বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদপদক ও পুরস্কারপদক-পুরস্কার মার্চ ২০২৩

পদক-পুরস্কার মার্চ ২০২৩

- Advertisement -

স্বাধীনতা পুরস্কার

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার। ১৯৭৭ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদেরকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, ৫ লক্ষ টাকা ও একটি সম্মাননা পত্র প্রদান করা হয় । জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ৯ মার্চ ২০২৩ তাদের নাম ঘোষণা করা হয় । ২৩ মার্চ ২০২৩ বিজয়ীদের পদক প্রদান করা হয় ৷

ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষেত্র
বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) সামসুল আলম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
মরহুম লেঃ এ. জি. মোহাম্মদ খুরশীদ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীর বিক্রম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)
সাহিত্য
পবিত্র মোহন দে সংস্কৃতি
এ এস এম রকিবুল হাসান ক্রীড়া
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সমাজসেবা/জনসেবা
বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) গবেষণা ও প্রশিক্ষণ
 ড. ফিরদৌসী কাদরী গবেষণা ও প্রশিক্ষণ

WSIS পুরস্কার

তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার World Summit on the Information Society (WSIS) পুরস্কার । ২০২৩ সালের WSIS পুরস্কার লাভ করে বাংলাদেশ সরকারের Aspire to Innovation (a2i) প্রকল্প এবং Bangladesh NGOs Network for Radio & Communication ( BNNRC)। করোনা মহামারির সময় ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালুর জন্য ই-হেলথ বিভাগে পুরস্কার পায় a2i । অন্যদিকে কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ইডেনটিটি, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড লোকাল কনটেন্ট বিভাগে পুরস্কার পায় BNNRC।

অ্যাবেল পুরস্কার

গণিতের নোবেল খ্যাত ‘অ্যাবেল’ পুরস্কার । ১৯ শতকে নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিয়েলস হেনরিক অ্যাবেলের সম্মানে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় । ২০০৩ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের অর্থ মূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোনার। ২০২৩ সালে ‘অ্যাবেল’ পুরস্কার লাভ করেন আর্জেন্টিনার গণিতবিদ লুইস অ্যাঞ্জেল ক্যাফারেল্লি।

বিশ্ব শিশু পুরস্কার

শিশু অধিকারের জন্য World’s Children’s Prize Foundation (WCPF) ২০০০ সাল থেকে ‘বিশ্ব শিশু পুরস্কার’ প্রদান করছে। সুইডেনভিত্তিক এ পুরস্কারকে ‘ছোটদের নোবেল প্রাইজ’বলা হয়। ২০২৩ সালের বিশ্ব শিশু পুরস্কার-এর শীর্ষ তিনে নির্বাচিত হন নৌকাস্কুলের উদ্ভাবক বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ান ।

- Advertisement -

আরো পড়ুন

অন্য দু’জন হলেন কানাডার সিন্ডি ব্ল্যাকস্টক ও ভিয়েতনামের থিচ নু মিন তু। এবার বিশ্বের লাখ লাখ শিশুর ভোটের মাধ্যমে এ তিনজনের একজনকে সেরা নির্বাচন করা হবে। আর তার হাতেই উঠবে ‘বিশ্ব শিশু পুরস্কার ২০২৩’। ৪ অক্টোবর ২০২৩ সুইডেনের মেরিফ্রেডে গ্রিপশোলম প্রাসাদে এবারের ২০তম বিশ্ব শিশু পুরস্কার প্রদান করা হবে। এ পুরস্কারের অর্থমূল্য সুইডিশ মুদ্রায় ৫ লাখ ক্রোনা, যা বাংলাদেশি টাকায় ৫০ লাখের বেশি।

শালুক সাহিত্য পুরস্কার

২০২৩ সালের শালুক সাহিত্য পুরস্কারে ভূষিত হন কথাসাহিত্যে বাংলাদেশের কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ইমতিয়ার শামীম এবং ভারতের কিন্নর রায়; অনুবাদে নেপালের সুমন পোখরেল ও কবিতায় বাংলাদেশের কবি জিল্লুর রহমান। ১০ মার্চ ২০২৩ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রথমবারের আয়োজিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় ।

টিউরিং অ্যাওয়ার্ড

কম্পিউটিং জগতের নোবেল পুরস্কার নামে খ্যাত টিউরিং অ্যাওয়ার্ড (Turing Award)। Association for Computing Machinery (ACM) ১৯৬৬ সাল থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করছে। পুরস্কারের আর্থিক মূল্য ১০ লাখ মার্কিন ডলার। কম্পিউটার বিজ্ঞানী ও গণিতজ্ঞ অ্যালান টুরিং-এর নামানুসারে এ পুরস্কারের নামকরণ করা হয় । ইথারনেটের *উদ্ভাবন, মানকরণ ও বাণিজ্যিকীকরণ”-এর জন্য রবার্ট মেটক্যাফ ২০২২ সালের টিউরিং অ্যাওয়ার্ডে ভূষিত হন। ১৯৭৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন মেটক্যাফ । তিনি ‘থ্রিকম’ নামে কম্পিউটিং নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা শীর্ষ কোম্পানিরও সহ-প্রতিষ্ঠাতা।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য