৪ মার্চ ২০২৩ চায়নিজ পিপলস পলিটিক্যাল ফনসালটেটিভ কনফারেন্সের (CPPCC) বার্ষিক বৈঠক শুরু হয়। ৫ মার্চ ২০২৩ আইনসভার সমমর্যাদাসম্পন্ন ন্যাশনাল পিপলস কংগ্রেস (NIC) বৈঠক শুরু হয়, যা রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। রীতি অনুযায়ী, এ দুটি বৈঠক প্রায় একই সময়ে হয়ে থাকে।
চীনে এটি ‘দ্বৈত অধিবেশন’ নামে পরিচিত। এবারের NPC’র বৈঠকে আগামী চার বছব প্রতিরক্ষা ব্যয় সর্বোচ্চ বাড়ানোর ঘোষণা দেয় চীন। প্রতিরক্ষা খাতের পরিকল্পনা অনুযায়ী, এ বছর প্রতিরক্ষা বাজেট ৭.২% বৃদ্ধি করে প্রায় ১.৫৫ ট্রিলিয়ন ইউয়ান বা ২২,৫০০ কোটি ডলার নির্ধারণ করা হয়।
এটি ২০১৯ সালের পর সর্বোচ্চ বৃদ্ধি। ২০২২ সালে এ খাতে ব্যয় বৃদ্ধি হয় ৭.১%। চীন তার সামরিক বাজেট বৃদ্ধি করলেও তা বিশ্বে সবচেয়ে বেশি সামরিক ব্যয় করা দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় বেশ পিছিয়ে। যুক্তরাষ্ট্র এ বছর ৮০,০০০ কোটি ডলার প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করে।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস
- জাতীয় যোগ্যতা কাঠামো চালু
- ডায়াবেটিক ধান
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কমিশনিং
- ঢাবির প্রথম ছাত্রীর নামে পরীক্ষার হল