মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস প্রতিপাদ্য নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহন করছেন। তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস প্রতিপাদ্য
বাংলাদেশ
১ মার্চ : পুলিশ মেমোরিয়াল ডে।
১ মার্চ : জাতীয় বীমা দিবস । প্ৰতিপাদ্য— আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ
১ মার্চ : World Seagrass day.
২ মার্চ : জাতীয় পতাকা উত্তোলন দিবস।
২ মার্চ : জাতীয় ভোটার দিবস। প্রতিপাদ্য— ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে ।
৬ মার্চ: জাতীয় পাট দিবস । প্রতিপাদ্য— পাট শিল্পের অবদান স্মার্ট- বাংলাদেশ বিনির্মাণ।
১০ মার্চ : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিপাদ্য— স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় ।
১৭ মার্চ : জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস । প্রতিপাদ্য— স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন
আরো পড়ুন
- ২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি
- স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩
- ভুটান-বাংলাদেশ ট্রানজিট চুক্তি
- সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩
- কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ || Current Affairs April 2023
২৫ মার্চ : গণহত্যা দিবস।
২৬ মার্চ : স্বাধীনতা ও জাতীয় দিবস ।
আন্তর্জাতিক
১ মার্চ : বৈষম্যহীন দিবস।
৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবস । প্ৰতিপাদ্য— বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারত্ব ।
৩ মার্চ: বিশ্ব শ্রবণ দিবস। প্রতিপাদ্য— কর্ণ ও শ্রবণসেবা সকলের তরে, আসুন করি বাস্তবায়ন ঘরে ঘরে ।
৪ মার্চ : বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস।
৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস । প্ৰতিপাদ্য ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন।
৯ মার্চ : বিশ্ব কিডনি দিবস (মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার)। প্রতিপাদ্য— সবার জন্য সুস্থ কিডনি।
১২ মার্চ : বিশ্ব গ্লুকোমা দিবস । প্ৰতিপাদ্য— পৃথিবী উজ্জ্বল, নিজের দৃষ্টিশক্তি রক্ষা করুন।
১৩ মার্চ : কমনওয়েলথ দিবস (মার্চ মাসের দ্বিতীয় সোমবার)।
১৪ মার্চ : আন্তর্জাতিক গণিত দিবস।
১৪ মার্চ : আন্তর্জাতিক নদী রক্ষা (কৃত্য) দিবস। প্রতিপাদ্য— নদীরও অধিকার আছে ।
১৫ মার্চ : ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস ।
১৫ মার্চ : বিশ্ব পঙ্গু দিবস ।
১৫ মার্চ : বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রতিপাদ্য— নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী ।
১৭ মার্চ : বিশ্ব ঘুম দিবস (মার্চ মাসের তৃতীয় শুক্রবার)। প্রতিপাদ্য— সু-স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম
২০ মার্চ : আন্তর্জাতিক সুখ দিবস । প্ৰতিপাদ্য— মনোযোগী হোন, কৃতজ্ঞ হোন, দয়ালু হোন ।
২০ মার্চ : বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস : ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ।
২০ মার্চ : ফরাসি ভাষা দিবস।
২০ মার্চ : বিশ্ব কবিতা দিবস ।
২০ মার্চ : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ।
২০ মার্চ : আন্তর্জাতিক নওরোজ দিবস ।
২০ মার্চ : ওয়ার্ল্ড হোম ইকোনমিক্স ডে।
২১ মার্চ : বিশ্ব বন দিবস । প্রতিপাদ্য— সুস্থ দেহে সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন ।
২১ মার্চ : বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। প্রতিপাদ্য— With us Not For us.
২১ মার্চ : বিশ্ব পুতুল নাট্য দিবস।
২২মার্চ : বিশ্ব পানি দিবস । প্রতিপাদ্য – পানি ও স্যানিটেশন সংকট সমাধানে ত্বরান্বিত পরিবর্তন ।
২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস । প্ৰতিপাদ্য প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যৎ।
২৪ মার্চ : বিশ্ব যক্ষ্মা দিবস ।
২৪ মার্চ : International Day for the Right to the Truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims.
২৫ মার্চ : International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade.
২৫ মার্চ : International Day of Solidarity with Detained and Missing Staff Members.
২৫ মার্চ : Earth Hour (মার্চ মাসের শেষ শনিবার)।
২৭ মার্চ : বিশ্ব নাট্য দিবস।
সপ্তাহ
১২-১৮ মার্চ : বিশ্ব গ্লুকোমা সচেতনতা সপ্তাহ। প্রতিপাদ্য— আপনার দৃষ্টি রক্ষা করুন, সুন্দর পৃথিবী উপভোগ করুন।
৩১ মার্চ-৬ এপ্রিল : জাটকা সংরক্ষণ সপ্তাহ ।