বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ

বাংলা

১. ‘মাসি-পিসি’ গল্পে মাসি-পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কী?
ক. তাদের চিন্তাভাবনা এক
খ. তাদের স্বভাব একই প্রকৃতির
গ. তাদের চেহারা এক
ঘ. তাদের বয়স ও অবস্থা এক

২. মানবকল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানসিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত কেন ?
ক. অর্থনৈতিক মুক্তি সাধিত হয় বলে
খ. মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় বলে
গ. মহানুভবতা অর্জন সম্ভব হয় বলে
ঘ. মানুষের প্রকৃত অবস্থা তুলে ধরে বলে

৩. ‘সোনার তরী’ কবিতায় কবির সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করা হয়েছে?
ক. ধনসম্পদ
খ. জমিজমা
গ. ফসল
ঘ. তরী

৪. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
ক. সংস্কৃত
গ. হিন্দি
খ. গৌড়ীয় প্রাকৃত
ঘ. আসামি

আরো পড়ুন

৫. জ্ঞ বর্ণের বিশ্লিষ্ট রূপ কোনটি?
ক. জ্ + ঞ
খ. ঞ + জ
গ. জ +ঞ
ঘ. জ্ + ঙ

৬. ‘অষ্টরম্ভা’ বাগ্ধারাটির অর্থ কী?
ক. সম্পূর্ণভাবে
খ. ফাঁকি
গ. অপদার্থ
ঘ. অলস

৭. নিচের কোনটি অশুদ্ধ?
ক. অহিংস-সহিংস
খ. প্রসন্ন-বিষণ্ণ
গ. দোষী-নির্দোষী
ঘ. নিষ্পাপ

English

8. How many years Mandela did suffer imprisonment ?
a. Nearly 20 years
b. Nearly 25 years.
c. Nearly 30 years
d. Nearly 35 years

9. The history of twenty three years is full of-.
a. Mystery and joy
b. Grief and achievement
c. Pain, pangs and plight
d. Confusion and conflict

10. What is the writer of the book ‘The Interpretation Dreams’ ?
a. Sigmund Freud
b. Nelson Mandela
c. John Keats
d. Jonathon Swift

11. What is the time period of adolescence?
a. 10 to 20
b. 13 to 19
c. 13 to 18
d. 12 to 18

12. Rizvi requested Rini… telephone to attend the meeting.
a. through
b. over
c. by
d. with

13. Break: Repair :: Wound …
a. heal
b. fix
c. plaster
d. hurt

14. Check … beast in you.
a. to
b. the
c. for
d. up

বাংলাদেশ বিষয়াবলি

১৫. বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে?
ক. ২০২৩ সালে
খ. ২০২৬ সালে
গ. ২০৩০ সালে
ঘ. ২০২৯ সালে

১৬. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোন তারিখে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? ক. ১৭ অক্টোবর ২০১৭
খ. ৩০ অক্টোবর ২০১৭
গ. ৩০ ডিসেম্বর ২০১৭
ঘ. ৩০ মার্চ ২০১৭

১৭. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?
ক. ধর্মপাল
খ. গোপাল
গ. শশাঙ্ক
ঘ. লক্ষ্মণ সেন

১৮. মানব উন্নয়ন সূচক ২০২২-এ বাংলাদেশের অবস্থান কত?
ক. ১৩২তম
খ. ১২৯তম
গ. ১৪৪তম
ঘ. ১৩৯তম

১৯. ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কত ?
ক. ৭ দশমিক ৫ শতাংশ
খ. ৭ দশমিক ২৯ শতাংশ
গ. ৮ দশমিক ২৫ শতাংশ
ঘ. ৭ দশমিক ৩০ শতাংশ

২০. বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. নেপাল
ঘ. রুয়ান্ডা

আন্তর্জাতিক বিষয়াবলি

২১. ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৭) কোথায় অনুষ্ঠিত হয়?
ক. শার্ম আল-শেখ, মিসর
খ. প্যারিস, ফ্রান্স
গ. গ্লাসগো, স্কটল্যান্ড
ঘ. সংযুক্ত আরব আমিরাত

২২. ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. আনি এরনো
খ. আলেস বিয়ালিয়াৎস্কি
গ. ডগলাস ডব্লিউ ডায়মন্ড
ঘ. ফিলিপ এইচ ডিভিগ

২৩. ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হন কত সালে?
ক. ১৯৯৭ সালে
খ. ২০২২ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০১ সালে

২৪. ২০২২ সালে ব্যালন ডি’অর লাভ করে কোন খেলোয়াড়?
ক. লিওনেল মেসি
খ. কিলিয়ান এমবাপ্পে
গ. ক্রিস্টিয়ানো রোনালদো
ঘ. করিম বেনজেমা

২৫. রাশিয়ায় কবে পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত কর্মসূচি চালু হয়?
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৯০ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৯২ সালে

২৬. নারী এশিয়া কাপ ক্রিকেট- ২০২২-এ চ্যাম্পিয়ন দেশ কোনটি?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. শ্রীলঙ্কা

ব্যবসায় উদ্যোগ ও ব্যবস্থাপনা

২৭. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’ কথাটি কে বলেছেন?
ক. প্লেটো, সক্রেটিস
গ. হেনরি ফেয়ল
খ. রুশো
ঘ. অ্যারিস্টটল

২৮. মার্চেন্ট ব্যাংক বলতে কী বোঝায়?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. বিনিয়োগ ব্যাংক
গ. উন্নয়ন ব্যাংক
ঘ. বিনিয়োগ কোম্পানি

২৯. কোনটি স্মারকলিপির ধারা নয়?
ক. উদ্দেশ্য
খ. দায়
গ. মূলধন
ঘ. ন্যূনতম চাঁদা

ফিন্যান্স ও ব্যাংকিং

৩০. মূলধন বাজেটিংয়ের প্রথম ধাপ কোনটি?
ক. প্রকল্প উদ্ভাবন
গ. প্রকল্প নির্বাচন
খ. প্রকল্প বাস্তবায়ন
ঘ. প্রকল্প মূল্যায়ন

৩১. ঋণ মূলধন ব্যবহারের সুবিধা হলো—
খ. কর হ্রাস
ক. সুদ হ্রাস
গ. সংরক্ষিত আয় হ্রাস
ঘ. প্রশাসনিক খরচ হ্রাস

৩২. বাংলাদেশ সংশোধিত দেউলিয়া আইন কত সালের?
ক. ১৯৯৯
খ. ২০১০
গ. ১৯৯৩
ঘ. ১৯৭২

হিসাববিজ্ঞান

৩৩. বিক্রয় কমিশন কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?
ক. মুখ্য ব্যয়
খ. রূপান্তর ব্যয়
গ. কারখানা উপরি ব্যয়
ঘ. বিপণন ব্যয়

৩৪. কিসের মালিকানা হস্তান্তর করা যায় না?
ক. পণ্য
খ. সেবা
গ. মূলধন
ঘ. মুনাফা

৩৫. বিপরীত সম্পত্তি প্রকাশ করে—
ক. ডেবিট জের
গ. মালিকানা জের
খ. ক্রেডিট জের
ঘ. ক এবং খ উভয়ই

মার্কেটিং

৩৬. নিচের কোনটি জীবনচক্রের অন্তর্ভুক্ত?
ক. ধারণা বাছাইকরণ
খ. ব্যবসায় বিশ্লেষণ
গ. ধারণা সংগ্রহ
ঘ.পণ্য উন্নয়ন

৩৭. নিচের কোনটি বণ্টনসংক্রান্ত কাজ নয়?
ক. ক্রয়
খ. মান নির্ধারণ
গ. মোড়কীকরণ
ঘ. অর্থসংস্থান

৩৮. পণ্যের মান নির্ধারণ করতে হয় কখন ?
ক. উৎপাদনের আগে
খ. উৎপাদনের পরে
গ. উৎপাদনের সময়
ঘ. উৎপাদন মধ্যবর্তী

পদার্থবিজ্ঞান

৩৯. নিচের কোনটি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ?
ক. অ্যালুমিনিয়াম
খ. প্লাটিনাম
গ. নিকেল
ঘ. স্বর্ণ

৪০. আলোর গতিবেগ সর্বোচ্চ হয় কোথায় ?
ক. শূন্যস্থানে
খ. পানিতে
গ. বাতাসে
ঘ. কোনোটিই নয়

৪১. বায়ুমণ্ডলে কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন ?
ক. লাল
খ. হলুদ
গ. বেগুনি
ঘ. সাদা

রসায়ন

৪২. দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয় ?
ক. চাপ সমান থাকলে
খ. আণবিক ভর সমান থাকলে
গ. আয়তন সমান হলে
ঘ. তাপমাত্রা সমান হলে

৪৩. কোনটির আয়নিকরণ শক্তির মান সর্বনিম্ন ?
ক. Ca
খ. Li
গ. Mg
ঘ. Cs

৪৪. সমযোজী যৌগের অণুতে ডাইপোলের ধর্মকে কী বলে?
ক. পোলারায়ন
খ. পোলারিটি
গ. তড়িৎ ঋণাত্মকতা
ঘ. ডাইপোলার

জীববিজ্ঞান

৪৫. মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত?
ক. সেরেবেলাম
খ. সেরেব্রাম
গ. সেরেব্রাল পেডাংকল
ঘ. হাইপোথ্যালামাস

৪৬. কোনটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড?
ক. গ্লাইসিন
গ. টাইরোসিন
খ. লাইসিন
ঘ. সিস্টিন

৪৭. মানবদেহে যকৃতের ওজন দেহের ওজনের কত শতাংশ?
ক. ৪-৫%
খ. ৩-৪%
গ. ৩-৫%
ঘ. ৬-৭%

উচ্চতর গণিত

৪৮. 3, 4, 5, 6, 7, 8 অঙ্কগুলো একবার ব্যবহার করে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে ?
ক. 24
খ. 48
গ. 60
ঘ. 120

৪৯. পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান কোনটি?
ক. 0
খ. 1
গ. -1
ঘ. -0

৫০. একটি ছক্কা একবার নিক্ষেপ করলে ওপরের পিঠের সংখ্যাটি ও দিয়ে বিভাজ্য এবং জোড় হওয়ার সম্ভাবনা কত?
ক. 1/6
খ. 1 / 12
গ. 1 / 18
ঘ. 1/36

উত্তর : ১. ঘ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮.গ, ৯.গ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ক, ২১. ক, ২২. ক, ২৩. গ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. খ, ২৭. ক, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ক, ৩১. খ, ৩২. ক, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭.গ, ৩৮. ক, ৩৯. ঘ, ৪০. ক, ৪১. গ, ৪২. ঘ, ৪৩. ঘ, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. গ, ৪৭. গ, ৪৮. গ, ৪৯. ক, ৫০.ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *