Thursday, June 1, 2023

ব্রিটিশ রাজকাহন

- Advertisement -

নতুন ডিউক অব এডিনবার্গ

১০ মার্চ ২০২৩ যুক্তরাজ্যের নতুন ডিউক অব এডিনবার্গ হিসেবে প্রিন্স অ্যাডওয়ার্ডের নাম ঘোষণা করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের ইচ্ছাকে সম্মান জানিয়েই অ্যাডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এ পদবি দেওয়া হয়। আমৃত্যু তিনি এ পদে থাকবেন। প্রিন্স ফিলিপ সবসময়ই চাইতেন তার ছোট ছেলে অ্যাডওয়ার্ড এ উপাধি পাক।

কিন্তু এ ব্যাপারে কেবল রাজা হিসেবে চার্লসেরই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল । ৬ মে ২০২৩ ব্রিটিশ রাজসিংহাসনের ১৩তম উত্তরসূরি অ্যাডওয়ার্ডের আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে। এরপরই তিনি হবেন নতুন ডিউক এবং তার স্ত্রী সোফি হবেন ডাচেস অব এডিনবার্গ।

৭০০ বছরের ঐতিহাসিক সিংহাসন

৭০০ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসের সাক্ষী হয়ে আছে একটি সিংহাসন। ১২৯৬ সাল থেকে এখনো রাজপরিবারের অংশ এ চেয়ার। ওক কাঠের তৈরি চেয়ার বা সিংহাসনটি প্রথম এডওয়ার্ডের নির্দেশে নির্মাণ করা হয়। সিংহাসনটির বিশেষত্ব হলো এটি রাজপরিবারের উত্তরাধিকারদের অভিষেক অনুষ্ঠানে ব্যবহার করা হয়।

আরো পড়ুন

এখন পর্যন্ত ৩৯ জন ব্রিটিশ রাজা-রানিকে তাদের অভিষেকে স্বাগত জানিয়েছে চেয়ারটি। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকেও এটি ব্যবহৃত হবে। চেয়ারটির নির্মাণশৈলী, কারুকাজ যে কারও দৃষ্টি আকর্ষণ করবে। ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রাখা ৬.৫ ফুট উঁচু চেয়ারটি হামলার শিকার হয় কয়েকবার। ১৯১৪ সালে রাজতন্ত্রের বিরোধীদের বোমা হামলায় একটি পায়া ক্ষতিগ্রস্ত হয়।

- Advertisement -

পবিত্র তেলে রাজার অভিষেক

৬ মে ২০২৩ রাজা তৃতীয় চার্লসের অভিষেকে ব্যবহার করা হবে বিশেষ প্রক্রিয়ায় তৈরি পবিত্র ত্রিসম তেল । খ্রিষ্টধর্মের তাৎপর্যপূর্ণ মাউন্ট অলিভস পর্বতের দুটি পৃথক বাগান থেকে সংগ্রহ করা জলপাই থেকেই প্রস্তুত হয় ‘ক্রিসম তেল’ ।

এ পর্বত জেরুজালেম শহরের পূর্ব দিকে অবস্থিত । ১০৬৬ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের রাজা-রানিদের রাজ্যাভিষেকের আচার-অনুষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন ক্যান্টারবেরি চার্চের ধর্মযাজকরা। বর্তমানে চার্চটির ধর্মযাজক জাস্টিন ওয়েলবি ।

রাজবাড়ি হারালেন হ্যারি

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে ব্রিটিশ রাজপরিবারের উইন্ডসর প্রাসাদের Frogmore Cottage নামের বাড়ি ছাড়তে বলা হয়। এতে তাদের যুক্তরাজ্যে থাকার আর নিজস্ব কোনো জায়গা থাকল না। এ বাড়িটি তারা ২৯ লাখ ডলার খরচ করে সংস্কার করেন । প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের সময় হ্যারি ও মেগানকে এ বাড়ি উপহার দেন।

বাড়িটি এখন রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে দেওয়ার প্রস্তাব করা হয়। হ্যারি ও মেগান ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স হিসেবেও পরিচিত। প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার পরই এ দম্পতিকে বাড়িটি ছেড়ে দিতে বলা হয়। ২০২০ সালে রাজকীয় জীবন ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান হ্যারি-মেগান দম্পতি।

- Advertisement -
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য