বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার পদের প্রশ্ন সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার পদের প্রশ্ন সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার পদের প্রশ্ন সমাধান

প্রশ্ন : প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
উত্তর : ২০১০।

প্রশ্ন : ২০২৩ সালের পুরুষ অস্ট্রেলিয়া ওপেন লন টেনিস চ্যাম্পিয়ন কে?
উত্তর : N. Djokovic

প্রশ্ন : বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায়?
উত্তর : কুমিল্লা ।

প্রশ্ন : ‘মুক্তির গান’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : তারেক মাসুদ।

প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
উত্তর : ২৮ (২)।

আরো পড়ুন : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান

প্রশ্ন : ২০২৩ সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ এর সেরা খেলোয়াড় কে?
উত্তর : শামসুন্নাহার জুনিয়র।

প্রশ্ন : ইউক্রেনের রাজধানীর নাম কী?
উত্তর : কিয়েভ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
উত্তর : ১০০।

প্রশ্ন : একজন লোক ডিসেম্বর মাসে আগের মাসের তুলনায় দ্বিগুণ আয় করে। তার সমগ্র বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে?
উত্তর : ২/১৩ অংশ ।

প্রশ্ন : I cannot – to pay such high prices
উত্তর : afford।

আরো পড়ুন : বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী/স্টুডিও মেকানিক পদের প্রশ্ন সমাধান

প্রশ্ন : Explain the meaning of ‘Bring to pass –
উত্তর : ‘Cause to happen

প্রশ্ন : Identify the imperative sentence.
উত্তর : Stand Up ।

প্রশ্ন : নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়?
উত্তর : Web browser

প্রশ্ন : মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
উত্তর : ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

প্রশ্ন : Cozy Bear একটি কি?
উত্তর : হ্যাকার গ্রুপ ।

প্রশ্ন : সম্প্রতি নেপালের পঙ্গুরা এয়ারপোর্টের সন্নিকটে একটি বিমান দুর্ঘটনা হয়, বিমান কোন এয়ারলাইন্‌স এর ছিল?
উত্তর : ইয়েতি এয়ারলাইন্‌স।

প্রশ্ন : কত তারিখে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সরাসরি শুরু হয়?
উত্তর : ২৪ ফেব্রুয়ারি ২০২২ ।

প্রশ্ন : ১৭ দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
উত্তর : ৭।

প্রশ্ন : ‘Once in a blue moon’ means
উত্তর : very rarely

প্রশ্ন : ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ এই উক্তিটি কোন কবির?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *