সাধারণ জ্ঞান,মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান,মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,সাধারণ জ্ঞান বাংলাদেশ,বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান,বাংলাদেশের মুক্তিযুদ্ধ,মুক্তিযুদ্ধ নিয়ে বারবার আসা প্রশ্ন,মুক্তিযুদ্ধ,মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন,মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞান,বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন সাধারণ জ্ঞান,বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান,বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান

যুক্তফ্রন্ট নির্বাচন

প্রশ্ন : যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা [ঢাবি ০৯-১০] উত্তর : পাঁচটি ।

প্রশ্ন : কত সালে পূর্ব বঙ্গ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১২] উত্তর : ১৯৫৪ সালে।

প্রশ্ন : ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহারে কয়টি দফা ছিল? [১৪তম প্রভাষক নিবন্ধন] উত্তর : ২১ দফা।

প্রশ্ন : ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল? [২৮তম বিসিএস] উত্তর : বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা ।

প্রশ্ন : ১৯৫৪ সালের পূর্ব বঙ্গ প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল? [৩৭তম বিসিএস] উত্তর : নৌকা ৷

প্রশ্ন : বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১২] উত্তর : ৩০৯টি।

প্রশ্ন : ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : ২২৩টি

প্রশ্ন : কত বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য বা মন্ত্ৰী হোন? [বেবিচকের অ্যারোড্রাম কর্মকর্তা ২১] উত্তর : ৩৪ ।

প্রশ্ন : যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? [জাবি ১৫-১৬] উত্তর : কৃষি ও পল্লী উন্নয়ন।

প্রশ্ন : ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন — [রবি ‘এ’ ১২-১৩] উত্তর : এ কে ফজলুল হক।

সংবিধান ও সামরিক শাসন

প্রশ্ন : কবে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বা সংবিধান প্রবর্তিত হয়? [জাবি ১৫-১৬] উত্তর : ১৯৫৬ সালে।

প্রশ্ন : কখন পূর্ব বঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয়? [জাবি ১৪-১৫] উত্তর : ১৯৫৬ সালে।

আরো পড়ুন : মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন: কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়? [সহকারী থানা শিক্ষা অফিসার ০৯] উত্তর : ১৯৫৮।

প্রশ্ন : পাকিস্তানে ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন [সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ] উত্তর : আইয়ুব খান ।

প্রশ্ন : কত সালে পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয়? [ববি ১৬-১৭] উত্তর : ১৯৫৯ সালে ।

ছয় দফা আন্দোলন

প্রশ্ন : ‘ছয় দফা কর্মসূচি’ কি? [NU ১১-১২] উত্তর : পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি।

প্রশ্ন : ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন- [ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? [৩০তম বিসিএস] উত্তর : লাহোরে।

প্রশ্ন : কোন সালে আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল? [৪০তম বিসিএস] উত্তর : ১৯৬৬ সালে ।

প্রশ্ন : ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১৬] উত্তর : ২৩ মার্চ ১৯৬৬।

প্রশ্ন : আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা-র প্রথম দফা— [NSI সহকারী পরিচালক ১৫] উত্তর : প্রাদেশিক স্বায়ত্তশাসন ।

প্রশ্ন : ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়? [৩৭তম বিসিএস] উত্তর : ম্যাগনাকার্টা ।

প্রশ্ন : ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল? [চাবি ‘ঘ’ ইউনিট ১৭-১৮] উত্তর : ছয় দফা : আমাদের বাঁচার দাবি।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান

প্রশ্ন : কখন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? [NU’র সেকশন অফিসার ১৭] উত্তর : ৩ জানুয়ারি ১৯৬৮।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কী ছিল? [জাককানইবি ১১-১২] উত্তর : রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

প্রশ্ন : বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী সংখ্যা ছিল কত জন? [৪০তম বিসিএস] উত্তর : ৩৫ জন ।

আরো পড়ুন : খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? [চবি ১৯-২০] উত্তর : স্যার উইলিয়াম থমাস ।

প্রশ্ন : কত সালে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান হয়? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১২] উত্তর : ১৯৬৯ সালে।

প্রশ্ন : গণ-অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ১১] উত্তর : ২৪ জানুয়ারি।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? [রাবি ১৯-২০] উত্তর : ড. শামসুজ্জোহা।

প্রশ্ন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন [রাবি ১৪-১৫] উত্তর : ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ ।

প্রশ্ন : রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ এই মামলা থেকে কবে সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়? [ঢাবি ১৭-১৮] উত্তর : ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে তৎকালীন পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ” নামকরণ করেন? [জাবি ০২-০৩] উত্তর : ৫ ডিসেম্বর ১৯৬৯।

প্রশ্ন : আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০] উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ।

প্রশ্ন : আসাদ কবে শহীদ হন? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১২] উত্তর : ১৯৬৯ সালের ২০ জানুয়ারি।

৭০’র সাধারণ নির্বাচন

প্রশ্ন : কবে পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? [বিপিএটিসি’র সহকারী পরিচালক ১৯] উত্তর : ১৯৭০ সালে ।

প্রশ্ন : পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল—[প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : ১৬৯টি ।

প্রশ্ন : ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল— [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : ১৬৭টি আসন

প্রশ্ন : ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল [বেবিচকের নিরাপত্তা অপারেটর ২১] উত্তর : ২৯৮টি।

প্রশ্ন : ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : বিচারপতি আব্দুস সাত্তার ।

অসহযোগ আন্দোলন

প্রশ্ন : ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন কবে সংঘটিত হয়? [হাবিপ্রবি ০৩-০৪] উত্তর : ২-২৫ মার্চ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ১৯] উত্তর : শঙ্কু সমজদার।

প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়— [১২তম বিসিএস] উত্তর : ২ মার্চ ১৯৭১ ।

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়— [গানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর ১৯] উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক ছাত্রসভায়।

প্রশ্ন : কবে কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? [বিবিএল’র থানা পরিসংখ্যান অফিসার ২০] উত্তর : ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে

৭ মার্চের ভাষণ

প্রশ্ন : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? [প্রাণিতহ্যম্পদ অধিদপ্তরের পোল্ট্রি টেকনিশিয়ান ২০] উত্তর : রেসকোর্স ময়দানে ।

প্রশ্ন : রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে- [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক ১৩] উত্তর : মুক্ত করবো ইনশাআল্লাহ ।

প্রশ্ন : ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৬] উত্তর : স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা ।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কী হিসাবে স্বীকৃতি দিয়েছে? [পিকেবি’র অফিসার ১৭] উত্তর : ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ।

প্রশ্ন : কোন সংগঠন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে স্বীকৃতি দেয়? [প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী ১৯] উত্তর : ইউনেস্কো ।

প্রশ্ন : কবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে? [১৫তম প্রভাষক নিবন্ধন] উত্তর : ৩০ অক্টোবর ২০১৭।

প্রশ্ন: ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর কন্ট্রোল অপারেটর ২০] উত্তর : ৪ দফা।

অপারেশন সার্চলাইট

প্রশ্ন : অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয়— [জাবি ১৫-১৬] উত্তর : ১৮ মার্চ ১৯৭১ ।

প্রশ্ন : কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল? [ঢাবি ১১-১২] উত্তর : অপারেশন সার্চলাইট।

প্রশ্ন : ১৯৭১ সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১১] উত্তর : জেনারেল রাও ফরমান আলী।

প্রশ্ন : ‘পোড়ামাটি নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : পাকিস্তান সেনাবাহিনী।

প্রশ্ন : কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : সাইমন ড্রিং।

স্বাধীনতার ঘোষণা

প্রশ্ন : বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট ১৯] উত্তর : ইস্ট পাকিস্তান রাইফেলস।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? [সোনালী ব্যাংকের অফিসার (ক্যাশ) ১৪] উত্তর : ২৬ মার্চ।

প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯] উত্তর : এম. এ. হান্নান।

প্রশ্ন : কবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয়? [হবি ১৫-১৬] উত্তর : ৩০ মার্চ ১৯৭১ ।

প্রশ্ন : নিচের কোন দুইটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? [রাবি ১৮-১৯] উত্তর : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? [২২তম, ১৪তম বিসিএস] উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ রাত কয়টায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? [চবি ‘বি’ ইউনিট ২০-২১] উত্তর : ১২টা ২০ মিনিটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *