৯ মার্চ ২০২৩ নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রামচন্দ্র পাওদেল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (CPN-UML) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্ৰ নেমবাং।
নির্বাচনে রামচন্দ্র পাওদেল ৩৩,৮০২ ভোট এবং সুভাষ চন্দ্র নেমবাং ১৫,৫১৮টি ভোট পান । বাকি ৩, ৪৬৬টি ভোট বাতিল হয়ে যায় । ১৩ মার্চ ২০২৩ রামচন্দ্র পাওদেল নেপালের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।
নেপালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার সদস্যরা। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্যসংখ্যা ৩১৩ জন এবং ৭টি প্রদেশের আইনসভাগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা ৫১৮ জন।
আরো পড়ুন
- হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক
- তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট সি চিন পিং
- প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি
- জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) : কী কেন কীভাবে কাজ করে
- পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
- সৌদি-ইরান : বৈরিতা থেকে সম্প্রীতি
- আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
- গোয়েন্দা নজরদারিতে গুপ্তচর বেলুন
দেশটির সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৫২,৭৮৬টি ভোট বরাদ্দ করা হয় । কেন্দ্রীয় পার্লামেন্ট সদস্যদের একটি ভোটকে ধরা হয় ৭৯টি ভোট এবং প্রাদেশিক আইনসভার সদস্যদের এক একটি ভোটের মান ৪৮টি ভোটের সমান ।
অন্য দুই প্রেসিডেন্ট
নাম | সময়কাল |
রাম বরণ যাদব | ২৩ জুলাই ২০০৮-২৯ অক্টোবর ২০১৫ |
বিদ্যা দেবী ভান্ডারী | ২৯ অক্টোবর ২০১৫-১৩ মার্চ ২০২৩ |