পৃথিবীর চারটি স্তর : ক্রাস্ট বা ভূত্বক, ম্যান্টেল, তরল বহিঃকোর এবং নিরেট অভ্যন্তরীণ কোর। এটাই এতদিন বলে এসেছেন বিজ্ঞানীরা। কিন্তু নতুন এক গবেষণা বলছে ভিন্ন কথা বলছে, অভ্যন্তরীণ কোরের ভেতরে নতুন আরও একটি কোর রয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির দুজন ভূতত্ত্ববিদ বলেন, পৃথিবীর অভ্যন্তরীণ কোরের কেন্দ্রে ৪00 মাইল পুরুত্বের এক নিরেট লোহার বল রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এ সম্পর্কিত নতুন কিছু প্রমাণও তারা তুলে ধরেন এক গবেষণায়।
গবেষকেরা মূলত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আরও ভালোভাবে বোঝার লক্ষ্যে অভ্যন্তরীণ কোর নিয়ে গবেষণা করে থাকেন। এ চৌম্বক ক্ষেত্রগুলো পৃথিবীকে মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে। এ ছাড়াও বিশ্বে প্রাণের সঞ্চারের বিষয়টিকেও সম্ভব করেছে এই চৌম্বক ক্ষেত্র।
ভূ-পদার্থবিদদের অনুমান, নতুন এই কোরটি ১০০ বছরেরও কম সময়ের মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। বহিঃকোরের তরল উপাদান ধীরে ধীরে কঠিন পদার্থে রূপ নেওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ কোরের ব্যাস বেড়েছে।
১৯৩৬ সালে ডেনমার্কের ভূতত্ত্ববিদ ইঙ্গে লেহমান পৃথিবীর অভ্যন্তরীণ কোর আবিষ্কার করেন। পৃথিবীর কেন্দ্রটি ভূপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মাইল গভীরে অবস্থিত এবং গোটা পৃথিবীকে ১০০ ভাগে ভাগ করলে, সেটি হবে এক ভাগেরও কম।
আরো পড়ুন
- হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক
- তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট সি চিন পিং
- প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি
- জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) : কী কেন কীভাবে কাজ করে
- পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
- সৌদি-ইরান : বৈরিতা থেকে সম্প্রীতি
- আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
- গোয়েন্দা নজরদারিতে গুপ্তচর বেলুন