বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদবাংলাদেশ বিষয়াবলীভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন

- Advertisement -

১৮ মার্চ ২০২৩ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (India-Bangladesh Friendship Pipeline) উদ্বোধন করেন।

ভারতের পক্ষে নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়। দেশের জ্বালানি তেলের সরবরাহকে নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে প্রকল্পটি এক নতুন মাত্রা যোগ করবে।

ভারতের নুমালিগড় রিফাইনারির শিলিগুঁড়িস্থ মার্কেটিং টার্মিনাল হতে পঞ্চগড় জেলার বাংলাবান্ধা হয়ে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসের ১৩১.৫৭ কিমি পাইপলাইন নির্মাণ করা হয়, যার মধ্যে ৫ কিমি ভারতে এবং বাংলাদেশ অংশে ১২৬.৫৭ কিমি।

আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে দেশের প্রধান জ্বালানি পণ্য ডিজেলের সরবরাহ, ঘাটতি হ্রাস করে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে এবং জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করার জন্য এ প্রকল্পটি নানানভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ পাইপলাইনের ফলে উত্তরাঞ্চলের ১৬টি জেলাসহ সৈয়দপুরে নির্মিতব্য ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্ৰে ডিজেল সরবরাহ করা সহজ ও সাশ্রয়ী হবে।

- Advertisement -

৬ ডিসেম্বর ২০১২ পাইপলাইনে তেল আমদানি করতে ভারতের কাছ থেকে প্রস্তাব পায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর ২০১৮ ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৷

আরো পড়ুন

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য