২৩ অক্টোবর ২০২২ চীনা কমিউনিস্ট পার্টির (CCP) কংগ্রেসে পুনরায় পাঁচ বছরের জন্য দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন সি চিন পিং। চীনের সংবিধান অনুযায়ী, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধানই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তারই ধারাবাহিকতায় ১০ মার্চ ২০২৩ চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস সি চিন পিংকে আবারও পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত করে।
এর মাধ্যমে মাও সে-তুং-পরবর্তী চীনে প্রথমবারের মতো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট চীনের প্রতিষ্ঠাতা। ২০১৮ সালে সি চিন পিং রাষ্ট্রপতির হন সি। মাও গণপ্রজাতান্ত্রিক দুই মেয়াদে ক্ষমতায় থাকার নিয়ম বাতিল করে দেন।
এতে অনির্দিষ্টকাল তার ক্ষমতায় থাকার পথ প্রশস্ত হয়। ১৫ নভেম্বর ২০১২ তিনি প্রথম দেশটির ক্ষমতাসীন হন । উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় স্তরে কারও বয়স ৬৮ হলে অবসরে যেতে হয় । প্রাদেশিক পর্যায়ে এ বয়স সীমা ৬৫।
দলের সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বয়স ৬৯ । কিন্তু দল থেকে বাদ পড়েননি তিনি। এছাড়াও নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হান ঝেংকে নির্বাচন করা হয় ।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস
- জাতীয় যোগ্যতা কাঠামো চালু
- ডায়াবেটিক ধান
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কমিশনিং
- ঢাবির প্রথম ছাত্রীর নামে পরীক্ষার হল