
উত্তর : সবল নিউক্লিয় বল।
প্রশ্ন : 40N ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে—
উত্তর : 0J
প্রশ্ন : মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং মডেলের জনক-
উত্তর : জর্জ ল্যামেটার।
প্রশ্ন : ১৫ ওয়াট ক্ষমতা বলতে বোঝায়-
উত্তর : ১ সেকেন্ডে ১৫ জুল কাজ ।
প্রশ্ন : ক্রোমাটোগ্রাফির দশা —
উত্তর : ২টি।
প্রশ্ন : দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান —
উত্তর : চারগুণ বাড়ে
প্রশ্ন : মঙ্গল গ্রহের ব্যাস 6000km, এর পৃষ্ঠে g-এর মান 3.8 ms-2 হলে মঙ্গল গ্রহণ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ –
উত্তর : 4.77 kms-1
প্রশ্ন : পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ—
উত্তর : T∝1/√k
প্রশ্ন : অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান –
উত্তর : SiO2
প্রশ্ন : চশমার লেন্স তৈরিতে যে ধরনের কাচ ব্যবহৃত হয়—
উত্তর : Crookes glass
প্রশ্ন : তেজস্ক্রিয়তার SI unit—
উত্তর : বেকরেল ।
প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে-
উত্তর : আয়োনোস্ফিয়ার
প্রশ্ন : যে বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন —
উত্তর : কোপার্নিকাস ।
ইংরেজি
প্রশ্ন : Masculine gender for ‘bee’ is-
উত্তর : Drone.
প্রশ্ন : Antonym of ‘Bizarre’ is-
উত্তর : Normal.
প্রশ্ন : Correct spelling-
উত্তর : Sovereignty.
প্রশ্ন : Are you an early riser? Here ‘early’ is –
উত্তর : Adjective.
প্রশ্ন : The correct translation of the sentence ‘তোমাকে অবশ্যই তোমার কর্তব্য পালন করতে হবে –
উত্তর : You must perform your duty.
প্রশ্ন : The word “Wholesome’ is-
উত্তর : Adjective.
প্রশ্ন : Appropriate preposition: ‘Do not prevent me-going-
উত্তর : from.
প্রশ্ন : The correct word for the blank ‘I don’t remember- about the accident’.
উত্তর : anything.
প্রশ্ন : Past Participle of ‘choose’ is-
উত্তর : Chosen.
প্রশ্ন : I have told you twice. Here ‘twice’ is
উত্তর : Adverb.
প্রশ্ন : The correct word for the blank “I am accustomed- such a life.’-
উত্তর : to
প্রশ্ন : Appropriate preposition to be used with ‘beware’ is-
উত্তর : of
প্রশ্ন : The meaning of the phrase. ‘Hold water-
উত্তর : Bear examination.
প্রশ্ন : Synonym for ‘Deceive’ is-
উত্তর : Mislead.
সাধারণ জ্ঞান
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা যে সেক্টরের অধীনে ছিল—
উত্তর : ২।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রদান করা হয়—
উত্তর : ২৩ মে ১৯৭৩।
প্রশ্ন : জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার
উত্তর : গাজী মাজহারুল আনোয়ার।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন—
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১ ।
প্রশ্ন : সুন্দরবনকে “World Heritage’ ঘোষণা করেছে যে সংস্থা—
উত্তর : UNESCO।
প্রশ্ন : কুয়াকাটা সমুদ্র সৈকত যে জেলায় অবস্থিত
উত্তর : পটুয়াখালী ।
প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য—
উত্তর : ৬.১৫ কিমি।
প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন
উত্তর : মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ।
প্রশ্ন : দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়
উত্তর : ২৮ ডিসেম্বর ২০২২ ।
প্রশ্ন : ১৬ ডিসেম্বর ২০২২ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা’ এর পরিচালক
উত্তর : কাজী হায়াৎ।
প্রশ্ন : ২০২২ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট লাভ করেন—
উত্তর : কিলিয়ান এমবাপ্পে।
প্রশ্ন : ২০২২ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন
উত্তর : লিওনেল মেসি।
প্রশ্ন : ২০২২ ফুটবল বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়—
উত্তর : এনজো ফার্নান্দেজ ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম ছিল—
উত্তর : অপারেশন জ্যাকপট ।
প্রশ্ন : ‘সাভার জাতীয় স্মৃতিসৌধ’-এর স্থপতি —
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন ।
প্রশ্ন : UNESCO ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়—
উত্তর : ১৭ নভেম্বর ১৯৯৯
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন—
উত্তর : ১০ জানুয়ারি ১৯৭২।