ইতিহাসের প্রচ্ছদপট মার্চ

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। ২৩ ফেব্রুয়ারি ২০২৩ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেন। রীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ পদে মনোনয়ন দেন।

অজয় বর্তমানে ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। অজয় বাঙ্গা ১০ নভেম্বর ১৯৫৯ ভারতের পুনেতে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

২০১৬ সালে ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করেন । এর আগে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পদত্যাগের ঘোষণা দেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

৩০ জুন ২০২৩ তার পদত্যাগ কার্যকর হবে। বৈশ্বিক উষ্ণতা নিয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ৯ এপ্রিল ২০১৯ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হন ম্যালপাস। ২০২৪ সালের এপ্রিলে তার পাঁচ বছর পূর্ণ হতো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *