বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদভর্তি প্রস্তুতিমেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতি

মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতি

- Advertisement -

মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন, তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

জীববিজ্ঞান

প্রশ্ন : হাড়ের সাথে পেশি সংযুক্ত করে—
উত্তর : Tendon

প্রশ্ন : ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান
উত্তর : Chitin

প্রশ্ন : ক্ষুদ্রান্ত্রের যে স্তরে পানপত্র সেল (Goblet cell) পাওয়া যায়—
উত্তর : Mucosa

- Advertisement -

প্রশ্ন : রক্ত হলো—
উত্তর : সামান্য ক্ষারীয়

প্রশ্ন : যে পদ্ধতিতে Hydra লম্বা দূরত্ব অতিক্রম করে—
উত্তর : হামাগুড়ি (looping)।

প্রশ্ন : প্রাণিজগতের বৃহত্তম Phylum-
উত্তর : Arthropoda.

প্রশ্ন : লিভারের যে লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে—
উত্তর : Right lobe.

প্রশ্ন : মানুষের সোমাটিক কোষে অটোসোম থাকে—
উত্তর : ৪৪টি বা ২২ জোড়া ।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর

- Advertisement -

প্রশ্ন : Golgi complex সংশ্লেষ (synthesis) করে না—
উত্তর : Ribosome

প্রশ্ন : পাতা দ্বারা বংশ বৃদ্ধি হয়—
উত্তর : পাথরকুঁচি।

প্রশ্ন : ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল-
উত্তর : অ্যাসিটাইল-কোএ ।

প্রশ্ন : গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় —
উত্তর : ফসফোলিপিড।

প্রশ্ন : যে ধরনের এপিথেলিয়াম বোম্যান’স ক্যাপসুল গঠন করে —
উত্তর : Squamous.

- Advertisement -

প্রশ্ন : একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইনডেক্স (BMI)-
উত্তর : 18.50- 24.99kg/m2.

প্রশ্ন : যে ধমনি রুই মাছের বক্ষ পাখনাকে (pectoral fin) রক্ত সরবরাহ করে।
উত্তর : সাবক্ল্যাভিয়ান ধমনি ।

প্রশ্ন : ক্রোমাটোগ্রাফির (Chromatography) পর্যায় (Phase) আছে—
উত্তর : 02.

প্রশ্ন : আন্তঃকশেরুকা চাকতিতে যে ধরনের তরুণাস্থি পাওয়া যায়—
উত্তর : শ্বেত-তন্তুময় তরুণাস্থি।

প্রশ্ন : যে Lipoprotein-কে ‘Bad cholesterol’ বলে —
উত্তর : Low density lipoprotein.

প্রশ্ন : হাইড্রার যে অংশে নিডোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে।
উত্তর : কর্ষিকা ।

প্রশ্ন : ঘাসফড়িং এর হেপাটিক সিকা
উত্তর : 12টি।

প্রশ্ন : ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান-
উত্তর : কাইটিন

প্রশ্ন : শ্বাসতন্ত্রের যে অংশে গ্যাসীয় বিনিময় হয়—
উত্তর : অ্যালাভিওলাস ।

প্রশ্ন : পাকস্থলীর যে কোষ থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয়—
উত্তর : প্যারাইটাল কোষ ।

প্রশ্ন : ‘ফ্ল্যাজেলাযুক্ত স্পোর’ যে নামে অবহিত
উত্তর : Zoospore.

প্রশ্ন : মানবদেহের যে অঙ্গ ফিব্রিনোজেন তৈরি করে—
উত্তর : যকৃত ।

আরো পড়ুন : ভাষা আন্দোলন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন : মস (Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম-
উত্তর : Archegonium.

প্রশ্ন : মানবদেহের যে অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়—
উত্তর : বৃহদন্ত্র ।

প্রশ্ন : সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয়—
উত্তর : জেজুনামে।

প্রশ্ন : হৃৎপিণ্ডে অবস্থিত যে সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়—
উত্তর : সাইনো-অ্যাট্রিয়াল নোড

প্রশ্ন : রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে—
উত্তর : সেরোটোনিন ।

প্রশ্ন : ঐচ্ছিক পেশি পাওয়া যায়—
উত্তর : জিহ্বাতে ।

প্রশ্ন : যে প্রক্রিয়ায় RNA হতে DNA তৈরি হয়—
উত্তর : রিভার্স ট্রান্সক্রিপশন।

রসায়ন

প্রশ্ন : [Cu(NH3)4]2+এ Cu এবং NH3-এর মধ্যে যে ধরনের বন্ধন বিদ্যমান
উত্তর : সন্নিবেশ।

প্রশ্ন : 250 mL NaOH এর দ্রবণে 5.0g NaOH দ্রবীভূত আছে। ঐ দ্রবর্ণে NaOH-এর মোলার ঘনমাত্রা –
উত্তর : 0.5M ।

প্রশ্ন : এক mol CH3OH-এ পরমাণু থাকে —
উত্তর : 3.6 × 1024 টি ।

প্রশ্ন : 500ml 0.5.M NaOH দ্রবণ থেকে 0.1 M NaOH দ্রবণ প্রস্তুত করা যায়–
উত্তর : 2500 ml.

প্রশ্ন : যে উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকারক —
উত্তর : Sulphur.

প্রশ্ন : পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যমান ধাতুটি হলো—
উত্তর : Al

প্রশ্ন : খাদ্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের pH—
উত্তর : 3.14।

প্রশ্ন : 0.1M HCl দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত HCI পরিমাপ করতে ব্যবহৃত হয় —
উত্তর : Measuring cylinder.

প্রশ্ন : প্রতিক্রিয়ার অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে যেটি কার্যত সহায়ক হবে—
উত্তর : Temperature.

প্রশ্ন : আগুন প্রশমিত করার জন্য যে গ্যাস . ব্যবহার করা হয়—
উত্তর : Carbon dioxide.

আরো পড়ুন : ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা—
উত্তর : 0.01 mg/L.

প্রশ্ন : ১ (এক) কিউসেক পানির ঘনফল—
উত্তর : 28.317 লিটার ।

প্রশ্ন : সোডিয়াম আয়নে ইলেকট্রন থাকে –
উত্তর : 10টি।

প্রশ্ন : যে গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে
উত্তর : Nitrogen

প্রশ্ন : পর্যায় সারণিতে ‘Inner transition’ মৌলের সংখ্যা—
উত্তর : 28.

প্রশ্ন : ফরমালডিহাইড এবং পটাসিয়ামকে উত্তপ্ত করা হলে পাওয়া যায়—
উত্তর : Methyl alcohol.

প্রশ্ন : যে বন্ধন (Bond) দ্বারা দুইটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে –
উত্তর : Covalent.

প্রশ্ন : বিশুদ্ধ পানির pH—
উত্তর : 7.

প্রশ্ন : পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব
উত্তর : কমে ।

প্রশ্ন : ব্যুরেট ও পিপেট তৈরিতে যে কাচ ব্যবহৃত হয়—
উত্তর : পাইরেক্স।

প্রশ্ন : দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য
উত্তর : পিপেট ।

প্রশ্ন : শিখা পরীক্ষায় নীলাভ-সবুজ বর্ণ দেখায়—
উত্তর : Cu আয়ন ।

প্রশ্ন : সুপার অক্সাইড—
উত্তর : KO2

প্রশ্ন : চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে—
উত্তর : স্যাকারোমাইসেস ।

প্রশ্ন : ভ্যানডার ওয়ালস বন্ধন থাকে—
উত্তর : হাইড্রোজেন সায়ানাইডে।

প্রশ্ন : ‘Milk of lime’ নামে পরিচিত
উত্তর : Ca(OH)2

প্রশ্ন : কাগজের প্রধান উপাদান —
উত্তর : সেলুলোজ ।

প্রশ্ন : ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপন্ন হয়—
উত্তর : NaOH ।

প্রশ্ন : পানির গলন তাপ—
উত্তর : +6K Jmol-1

পদার্থবিজ্ঞান

প্রশ্ন : চাপের SI একক
উত্তর : Pascal

প্রশ্ন : যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয়, তবে যে শক্তির বিপরীতে কাজটি করা হলো—
উত্তর : মাধ্যাকর্ষণ শক্তি (Gravitational force) ।

প্রশ্ন : 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পে চাপ হয়—
উত্তর : 760 mm Hg

প্রশ্ন : আলোর দ্রুতিতে চলমান কোনো কণার (Particle) ভর
উত্তর : অসীম ।

প্রশ্ন : শিশিরাঙ্ক বলতে বুঝায়–
উত্তর : তাপমাত্রা ।

প্রশ্ন : 10 কেজি বস্তু যদি 12 ms-1 এ চলে, তবে এর গতিবেগ (momentum) হবে —
উত্তর : 120 kgms-1

প্রশ্ন : 15 ওয়াট (Watt) শক্তি অর্থ—
উত্তর : 15 J work in 1 sec

প্রশ্ন : Scalar quantity এবং magnitude of gradient এর মধ্যে সম্পর্কটি হলো—
উত্তর : Equal.

প্রশ্ন : সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলে—
উত্তর : তাৎক্ষণিক বেগ

প্রশ্ন : স্থিতিস্থাপকতা সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে—
উত্তর : দৃঢ়তার গুণাঙ্ক ।

প্রশ্ন : এক আলোকবর্ষ সমান —
উত্তর : 9.4 x 1012km.

প্রশ্ন : এক গাউস সমান—
উত্তর : 10-4 (Tesla )

প্রশ্ন : পানির ত্রৈধবিন্দু (Triple point ) তাপমাত্রা
উত্তর : 273.16 K

প্রশ্ন : শূন্য মাধ্যমে আলোর গতি হচ্ছে—
উত্তর : meter/second- 299 792 458

প্রশ্ন : সিরাজ সাহেবের ভর 20 কেজি। তিনি 25 সেন্টিমিটার উঁচু মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ-
উত্তর : ৯৮০ জুল।

প্রশ্ন : এক (১) অশ্বশক্তি বা হর্স পাওয়ার সমান —
উত্তর : 746 (Watt) |

প্রশ্ন : শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে –
উত্তর : Wm-2

প্রশ্ন : বায়ুমণ্ডলের যে স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়—
উত্তর : ট্রপোস্ফিয়ার।

প্রশ্ন : দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে
উত্তর : আপেক্ষিক গতি ।

প্রশ্ন : একটি চাকার ব্যাস 1 মিটার। এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ
উত্তর : ms-1-এ –π/2

প্রশ্ন : মৌলিক বলগুলির মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বল—
উত্তর : সবল নিউক্লিয় বল।

প্রশ্ন : 40N ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে—
উত্তর : 0J

প্রশ্ন : মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং মডেলের জনক-
উত্তর : জর্জ ল্যামেটার।

প্রশ্ন : ১৫ ওয়াট ক্ষমতা বলতে বোঝায়-
উত্তর : ১ সেকেন্ডে ১৫ জুল কাজ ।

প্রশ্ন : ক্রোমাটোগ্রাফির দশা —
উত্তর : ২টি।

প্রশ্ন : দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান —
উত্তর : চারগুণ বাড়ে

প্রশ্ন : মঙ্গল গ্রহের ব্যাস 6000km, এর পৃষ্ঠে g-এর মান 3.8 ms-2 হলে মঙ্গল গ্রহণ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ –
উত্তর : 4.77 kms-1

প্রশ্ন : পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ—
উত্তর : T∝1/√k

প্রশ্ন : অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান –
উত্তর : SiO2

প্রশ্ন : চশমার লেন্স তৈরিতে যে ধরনের কাচ ব্যবহৃত হয়—
উত্তর : Crookes glass

প্রশ্ন : তেজস্ক্রিয়তার SI unit—
উত্তর : বেকরেল ।

প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে-
উত্তর : আয়োনোস্ফিয়ার

প্রশ্ন : যে বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন —
উত্তর : কোপার্নিকাস ।

ইংরেজি

প্রশ্ন : Masculine gender for ‘bee’ is-
উত্তর : Drone.

প্রশ্ন : Antonym of ‘Bizarre’ is-
উত্তর : Normal.

প্রশ্ন : Correct spelling-
উত্তর : Sovereignty.

প্রশ্ন : Are you an early riser? Here ‘early’ is –
উত্তর : Adjective.

প্রশ্ন : The correct translation of the sentence ‘তোমাকে অবশ্যই তোমার কর্তব্য পালন করতে হবে –
উত্তর : You must perform your duty.

প্রশ্ন : The word “Wholesome’ is-
উত্তর : Adjective.

প্রশ্ন : Appropriate preposition: ‘Do not prevent me-going-
উত্তর : from.

প্রশ্ন : The correct word for the blank ‘I don’t remember- about the accident’.
উত্তর : anything.

প্রশ্ন : Past Participle of ‘choose’ is-
উত্তর : Chosen.

প্রশ্ন : I have told you twice. Here ‘twice’ is
উত্তর : Adverb.

প্রশ্ন : The correct word for the blank “I am accustomed- such a life.’-
উত্তর : to

প্রশ্ন : Appropriate preposition to be used with ‘beware’ is-
উত্তর : of

প্রশ্ন : The meaning of the phrase. ‘Hold water-
উত্তর : Bear examination.

প্রশ্ন : Synonym for ‘Deceive’ is-
উত্তর : Mislead.

সাধারণ জ্ঞান

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা যে সেক্টরের অধীনে ছিল—
উত্তর : ২।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রদান করা হয়—
উত্তর : ২৩ মে ১৯৭৩।

প্রশ্ন : জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার
উত্তর : গাজী মাজহারুল আনোয়ার।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন—
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১ ।

প্রশ্ন : সুন্দরবনকে “World Heritage’ ঘোষণা করেছে যে সংস্থা—
উত্তর : UNESCO।

প্রশ্ন : কুয়াকাটা সমুদ্র সৈকত যে জেলায় অবস্থিত
উত্তর : পটুয়াখালী ।

প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য—
উত্তর : ৬.১৫ কিমি।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন
উত্তর : মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ।

প্রশ্ন : দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়
উত্তর : ২৮ ডিসেম্বর ২০২২ ।

প্রশ্ন : ১৬ ডিসেম্বর ২০২২ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা’ এর পরিচালক
উত্তর : কাজী হায়াৎ।

প্রশ্ন : ২০২২ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট লাভ করেন—
উত্তর : কিলিয়ান এমবাপ্পে।

প্রশ্ন : ২০২২ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন
উত্তর : লিওনেল মেসি।

প্রশ্ন : ২০২২ ফুটবল বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়—
উত্তর : এনজো ফার্নান্দেজ ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম ছিল—
উত্তর : অপারেশন জ্যাকপট ।

প্রশ্ন : ‘সাভার জাতীয় স্মৃতিসৌধ’-এর স্থপতি —
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন ।

প্রশ্ন : UNESCO ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়—
উত্তর : ১৭ নভেম্বর ১৯৯৯

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন—
উত্তর : ১০ জানুয়ারি ১৯৭২।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য