রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদজেলা পরিচিতিবাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়

- Advertisement -

পটভূমি

ষোড়শ শতকে কুচবিহার রাজ্য গঠিত হওয়ার পর থেকে পঞ্চগড় অঞ্চল মূলত কোচ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ শাসনামলে পঞ্চগড় ছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত একটি থানা। ১৯১১ সালে পঞ্চগড় জেলা একটি পূর্ণাঙ্গ থানারূপে আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয়। ১ জানুয়ারি ১৯৮০ ঠাকুরগাঁও মহকুমার ৫টি থানা তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। ১ ফেব্রুয়ারি ১৯৮৪ পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয় ।

নামকরণ

পঞ্চগড় নামকরণেও রয়েছে এক ঐতিহ্যপূর্ণ ইতিহাস। প্রাচীনকালে পুন্ডুনগর রাজ্যের অন্তর্গত ‘পঞ্চনগরী’ নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী ‘পঞ্চগড়’ নামে আত্মপ্রকাশ করে। ‘পঞ্চ’ (পাঁচ) গড়ের সমাহার ‘পঞ্চগড়’ নামটির অপভ্রংশ ‘পঁচাগড়’ দীর্ঘকাল এ জনপদে প্রচলিত ছিল।

আরো পড়ুন : বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার

কিন্তু এ অঞ্চলের নাম যে, পঞ্চগড়ই ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই । অবশ্য বহুল প্রচলিত মত, এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই পঞ্চগড় নামটির উৎপত্তি গড়গুলো হলো— ভিতরগড়, মীরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়।

- Advertisement -

প্রশাসনিক কাঠামো

  • উপজেলা : ৫টি— পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া, দেবীগঞ্জ ও আটোয়ারী
  • থানা : ৫টি
  • পৌরসভা : ৩টি— পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ
  • ইউনিয়ন : ৪৩টি
  • জাতীয় সংসদের আসন : ২টি
  • জাতীয় সংসদের ১ নং আসন : পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-পঞ্চগড় সদর-আটোয়ারী)

সাধারণ তথ্য

  • প্রতিষ্ঠা : ১ ফেব্রুয়ারি ১৯৮৪
  • সীমানা : উত্তর ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে দিনাজপুর জেলা ও ঠাকুরগাঁও জেলা এবং পূর্বে নীলফামারী জেলা
  • আয়তন : ১,৪০৪.৬২ বর্গ কিমি [সূত্র : BBS]
  • জনসংখ্যা : ১১,৭৯,৮৪৩ জন
  • সাক্ষরতা (৭ বছর ও তদূর্ধ্ব) : ৭৩.৫৯%
  • ঘনত্ব (প্রতি বর্গ কিমি) : ৮৪০ জন
  • প্রধান নদনদী > তীরনই, রনচণ্ডী, গোবরা, বেরং, ভেরসা, সাও, শেয়া, বোরকা, চাওয়াই, কুরুম, পাম, সুই, পাঙ্গা, চাতনাই, বুড়ি তিস্তা, আলাই কুমারী, কালিদহ, রাঙ্গাপানি, ডারা, পাথরাজ, হাতুরী, ভুল্লী, পেটকী, টাঙ্গন, নাগর, রসেয়া, কুরুন ও যমুনা।
  • আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী > মহানন্দা, ডাহুক, করতোয়া, তলমা ও ঘোড়ামারা ।

জেলার উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান

  • বাংলাদেশের পাথরের জাদুঘর ‘রকস্ মিউজিয়াম’, সদর
  • মহারাজার দিঘি, সদর
  • পঞ্চগড় চিনিকল লিমিটেড, সদর
  • বাংলাবান্ধা জিরো পয়েন্ট, তেঁতুলিয়া
  • দেশের প্রথম অর্গানিক চা বাগান, তেঁতুলিয়া
  • চতুর্থ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (করতোয়া নদীর উপর), দেবীগঞ্জ
  • মির্জাপুর শাহী মসজিদ, আটোয়ারী
  • বারো আউলিয়া মাজার, আটোয়ারী
  • গোলকধাম মন্দির, দেবীগঞ্জ
  • মির্জাপুর শাহী মসজিদ, আটোয়ারী

বাংলাদেশের সর্ব উত্তরের

  • জেলা : পঞ্চগড়
  • উপজেলা  : তেঁতুলিয়া
  • ইউনিয়ন : বাংলাবান্ধা
  • স্থান : জায়গীরজোত

জানেন কি :

  • পঞ্চগড় জেলা আয়তনে : ৪৭তম
  • রংপুর বিভাগের সপ্তম
  • জনসংখ্যায় : ৫৫তম
  • রংপুর বিভাগের অষ্টম
  • সাক্ষরতার হারে : ৩০তম
  • রংপুর বিভাগের তৃতীয়

মুক্তিযুদ্ধে পঞ্চগড়

সেক্টর : ৬ নং

হানাদার মুক্ত দিবস—

  • ২৯ নভেম্বর : পঞ্চগড় সদর
  • ১ ডিসেম্বর : বোদা
  • ২ ডিসেম্বর : আটোয়ারী
  • ৯ ডিসেম্বর : দেবীগঞ্জ
  • মুক্তাঞ্চল : তেঁতুলিয়া

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • মহারাজা নৃপেন্দ্র নারায়ণ
  • ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান
  • মির্জা গোলাম হাফিজ (জাতীয় সংসদের সাবেক স্পিকার)
  • জমির উদ্দিন সরকার (জাতীয় সংসদের সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি)

হিমালয় কন্যা

হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিমি আর এভারেস্ট শৃঙ্গ ৭৫ কিমি। তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা যায় হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা।

বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি স্থলবন্দর ‘বাংলাবান্ধা’। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) মধ্যে পণ্য আদান-প্রদানের সুবিধা রয়েছে।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য