ইতিহাসের প্রচ্ছদপট মার্চ

পাকিস্তানে প্রথম হিন্দু নারী আমলা

২০২৩ সালে পাকিস্তানের ইতিহাসে সরকারি পদে নিয়োগ পেয়ে ইতিহাস গড়েন ২৭ বছর বয়সি নারী ডা. সানা রামচন্দ গুলওয়ানি । তার আগে দেশটিতে আর কোনো হিন্দু নারী আমলা হতে পারেননি ।

তাকে দেশটির পাঞ্জাব প্রদেশের হাসান আবদাল শহরের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়। তার বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশের ছোট্ট শহর শিকারপুরে।

আরো পড়ুন : বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

চিকিৎসক সানা পড়াশোনা করেন সিন্ধু প্রদেশের লারকানায় অবস্থিত শহীদ মুহতারেমা বেনজির ভুট্টো মেডিকেল ইউনিভার্সিটিতে। ২০১৬ সালে সেখান থেকে এমবিবিএস পাস করেন সানা। ২০২০ সালে সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিসেস (CSS) পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *