ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম ছাত্রী লীলা নাগের (জন্ম : ২ অক্টোবর ১৯০০ মৃত্যু : ১১ জুন ১৯৭০) নামে কলা ভবনে পরীক্ষা হলের নামকরণ করা হয়। ৯ মার্চ ২০২৩ কলা ভবনের ৫ম তলায় ‘লীলা নাগ পরীক্ষার হল – এর নামফলক উন্মোচন করা হয়।
লীলা নাগ ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে এমএ ভর্তি হন। ১৯২৩ সালে তিনি দ্বিতীয় বিভাগে এমএ ডিগ্রী লাভ করেন।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস