ভারতকে টপকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সর্বশেষ স্ট্যাটিস্টিক্যাল বুলেটিনে এ তথ্য প্রকাশিত হয়।
তথ্যমতে, পাটসহ বেশ কিছু পণ্য উৎপাদনে বাংলাদেশ কখনও ভারতকে টপকাতে পারেনি। কিন্তু গত কয়েক বছরে ভারতের পাটের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যায় ।
এরই প্রেক্ষিতে ২০২০-২১ অর্থবছরে ভারতে পাটের উৎপাদন ৯,৮০,০০০ টন। আর বাংলাদেশের উৎপাদন ছিল ১৪,৮,০০০ টন। এর মাধ্যমেই ভারতকে টপকে যায় বাংলাদেশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয় ১১২,৭৭,৩০,০০০ মার্কিন ডলার। ২০২২- ২৩ অর্থবছরে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য ১২৮ কোটি মার্কিন ডলার ।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস
- জাতীয় যোগ্যতা কাঠামো চালু
- ডায়াবেটিক ধান
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কমিশনিং
- ঢাবির প্রথম ছাত্রীর নামে পরীক্ষার হল