ইতিহাসের প্রচ্ছদপট মার্চ

নতুন জাত সুবর্ণ মুরগি

দেশি আবহাওয়ায় পালন উপযোগী ও অধিক মাংস উৎপাদনশীল জাত হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) নতুন মুরগির জাত সারাদেশে উৎপাদনের জন্য উন্মুক্ত করে। নতুন এ জাতের নাম BLRI মিট চিকেন-১ (সুবর্ণ)।

নতুন জাতের বৈশিষ্ট্য : এ জাতের মোরগ-মুরগি সাধারণত আট সপ্তাহের মধ্যে পরিপক্ব হয়। এই সময়ে মোরগের ওজন ১.১ কেজি আর মুরগির ওজন ৯০০-১০০০ গ্রামের হয়ে থাকে।

এছাড়া এই জাতের মুরগির ডিম পাড়ার হারও ভালো। ফলে খামারিরা বাণিজ্যিকভাবে এই মুরগি পালনে উৎসাহিত হবেন । আর মাংসে দেশি মুরগির স্বাদ পাওয়া যাবে, পাশাপাশি এ জাতের মুরগির রোগ প্রতিরোধ সক্ষমতা বেশি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *