ইতিহাসের প্রচ্ছদপট মার্চ

নরসিংদীর ইমরান নাসার গবেষক

৩ জানুয়ারি ২০২৩ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (NASA) জেট প্রোপালশন ল্যাবরেটরির (JPL) পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগ দেন বাংলাদেশের নরসিংদীর ছেলে ইমরান । নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাসম্পন্ন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলোর একটি IPL।

নাসার জন্য মনুষ্যবিহীন নভোযান তৈরি, পরিচালনা ও গবেষণার কাজ করে JPL। JPL-এ ইমরানের কাজের ক্ষেত্র হলো মঙ্গলগ্রহ। মঙ্গলগ্রহে প্রাণের সম্ভাব্য বসবাসযোগ্য পরিবেশ অনুসন্ধানে কাজ করবেন তিনি। ইমরানের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর।

তার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম মা মাহমুদা খাতুন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স শেষে যুক্তরাষ্ট্রের আলাবামার অবার্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *