বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী/স্টুডিও মেকানিক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী/স্টুডিও মেকানিক পদের প্রশ্ন সমাধান
প্রশ্ন : Choose the correct form of verb in the bracket of the following sentence: The girl (read) the novel since last Saturday.
উত্তর : The girl has been reading the novel since last Saturday
প্রশ্ন : Choose the appropriate preposition in the blank of the following sentence. The man died-overwork.
উত্তর : from
প্রশ্ন : একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি?
উত্তর : তিন ।
প্রশ্ন : পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয় —
ক) পৌষ মাস
গ) চৈত্র মাস
খ) মাঘ মাস
ঘ) বৈশাখ মাস
[Note : সাধারণত চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন বৈসাবি উৎসব পালিত হয়।
প্রশ্ন : Identify the appropriate tag question-
উত্তর : He went to Rangpur last week, didn’t he?
প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ কত সালে হয়?
ক) ১৯৫০
খ) ১৯৪৮
গ) ১৯৪৭
ঘ) ১৯৫৪
[Note : ছিয়াত্তরের মন্বন্তর নামে দুর্ভিক্ষ হয় ১৭৭০ সালে যা বাংলায় ১১৭৬ বঙ্গাব্দ ।]
প্রশ্ন : ‘I want to lose weight, yet I eat chocolate daily. ‘ This sentence is a/an—
উত্তর : Compound sentence
প্রশ্ন : The adjective form of contempt’ is
উত্তর : contemptible
আরো পড়ুন : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান
প্রশ্ন : Complete the sentence with the best option. If you have studied hard.
উত্তর : You would have succeeded in the examination.
প্রশ্ন : ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি সংকলন করেন কে?
উত্তর : দীনেশচন্দ্র সেন ।
প্রশ্ন : She was working on her computer with her baby next to
উত্তর : her
প্রশ্ন : Identify the correctly spelt word —
উত্তর : adversity
প্রশ্ন : নিম্নের কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়?
উত্তর : ট্রান্সফর্মার।
প্রশ্ন : All that glitters is not gold. Here the word ‘All’ is a/an —
উত্তর : pronoun
প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বিখ্যাত এ গানটির প্রথম সুরকার কে?
ক) আলতাফ মাহমুদ
খ) সুবল দাশ
গ) সুজেয় শ্যাম
ঘ) আলাউদ্দিন আলী
[Note:প্রশ্নে উল্লেখিত গানটির প্রথম সুরকার আবদুল লতিফ । ]
প্রশ্ন : বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উত্তর : চর্যাগীতিকা ।
প্রশ্ন : The synonym of ‘sagacious’ is—
উত্তর : judicious.
প্রশ্ন : The word ‘each’ is an example of-
উত্তর : distributive pronoun
প্রশ্ন : বিশ্ব পানি দিবস পালিত হয়—
উত্তর : ২২ মার্চ।
প্রশ্ন : Which one is the correct sentence below ?
উত্তর : Good evening, how are you?
প্রশ্ন : ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়—
উত্তর : টাংস্টেন ।
প্রশ্ন : ‘শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে’- গানটির গীতিকার কে?
উত্তর : গৌরী প্রসন্ন মজুমদার ।
প্রশ্ন : “উপকার করার ইচ্ছা”. এর এককথায় প্রকাশ কী?
উত্তর : উপচিকীর্ষা ।
প্রশ্ন : The phrase ‘out of the wood’ means —
উত্তর : free from difficulties
প্রশ্ন : খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তর : একুশটি।
আরো পড়ুন : সহকারী জজ নিয়োগ প্রস্তুতি ২০২৩
প্রশ্ন : ‘অদৃশ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : দৃশ্যমান ।
প্রশ্ন : সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই- কথাগুলি কোন কবির?
উত্তর : কবি চণ্ডিদাস ।
প্রশ্ন : Which one of the following is incorrect?
উত্তর : Cut the sentence
প্রশ্ন : সূর্যের নিকটতম নক্ষত্রের নাম—
উত্তর : প্রক্সিমা সেন্টারাই ।
প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর : দেয়াল ।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়?
উত্তর : ৪ নভেম্বর ১৯৭২।
প্রশ্ন : ‘ভাড়দত্ত’ কোন কাব্যের চরিত্র?
উত্তর : চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান ।
প্রশ্ন : ‘লাবণ্য’ কোন পদ?
উত্তর : বিশেষ্য ।
প্রশ্ন : নিম্নের কোনটির স্পীড সবচেয়ে বেশি?
উত্তর : ক্যাশ মেমোরি ।
প্রশ্ন : প্রমথ চৌধুরীর ছদ্মনাম কোনটি?
উত্তর : বীরবল ।
প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে বক্তা ছিলেন
উত্তর : ড. জ্যাঁ তিরোল ।
প্রশ্ন : Find out the antonym of ‘gentle’ –
উত্তর : rude ।
প্রশ্ন : — honest person never tells a lie. Identify the best option for the blank .
উত্তর : an
প্রশ্ন : ‘কবিতার কথা’ কার কাব্যগ্রন্থ?
উত্তর : জীবনানন্দ দাশ ।
প্রশ্ন : নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
উত্তর : এম.এস. ওয়ার্ড।
প্রশ্ন : ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম
উত্তর : স্মার্ট বাংলাদেশ।
প্রশ্ন : কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তর : ক্যালসিয়াম কার্বনেট ।
আরো পড়ুন : সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রশ্ন : বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে নেয়—
উত্তর : মহাসাগর ।
প্রশ্ন : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর : দিগদর্শন ।
প্রশ্ন : কোনটি শুদ্ধ বানান?
উত্তর : আশিস।
প্রশ্ন : ‘সময়টা প্রশান্তির জন্য প্রশস্ত নয়’-এ বাক্যে ‘প্রশস্ত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর : উপযুক্ত।
প্রশ্ন : ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : জীবনানন্দ দাশ ।
প্রশ্ন : Which one of the following is not a plural number?
উত্তর : terminus
প্রশ্ন : অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : মিখাইল গর্বাচেভ।
প্রশ্ন : সিত্রাং ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল কোন দেশ?
উত্তর : থাইল্যান্ড ।
প্রশ্ন : কোনটি নির্ভুল বাক্য? অবস্থার উন্নতি হয়নি।
উত্তর : অদ্যাবধি তার শারীরিক
প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্যে ‘মজিদ’ চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ ।
প্রশ্ন : The correct passive structure of the sentence. Let her sing a song’.
উত্তর : Let a song be sung by her
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
উত্তর : প্রলয় শিখা।
প্রশ্ন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা—
উত্তর : ২৪০০ মেগাওয়াট।
প্রশ্ন : Which one of the following sentences contains the correct superlative degree ?
উত্তর : The Padma Bridge is one of the longest bridge in Asia |
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয়?
উত্তর : চার বছর।
প্রশ্ন : কাঁদানে গ্যাসের অপর নাম
উত্তর : ক্লোরোপিক্রিন।
প্রশ্ন : He said to her, “what a cold day! Select the correct indirect speech.
উত্তর : He exclaimed that it was a very cold day
প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : উইনস্টন চার্চিল।
প্রশ্ন : ‘পায়ের তলায় সর্ষে’ বাগ্ধারার অর্থ কী?
উত্তর : অস্থির ।
প্রশ্ন : কত সালে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে?
উত্তর : ২০৪১ সালে।
প্রশ্ন : ‘হ্ন’-কোন দুটি বর্ণের যুক্তবর্ণ?
উত্তর : হ + ণ ।