বিসিএস প্রিলিমিনারি বিশেষ প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!
বিসিএস প্রিলিমিনারি বিশেষ প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : বাংলাদেশের প্রাচীন জাতি —
উত্তর : দ্রাবিড়।
প্রশ্ন : শেরে বাংলা এ. কে. ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন
উত্তর : ৯ মার্চ ১৯৫৬।
প্রশ্ন : আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম —
উত্তর : বেদ।
প্রশ্ন : পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে
উত্তর : করাচিতে (২৩ ফেব্রুয়ারি ১৯৪৮)।
প্রশ্ন : পূর্ববঙ্গ প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী-
উত্তর : খাজা নাজিমুদ্দীন।
প্রশ্ন : পদ্মা সেতুর ডিজাইনার —
উত্তর : AECOM (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ নির্বাচিত হন
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রশ্ন : ১৯৫২ সালের আগে ‘ভাষা দিবস’ হিসেবে পালন করা হতো—
উত্তর : ১১ মার্চ ।
প্রশ্ন : তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান—
উত্তর : ২য় ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে—
উত্তর : ৩০ অক্টোবর ২০১৭।
প্রশ্ন : স্বাধীনতার পর প্রথম জনশুমারি হয় –
উত্তর : ১৯৭৪ সালে ।
প্রশ্ন : জাতীয় আয় পরিমাপের পদ্ধতি —
উত্তর : তিনটি।
প্রশ্ন : বাংলাদেশের GDP’তে যে খাতের অবদান সবচেয়ে বেশি—
উত্তর : সেবাখাত ।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম কাগজ কল-
উত্তর : কর্ণফুলী কাগজ কল ।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক
উত্তর : ১০টি।
প্রশ্ন : ‘বিলোনিয়া সীমান্ত’ অবস্থিত
উত্তর : ফেনী জেলায়
প্রশ্ন : বাংলাদেশের সংবিধান রচিত
উত্তর : ২টি ভাষায় ।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে ‘চিন্তা ও ‘বিবেকের স্বাধীনতা’ নিশ্চিত করা হয়—
উত্তর : ৩৯ নং অনুচ্ছেদে।
প্রশ্ন : বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ রয়েছে—
উত্তর : ২২টি।
আরো পড়ুন
- মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান
- ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা
- খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন : বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ২৩ জুন ১৯৪৯।
প্রশ্ন : বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স
উত্তর : ২৫ বছর।
প্রশ্ন : প্রামাণ্য চলচ্চিত্র ‘হাজংদের জীবন সংগ্রাম’-এর পরিচালক
উত্তর : সোহেল রানা বয়াতি ।
প্রশ্ন : ‘ঝুমকা’ ও ‘সিঁদুর’ যে জাতীয় শস্যের নাম—
উত্তর : টমেটো।
প্রশ্ন : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কার্যকর হয়—
উত্তর : ৬ এপ্রিল ২০০৯।
প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন—
উত্তর : লর্ড রিপন ।
প্রশ্ন : ২০২২ সালে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ—
উত্তর : বাংলাদেশ ।
প্রশ্ন : CDBL যে বিষয়ের সাথে সম্পর্কিত —
উত্তর : শেয়ারবাজার ।
প্রশ্ন : কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা—
উত্তর : গাজীপুর ।
প্রশ্ন : মেট্রোরেলের প্রথম নারী চালক
উত্তর : মরিয়ম আফিজা।
প্রশ্ন : প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (NICAR) এর প্রধান
উত্তর : প্রধানমন্ত্রী ।
প্রশ্ন : অর্থ মন্ত্রণালয়ের বিভাগ —
উত্তর : ৪টি।
প্রশ্ন : অপারেশন মান্না পরিচালিত হয়—
উত্তর : ১৯৯১ সালে ।
প্রশ্ন : বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক —
উত্তর : রাষ্ট্রপতি ।
প্রশ্ন : ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় —
উত্তর : সুপ্রীম কোর্টকে।
প্রশ্ন : তিন নেতার মাজারের স্থপতি শিল্পী
উত্তর : মাসুদ আহমেদ ।
প্রশ্ন : জনপ্রশাসন পদকের বর্তমান নাম—
উত্তর : বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক।
প্রশ্ন : বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ( BBCFEC) অবস্থিত
উত্তর : পূর্বাচল, ঢাকা ।
প্রশ্ন : ঘুমধুম ও তুমক সীমান্ত অবস্থিত-
উত্তর : নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
প্রশ্ন : কালবৈশাখীর ইংরেজি নাম-
উত্তর : Dark Westerlies.
প্রশ্ন : হাতিরঝিলের নকশা প্রণয়ন করেন –
উত্তর : এহসান খান।
প্রশ্ন : যে ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে—
উত্তর : জনতা ব্যাংক লিমিটেড ।
প্রশ্ন : VGD-এর পূর্ণরূপ—
উত্তর : Vulnerable Group Feeding.
প্রশ্ন : মূল্য সংযোজন কর (VAT) হলো—
উত্তর : পরোক্ষ কর ।
প্রশ্ন : বাংলাদেশ ডেল্টা প্ল্যান-এর সময়সীমা –
উত্তর : ২১০০ সাল।
প্রশ্ন : সূর্যকন্যা বলা হয়—
উত্তর : তুলা গাছকে ।
প্রশ্ন : প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় —
উত্তর : ১৯৭৭ সালে ।
প্রশ্ন : গণঅভ্যুত্থান দিবস —
উত্তর : ২৪ জানুয়ারি।
প্রশ্ন : ‘লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু’ উক্তিটি করেন—
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান ।
প্রশ্ন : ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত —
উত্তর : চাঁদপুরে ।
প্রশ্ন : বাংলাদেশে সরকারি টেলিভিশন চ্যানেল —
উত্তর : ৪টি।
প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় —
উত্তর : ৪ জানুয়ারি ১৯৯০।
প্রশ্ন : কর্ণফুলী নদীর উৎস
উত্তর : মিজোরামের লুসাই পাহাড় ।
প্রশ্ন : ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজে জয়লাভ করে—
উত্তর : ৩২টি ।
প্রশ্ন : SPARSO এর প্রধান কার্যালয় অবস্থিত-
উত্তর : আগারগাঁও, ঢাকা ।
প্রশ্ন : ‘ইরাটম’ ধানের উদ্ভাবক প্রতিষ্ঠান—
উত্তর : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA)
প্রশ্ন : ক্যাপ্টেন সেতারা বেগম যুদ্ধ করেন –
উত্তর : ২ নং সেক্টরে ।
প্রশ্ন : রাজারবাগ সেনানিবাসের ‘দুর্জয়’ ভাস্কর্যটির স্থপতি—
উত্তর : মৃণাল হক
প্রশ্ন : জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান (NIPORT) প্রতিষ্ঠিত হয়——–
উত্তর : ১৯৭৭ সালে ।
প্রশ্ন : শ্রীলংকা বাংলাদেশকে স্বীকৃতি দেয় –
উত্তর : ৪ মার্চ ১৯৭২।
প্রশ্ন : তামাবিল সীমান্তের সাথে ভারতের যে শহরটি অবস্থিত —
উত্তর : ডাউকি ।
প্রশ্ন : মুজিবনগর উপজেলা কার্যক্রম শুরু করে—
উত্তর : ২৪ ফেব্রুয়ারি ২০০০।
প্রশ্ন : ‘শুভলং ঝরনা’ অবস্থিত-
উত্তর : রাঙ্গামাটি।
প্রশ্ন : বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে—
উত্তর : ৫ সেপ্টেম্বর ১৯৭৩।
প্রশ্ন : বাংলাদেশের FCDI প্রকল্পের উদ্দেশ্য —
উত্তর : বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও পানি সেচ ।
প্রশ্ন : অবস্থান অনুসারে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বিভক্ত—
উত্তর : ২ ভাগে।
প্রশ্ন : স্বাস্থ্য বাতায়নের জরুরি সেবা নম্বর হলো—
উত্তর : ১৬২৬৩।
প্রশ্ন : আওয়ামী লীগের যে পদ নিয়ে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন শুরু করেন—
উত্তর : যুগ্ম সম্পাদক।
প্রশ্ন : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমীক্ষা ২০২২ অনুযায়ী, আর্সেনিকে শীর্ষ জেলা—
উত্তর : গোপালগঞ্জ ।
প্রশ্ন : সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের শপথ পড়ান—
উত্তর : প্রধান বিচারপতি।