বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদঅন্যান্যবাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন পদে নতুন যারা নিয়োগ পেলেন

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন পদে নতুন যারা নিয়োগ পেলেন

- Advertisement -

বাংলাদেশ

মহাপরিচালক

  • জাতীয় সঞ্চয় অধিদপ্তর : জেবুন্নেছা করিম; নিয়োগ ৫ মার্চ ২০২৩।
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) : মো. জয়নাল আবেদীন; নিয়োগ ৫ মার্চ ২০২৩।
  • কৃষি বিপণন অধিদপ্তর : মো. মাসুদ করিম; নিয়োগ ২৬ ফেব্রুয়ারি ২০২৩।
  • উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো : মো. আবুল কালাম আজাদ; নিয়োগ ২৬ ফেব্রুয়ারি ২০২৩।
  • চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর : স. ম. গোলাম কিবরিয়া; দায়িত্ব গ্রহণ ১৪ মার্চ ২০২৩।

ব্যবস্থাপনা পরিচালক

  • প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট : স্মৃতি কর্মকার; নিয়োগ ১২ মার্চ ২০২৩।
  • বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ : মো. রেজাউল করিম; নিয়োগ ২৬ ফেব্রুয়ারি ২০২৩।

চেয়ারম্যান

  • বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) : আরিফ আহমেদ মোস্তফা; নিয়োগ ১ মার্চ ২০২৩।
  • বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (BIWTC) : এস এম ফেরদৌস আলম; নিয়োগ ৫ মার্চ ২০২৩ ।

বিবিধ

  • নির্বাহী সদস্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) : ড. খন্দকার আজিজুল ইসলাম; নিয়োগ ৫ মার্চ ২০২৩ ।
  • সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন : মোসাম্মাৎ নাসিমা বেগম; নিয়োগ ২ মার্চ ২০২৩।
  • একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা আসন-৫০) আসনের সংসদ সদস্য : আফরোজা হক, ৯ মার্চ ২০২৩ শপথ গ্রহণ করেন । তিনি হাসানুল হক ইনুর স্ত্রী। উল্লেখ্য, আফরোজা নির্বাচিত হওয়ায় চলমান একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য দম্পতির সংখ্যা এখন তিন। অন্য দুই সংসদ সদস্য দম্পতি হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও তার স্ত্রী লুৎফুন্নেসা খান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও তার স্ত্রী শরিফা কাদের ।

আরো পড়ুন

আন্তর্জাতিক

  • প্রধানমন্ত্রী, কাতার : শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি; দায়িত্ব গ্রহণ ৭ মার্চ ২০২৩ । তিনি দেশটির সপ্তম প্ৰধানমন্ত্ৰী।
  • ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী : মানিক সাহা; দায়িত্ব গ্রহণ ১৫ মে ২০২২।
  • WFP’র নির্বাহী পরিচালক : ২ মার্চ ২০২৩ বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) নির্বাহী পরিচালক পদে নিয়োগ পান যুক্তরাষ্ট্রের সিন্ডি ম্যাককেইন (Cindy McCain)। ৫ এপ্রিল ২০২৩ তিনি ডেভিড এম. বিসলের স্থলাভিষিক্ত হন ।

প্রেসিডেন্ট

  • ভিয়েতনাম : ভো ভ্যান থুওং; দায়িত্ব গ্রহণ ২ মার্চ ২০২৩। তিনি দেশটির ১২তম প্রেসিডেন্ট ।
  • ত্রিনিদাদ এন্ড টোবাগো : ক্রিস্টিন কাঙ্গালু; দায়িত্ব গ্রহণ ২০ মার্চ ২০২৩ । তিনি দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট

সম্মেলন

  • বাংলাদেশ বিজনেস সামিট > সময়কাল : ১১-১৩ মার্চ ২০২৩ | স্থান : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (BICC), ঢাকা । IPU অ্যাসেম্বলি> IPU -Inter-Parliamentary Union আয়োজন : ১৪৬তম সময়কাল : ১১-১৫ মার্চ ২০২৩ | স্থান : মানামা, বাহরাইন
  • BIMSTEC’র মন্ত্রী পর্যায়ের বৈঠক> আয়োজন : ১৯তম। সময়কাল : ৯ মার্চ ২০২৩ | স্থান : ব্যাংকক, থাইল্যান্ড (ভার্চুয়ালি)।

সাহিত্য-সংস্কৃতি

  • রেডিও> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্ৰ করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’। পরিচালক অনন্য মামুন । ৭ মার্চ ২০২৩ ‘রেডিও’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয় । ১৭ মার্চ ২০২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
  • The Light We Carry > যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার তৃতীয় গ্ৰন্থ ।

প্রধান তথ্য কমিশনার

নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হন তথ্য কমিশনার ও সাবেক তথ্য সচিব ড. আবদুল মালেক। ২১ মার্চ ২০২৩ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১৬ জানুয়ারি ২০২৩ প্রধান তথ্য কমিশনার পদে মরতুজা আহমদের মেয়াদ পূর্ণ হলে পদটি শূন্য হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী ১ জুলাই ২০০৯ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এ কমিশনে এর আগে এম আজিজুর রহমান, মুহাম্মদ জমির, মোহাম্মদ ফারুক এবং গোলাম রহমান এ দায়িত্বপালন করেন । আবদুল মালেক দেশের ৬ষ্ঠ প্রধান তথ্য কমিশনার।

MINURSO’র কমান্ডার

United Nations Mission for the Referendum in Western Sahara (MINURSO) এর ফোর্স কমান্ডার, হিসেবে নিয়োগ পান বাংলাদেশের মেজর জেনারেল মো. MINURSO ফখরুল আহসান। মার্চ ২০২৩ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এ পদে নিয়োগ দেন ।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য