৯ মার্চ ২০২৩ ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডা জেলায় আদানি গ্রুপের নির্মিত বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
গোড্ডায় দু’টি ইউনিটের ১,৪৯৮ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির ৭৫০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পর এ প্রথম বিদ্যুৎ আসলো।
ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সঞ্চালনের জন্য মোট ২৪৪ কিমি সঞ্চালন লাইন নির্মাণ করা হয়। এর মধ্যে ভারতে ১১০ কিমি এবং বাংলাদেশে ১৩৪ কিমি সঞ্চালন লাইন রয়েছে।
২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হয়। চুক্তি অনুসারে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর ধরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস
- জাতীয় যোগ্যতা কাঠামো চালু
- ডায়াবেটিক ধান
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কমিশনিং
- ঢাবির প্রথম ছাত্রীর নামে পরীক্ষার হল