Thursday, June 1, 2023
প্রচ্ছদআন্তর্জাতিক বিষয়াবলীমালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

- Advertisement -

৯ মার্চ ২০২৩ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে · গ্রেপ্তার করে মালয়েশিয়ান অ্যান্টিকরাপশন কমিশন (MACC)। তার বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়, মুহিউদ্দিন ইয়াসিন তার সরকারের চালু করা করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের অর্থের অপব্যবহার করেন।

তিনি ঘুষ নিয়েছেন এবং মানি লন্ডারিং করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের বেশি জেল হতে পারে তার। উল্লেখ্য, ১ মার্চ ২০২০-১৬ আগস্ট ২০২১ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন।

ক্ষমতা হারানোর পর তিনিই দেশটির দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হলো। এর আগে ২০১৮ সালে দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে কয়েকশ কোটি ডলারের ওয়ানএমডিবি রাষ্ট্রীয় তহবিলে দুর্নীতি কেলেঙ্কারির একাধিক অভিযোগ উঠে। অতঃপর চূড়ান্ত আপিলে হেরে যাওয়ার পর তার কারাদণ্ড হয়।

আরো পড়ুন

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য