১৫ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ ব্যাংক ২০২২-২০২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করে। গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম মুদ্রানীতি ঘোষণা। এবারের মুদ্রানীতিকে ‘সতর্কমূলক’ বলে আখ্যায়িত করা হয় ।
মুদ্রানীতিতে ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান বার্ষিক ৫.৭৫% থেকে ৬% এবং নীতি সুদহার করিডর যৌক্তিকীকরণের উদ্দেশ্যে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক ৪% থেকে ৪.২৫% পুনঃনির্ধারণ করা হয়, যা ১৬ জানুয়ারি ২০২৩ হতে কার্যকর হয়। এছাড়া ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়া হয়।
এতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতের সুদহার কত হবে, তা নিজেরাই ঠিক করতে পারবে। আমানতের ন্যূনতম সুদহার ৬% থেকে বাড়িয়ে আরেকটু বেশি সুদ দেবে ব্যাংকগুলো। তবে ভোক্তা ঋণের সুদহার ৩% বাড়িয়ে ১২% পর্যন্ত করতে পারবে ।
আরো পড়ুন
- সাধারণের জন্য খুলছে বঙ্গভবন
- নরসিংদীর ইমরান নাসার গবেষক
- প্রয়াত সারাহ ইসলামের কিডনি প্রতিস্থাপন
- জাতীয় গ্রিডে বাঁশখালীর বিদ্যুৎ
- একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন
- হাওরে উড়ালসড়ক
- নতুন জাত সুবর্ণ মুরগি
- জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি
২০০৬ সাল থেকে বছরে দুই বার মুদ্রানীতি ঘোষণা করা হয়। ২০১৯ সাল থেকে সাবেক গভর্নর ফজলে কবির বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করেন ।
সাম্প্রতিক সময়ে IMF’র প্রতিনিধিদল ঢাকা সফর করেন। সফরকালীন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে বছরে চার বার মুদ্রানীতি ঘোষণার পরামর্শ দেন। ফলে বাংলাদেশ ব্যাংক পুনরায় বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।