বিসিএস রিয়েল ভাইভার অংশবিশেষ

বিসিএস রিয়েল ভাইভার অংশবিশেষ

ভাইভা প্রার্থীদের প্রস্তুতির সহায়ক হিসেবে এবারে থাকছে ৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (ইসলামি শিক্ষা) নিয়োগপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মো. জাকির হোসাইন-এর ভাইভার অংশবিশেষ।

বিসিএস রিয়েল ভাইভা

প্রার্থী : আসতে পারি স্যার?

চেয়ারম্যান : আসুন।

প্রার্থী : আসসালামু আলাইকুম স্যার।

চেয়ারম্যান : ওয়ালাইকুম আস্সালাম, বসুন। প্রার্থী : ধন্যবাদ স্যার।

চেয়ারম্যান : সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া কী?

আরো পড়ুন : খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রার্থী : সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব।

চেয়ারম্যান : আমরা কেন সালাম দেই?

প্রার্থী : সালামের মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং একে অপরের জন্য মঙ্গল কামনা করা হয় ।

চেয়ারম্যান : আসলে আমরা সালামের মাধ্যমে এটা বোঝাই যে আপনি আমার কাছে নিরাপদ । মানে আমরা নিরাপত্তা প্রদান করি ।

প্রার্থী : জি স্যার।

এক্সটার্নাল-১ : আপনি কি আজকে নবী (স.)কে সালাম দিয়েছেন?

প্রার্থী : দুঃখিত স্যার ।

এক্সটার্নাল-১ : আচ্ছা ঠিক আছে আপনি তাশাহুদ লিখুন ।

প্রার্থী : আমি মনোযোগ দিয়ে নির্ভুলভাবে লেখার চেষ্টা করলাম।

এক্সটার্নাল-১ : লেখাটা দেখছিলেন আর পড়ছিলেন, এইতো আপনি সালাম দিয়েছেন, বোর্ডের সবাইকে দেখালেন এবং বললেন সুন্দর হয়েছে। আমাকে বললেন দুই জায়গায় আলিফ বাদ পড়েছে।

প্রার্থী : বিনয়ের সাথে বললাম, দুঃখিত স্যার।

এক্সটার্নাল-১ : সিহাহ সিত্তাহ কী?

আরো পড়ুন : বঙ্গবন্ধুর জীবনালেখ্য

প্রার্থী : সহিহ আরবি শব্দ। যার বহুবচন সিহাহ। সিহাহ অর্থ বিশুদ্ধ, নির্ভুল। আর সিত্তাহ অর্থ ছয়। অর্থাৎ, সিহাহ সিত্তাহ-এর অর্থ হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ। গ্রন্থ ৬টি— সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, জামিউত তিরমিজী এবং সুনানে ইবনে মাজাহ ।

এক্সটার্নাল-১ : এগুলো ছাড়া অন্য কোনো সহীহ হাদিস গ্রন্থ কি নাই?

প্রার্থী : জি স্যার, আছে । যেমন : মুয়াত্তা ইমাম মালেক ৷

এক্সটার্নাল-২ : বিদায় হজের ভাষণের মূল দিকগুলো কী কী?

প্রার্থী : ৬৩২ সালের ১০ম হিজরিতে হযরত মুহাম্মাদ (স.) হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অনুচ্চ জাবাল-এ-রাহমাত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। ভাষণের মূল দিকগুলো ছিল কুরআন-সুন্নাহ মেনে চলা, স্ত্রীদের প্রতি সদয় হওয়া, শ্রমিকদের প্রতি সদয় হওয়া, অধীনদের প্রতি সদয় হওয়াসহ আরও দিক নির্দেশনা।

এক্সটার্নাল-২ : অধীনদের প্রতি সদয় হওয়া কী?

প্রার্থী : আমরা যা খাবো তাদেরকেও তাই খাওয়াবো, আমরা যা পরবো তাদেরকেও তাই পরাবো ।

এক্সটার্নাল-২ : জামে হওয়ার শর্ত কয়টি?

প্রার্থী : স্যার জামে হওয়ার শর্ত ৮টি ।

এক্সটার্নাল-১ : কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কী?

প্রার্থী : কুরআন আল্লাহর বাণী, যা ওহি মাতলু, অন্যদিকে হাদিস রাসূল (স.) এর বাণী, যা ওহি গায়রে মাতলু ।

এক্সটার্নাল-১ : তাফসির কত প্রকার?

প্রার্থী : তাফসির দুই প্রকার, তাফসীর বির-রিওয়ায়াহ এবং তাফসির বিদ-দিরায়াহ।

এক্সটার্নাল-১ : তাফসির ও তাবীল এর মধ্যে পার্থক্য কী?

প্ৰাৰ্থী : তাফসির রিওয়ায়াতভিত্তিক, তাবিল দিরায়াতভিত্তিক।

এক্সটার্নাল-২ : হযরত আবু বকর (রা) সম্পর্কে ইংরেজিতে বলেন?

প্রার্থী : Hazrat Abu Bakr (R) was the first Khalifa in the history of Islam. He was the father-in-law of Hazrat Muhammad (S). He donates his all assets in Tabook battle.

চেয়ারম্যান : কুরআন মাজীদ কেন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছিল?

প্রার্থী : আরবদের ভাষা আরবি, এজন্য কুরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। প্রতিটি আসমানী কিতাবই সেই জাতির নিজস্ব মাতৃভাষায় অবতীর্ণ হয়েছে, তার কারণ মাতৃভাষায় বোঝা অনেক সহজ হয়। তাছাড়া আরবি একটি সমৃদ্ধ, সহজ ও সার্বজনীন ভাষা ৷

চেয়ারম্যান : মুক্তিযুদ্ধের পর্যায়সমূহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলুন?

প্রার্থী : ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতান্ত্রিক আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ।

চেয়ারম্যান : ঠিক আছে। আপনি এখন আসতে পারেন ।

প্রার্থী : সকলকে ধন্যবাদ স্যার, আস্সালামু আলাইকুম ।

[সংগৃহীত ও পরিমার্জিত]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *