ভাইভা প্রার্থীদের প্রস্তুতির সহায়ক হিসেবে এবারে থাকছে ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (ইসলামি শিক্ষা) নিয়োগপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মো. জাকির হোসাইন-এর ভাইভার অংশবিশেষ।
বিসিএস রিয়েল ভাইভা
প্রার্থী : আসতে পারি স্যার?
চেয়ারম্যান : আসুন।
প্রার্থী : আসসালামু আলাইকুম স্যার।
চেয়ারম্যান : ওয়ালাইকুম আস্সালাম, বসুন। প্রার্থী : ধন্যবাদ স্যার।
চেয়ারম্যান : সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া কী?
আরো পড়ুন : খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
প্রার্থী : সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব।
চেয়ারম্যান : আমরা কেন সালাম দেই?
প্রার্থী : সালামের মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং একে অপরের জন্য মঙ্গল কামনা করা হয় ।
চেয়ারম্যান : আসলে আমরা সালামের মাধ্যমে এটা বোঝাই যে আপনি আমার কাছে নিরাপদ । মানে আমরা নিরাপত্তা প্রদান করি ।
প্রার্থী : জি স্যার।
এক্সটার্নাল-১ : আপনি কি আজকে নবী (স.)কে সালাম দিয়েছেন?
প্রার্থী : দুঃখিত স্যার ।
এক্সটার্নাল-১ : আচ্ছা ঠিক আছে আপনি তাশাহুদ লিখুন ।
প্রার্থী : আমি মনোযোগ দিয়ে নির্ভুলভাবে লেখার চেষ্টা করলাম।
এক্সটার্নাল-১ : লেখাটা দেখছিলেন আর পড়ছিলেন, এইতো আপনি সালাম দিয়েছেন, বোর্ডের সবাইকে দেখালেন এবং বললেন সুন্দর হয়েছে। আমাকে বললেন দুই জায়গায় আলিফ বাদ পড়েছে।
প্রার্থী : বিনয়ের সাথে বললাম, দুঃখিত স্যার।
এক্সটার্নাল-১ : সিহাহ সিত্তাহ কী?
আরো পড়ুন : বঙ্গবন্ধুর জীবনালেখ্য
প্রার্থী : সহিহ আরবি শব্দ। যার বহুবচন সিহাহ। সিহাহ অর্থ বিশুদ্ধ, নির্ভুল। আর সিত্তাহ অর্থ ছয়। অর্থাৎ, সিহাহ সিত্তাহ-এর অর্থ হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ। গ্রন্থ ৬টি— সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, জামিউত তিরমিজী এবং সুনানে ইবনে মাজাহ ।
এক্সটার্নাল-১ : এগুলো ছাড়া অন্য কোনো সহীহ হাদিস গ্রন্থ কি নাই?
প্রার্থী : জি স্যার, আছে । যেমন : মুয়াত্তা ইমাম মালেক ৷
এক্সটার্নাল-২ : বিদায় হজের ভাষণের মূল দিকগুলো কী কী?
প্রার্থী : ৬৩২ সালের ১০ম হিজরিতে হযরত মুহাম্মাদ (স.) হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অনুচ্চ জাবাল-এ-রাহমাত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। ভাষণের মূল দিকগুলো ছিল কুরআন-সুন্নাহ মেনে চলা, স্ত্রীদের প্রতি সদয় হওয়া, শ্রমিকদের প্রতি সদয় হওয়া, অধীনদের প্রতি সদয় হওয়াসহ আরও দিক নির্দেশনা।
এক্সটার্নাল-২ : অধীনদের প্রতি সদয় হওয়া কী?
প্রার্থী : আমরা যা খাবো তাদেরকেও তাই খাওয়াবো, আমরা যা পরবো তাদেরকেও তাই পরাবো ।
এক্সটার্নাল-২ : জামে হওয়ার শর্ত কয়টি?
প্রার্থী : স্যার জামে হওয়ার শর্ত ৮টি ।
এক্সটার্নাল-১ : কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কী?
প্রার্থী : কুরআন আল্লাহর বাণী, যা ওহি মাতলু, অন্যদিকে হাদিস রাসূল (স.) এর বাণী, যা ওহি গায়রে মাতলু ।
এক্সটার্নাল-১ : তাফসির কত প্রকার?
প্রার্থী : তাফসির দুই প্রকার, তাফসীর বির-রিওয়ায়াহ এবং তাফসির বিদ-দিরায়াহ।
এক্সটার্নাল-১ : তাফসির ও তাবীল এর মধ্যে পার্থক্য কী?
প্ৰাৰ্থী : তাফসির রিওয়ায়াতভিত্তিক, তাবিল দিরায়াতভিত্তিক।
এক্সটার্নাল-২ : হযরত আবু বকর (রা) সম্পর্কে ইংরেজিতে বলেন?
প্রার্থী : Hazrat Abu Bakr (R) was the first Khalifa in the history of Islam. He was the father-in-law of Hazrat Muhammad (S). He donates his all assets in Tabook battle.
চেয়ারম্যান : কুরআন মাজীদ কেন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছিল?
প্রার্থী : আরবদের ভাষা আরবি, এজন্য কুরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। প্রতিটি আসমানী কিতাবই সেই জাতির নিজস্ব মাতৃভাষায় অবতীর্ণ হয়েছে, তার কারণ মাতৃভাষায় বোঝা অনেক সহজ হয়। তাছাড়া আরবি একটি সমৃদ্ধ, সহজ ও সার্বজনীন ভাষা ৷
চেয়ারম্যান : মুক্তিযুদ্ধের পর্যায়সমূহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলুন?
প্রার্থী : ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতান্ত্রিক আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ।
চেয়ারম্যান : ঠিক আছে। আপনি এখন আসতে পারেন ।
প্রার্থী : সকলকে ধন্যবাদ স্যার, আস্সালামু আলাইকুম ।
[সংগৃহীত ও পরিমার্জিত]