বিসিএস প্রিলিমিনারি বিশেষ প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!
বিসিএস প্রিলিমিনারি বিশেষ প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য
বাংলা ভাষা
প্রয়োগ-অপপ্রয়োগ
- ভাষার নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে অজ্ঞতার কারণেই ঘটে— ভাষার অপপ্রয়োগ ।
- ‘অর্ধাঙ্গিনী, আভ্যন্তরীণ, কৃচ্ছ্রতা এসব অপপ্রয়োগকৃত শব্দের প্রয়োগ হবে— অর্ধাঙ্গী, অভ্যন্তরীণ, কৃচ্ছ।
- ‘ইদানীংকাল’ শব্দে ‘কাল’ যোগ হলো— অপপ্রয়োগ ।
বানান ও বাক্য শুদ্ধি
- অগ্ন্যুৎপাত, আনুষঙ্গিক, ঊর্ধ্বলোক, ক্রুর, গন্ধেশ্বরী, শিহরন, পসারিণী, ত্রিনয়ন, দ্ব্যর্থ, ভীতু।
- অশুদ্ধ : তুমি নির্দোষী নও ।
- শুদ্ধ : তুমি নির্দোষ নও ।
- অশুদ্ধ : জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
- শুদ্ধ : জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ ।
পারিভাষিক শব্দ
- Epicurism — ভোগবাদ
- Quota— যথাংশ
- Divulge — প্ৰকাশ করা
- Monitoring— পরিবীক্ষণ
- Hand out— প্রচারপত্র।
বিপরীতার্থক শব্দ
- আদিষ্ট— নিষিদ্ধ
- ঊর্ধ্বগতি— অধোগতি
- কুলীন— অন্ত্যজ
- তীক্ষ্ণ— ভোঁতা
- যুগল— একক
সমার্থক শব্দ
- ঢেউ— তরঙ্গ, ঊর্মি, লহরি, কল্লোল, বীচি
- হস্ত— হাত, কর, বাহু, ভুজ, পাণি
- সর্প— নাগ, ফণী, আশীবিষ, সাপ, বিষধর।
ধ্বনি ও বর্ণ
- ক বর্গের ক থেকে ঘ পর্যন্ত ধ্বনিগুলো – কণ্ঠ্যমূলীয় ।
- অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে বলে— মাত্রা।
- ‘চিতল’ শব্দটিতে অক্ষর আছে — দুটি।
শব্দ ও পদ
- চিকচিক’ করে বালি কোথা নাহি কাঁদা- বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি নির্দেশ করছে— ক্রিয়া-বিশেষণ পদ ।
- ‘জোছনা’ যে শ্রেণির শব্দ— অর্ধ-তৎসম ।
- ‘তাজা মাছ’ যে বিশেষণ— অবস্থাবাচক
আরো পড়ুন
- মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান
- ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা
- খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
বাক্য
- একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ— তিনটি ।
- ‘সে যেতে চায় তথাপি বসে আছে- এটি যে শ্রেণির বাক্য— যৌগিক ।
সন্ধি
- মহৌষধি = মহা + ঔষধি
- পুরস্কার = পুরঃ + কার
- ষষ্ঠ = ষষ্ + থ
- সতীশ = সতী + ঈশ।
প্রকৃতি ও প্রত্যয়
- মেধাবী — মেধা + বিন
- নেতা— নী + তা
- মাধ্যমিক— মধ্যম + ষ্ণিক
- বর্ধমান— বৃধ + শানচ ।
সমাস
- জ্যোৎস্নারাত— মধ্যপদলোপী কর্মধারয়
- কাজলকালো — উপমান কর্মধারয়
- বীণাপাণি— ব্যধিকরণ বহুব্রীহি
- অনেক – নঞ তৎপুরুষ ।
সাহিত্য
প্রাচীন ও মধ্যযুগ
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা— বঙ্গ-কামরূপী।
- যে রাজবংশের আমলে চর্যাপদের রচনা ও বিকাশ ঘটে— পাল বংশ ।
- চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি— কৃষ্ণদাস কবিরাজ ।
- পশুপাখির কাহিনি অবলম্বনে রচিত সাহিত্য— উপকথা।
- বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা হয় —১৭৬০-১৮৬০ সময়কে।
আধুনিক যুগ (১৮০০-বর্তমান)
- বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা— সংবাদ প্রভাকর ।
- ‘ফুলমনি ও করুণার বিবরণ” গ্রন্থটির রচয়িতা— হ্যানা ক্যাথেরিন।
- বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় যে নাট্যকারের হাতে— তারাচরণ শিকদার।
- ‘পুরোনো বাংলা গদ্য’ গ্রন্থের লেখক – আনিসুজ্জামান ।
- ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটি যার লেখা— আহসান হাবীব
- বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ— তিলোত্তমাসম্ভব কাব্য ।
- বাংলা ছোটগল্পে প্রথম কৌতুকরসের অবতারণা করেন— ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ৷
- ‘A Search for Identity’ বইটির লেখক — মেজর আবদুল জলিল ।
- ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের নায়িকার নাম— সাজু।
- ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা – বাক্যটি যার রচনা— ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম — জরাসন্ধ ।
- ‘স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে’ গানটির রচয়িতা— শামসুর রাহমান।
- বাংলা গদ্যের ‘যথার্থ শিল্পী’ বলা হয়— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
- গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ— বলাকা
- ‘চিত্তনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা— কাজী নজরুল ইসলাম ।
- ‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা— মানিক বন্দ্যোপাধ্যায় ।
- ‘জহির রায়হানের প্রথম পরিচালিত চলচ্চিত্র— কখনো আসেনি।