- Advertisement -
ভারতের চলচ্চিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউড, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম চলচ্চিত্রের পাশাপাশি ভারতের টালিউডেও এ পুরস্কার দেওয়া হয়। ১০ মার্চ ২০২৩ এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২
- চলচ্চিত্র: দোস্তজী ও বল্লভপুরের রূপকথা
- চলচ্চিত্র (সমালোচক) : দ্য হোলি কন্সপিরেসি ও অভিযান
- পরিচালক : প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তী)
- অভিনেতা : মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)
- অভিনেতা (সমালোচক) : যিশু সেনগুপ্ত (অভিযান)
- অভিনেত্রী : স্বস্তিকা মুখার্জি (শ্রীমতী)
- অভিনেত্রী (সমালোচক) : শুভশ্রী গাঙ্গুলী (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)
- সহ-অভিনেতা : শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)
- সহ-অভিনেত্রী : মমতা শঙ্কর (প্রজাপতি)
আরো পড়ুন
- ২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি
- স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩
- ভুটান-বাংলাদেশ ট্রানজিট চুক্তি
- সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩
- কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ || Current Affairs April 2023
- সাউন্ড ডিজাইন: তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত )
- সম্পাদক : অর্ঘকমল মিত্র (অপরাজিত)
- আবহ সংগীত : বিক্রম ঘোষ (মহানন্দা)
- সিনেমাটোগ্রাফি : ইশান ঘোষ (ঝিল্লি) ও তুহিন বিশ্বাস (দোস্তজী)
- চিত্রনাট্য : প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তী)
- গায়ক : অরিজিৎ সিং (আজকে রাতে, বিসমিল্লাহ)
- গায়িকা : কৌশিকী চক্রবর্তী (কেন রং দিলে মোহে, বিসমিল্লাহ)
- লাইফটাইম অ্যাচিভমেন্ট : অপর্ণা সেন।
- Advertisement -