রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিক বিষয়াবলীনেপালের নতুন প্রেসিডেন্ট

নেপালের নতুন প্রেসিডেন্ট

- Advertisement -

৯ মার্চ ২০২৩ নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রামচন্দ্র পাওদেল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (CPN-UML) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্ৰ নেমবাং।

নির্বাচনে রামচন্দ্র পাওদেল ৩৩,৮০২ ভোট এবং সুভাষ চন্দ্র নেমবাং ১৫,৫১৮টি ভোট পান । বাকি ৩, ৪৬৬টি ভোট বাতিল হয়ে যায় । ১৩ মার্চ ২০২৩ রামচন্দ্র পাওদেল নেপালের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।

নেপালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার সদস্যরা। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্যসংখ্যা ৩১৩ জন এবং ৭টি প্রদেশের আইনসভাগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা ৫১৮ জন।

আরো পড়ুন

দেশটির সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৫২,৭৮৬টি ভোট বরাদ্দ করা হয় । কেন্দ্রীয় পার্লামেন্ট সদস্যদের একটি ভোটকে ধরা হয় ৭৯টি ভোট এবং প্রাদেশিক আইনসভার সদস্যদের এক একটি ভোটের মান ৪৮টি ভোটের সমান ।

অন্য দুই প্রেসিডেন্ট

নাম সময়কাল
রাম বরণ যাদব  ২৩ জুলাই ২০০৮-২৯ অক্টোবর ২০১৫
বিদ্যা দেবী ভান্ডারী  ২৯ অক্টোবর ২০১৫-১৩ মার্চ ২০২৩
- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য