Thursday, June 1, 2023
প্রচ্ছদপদক ও পুরস্কারফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২

- Advertisement -

ভারতের চলচ্চিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউড, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম চলচ্চিত্রের পাশাপাশি ভারতের টালিউডেও এ পুরস্কার দেওয়া হয়। ১০ মার্চ ২০২৩ এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২

  • চলচ্চিত্র: দোস্তজী ও বল্লভপুরের রূপকথা
  • চলচ্চিত্র (সমালোচক) : দ্য হোলি কন্সপিরেসি ও অভিযান
  • পরিচালক : প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তী)
  • অভিনেতা : মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)
  • অভিনেতা (সমালোচক) : যিশু সেনগুপ্ত (অভিযান)
  • অভিনেত্রী : স্বস্তিকা মুখার্জি (শ্রীমতী)
  • অভিনেত্রী (সমালোচক) : শুভশ্রী গাঙ্গুলী (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)
  • সহ-অভিনেতা : শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)
  • সহ-অভিনেত্রী : মমতা শঙ্কর (প্রজাপতি)

আরো পড়ুন

  • সাউন্ড ডিজাইন: তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত )
  • সম্পাদক : অর্ঘকমল মিত্র (অপরাজিত)
  • আবহ সংগীত : বিক্রম ঘোষ (মহানন্দা)
  • সিনেমাটোগ্রাফি : ইশান ঘোষ (ঝিল্লি) ও তুহিন বিশ্বাস (দোস্তজী)
  • চিত্রনাট্য : প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তী)
  • গায়ক : অরিজিৎ সিং (আজকে রাতে, বিসমিল্লাহ)
  • গায়িকা : কৌশিকী চক্রবর্তী (কেন রং দিলে মোহে, বিসমিল্লাহ)
  • লাইফটাইম অ্যাচিভমেন্ট : অপর্ণা সেন।
- Advertisement -
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য