২ মার্চ ২০২৩ জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) উদ্ভাবিত ‘ব্রি ধান-১০৫’ ও ‘ব্রি ধান-১০৬’ জাতের অনুমোদন দেওয়া হয়। ফলে ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত সংখ্যা দাঁড়ায় ১১৩টি।
এর মধ্যে ‘ব্রি ধান- ১০৫’ জাতে কম Glycemic Index (GI) থাকায় সেটি ইতোমধ্যে গবেষকদের মধ্যে ডায়াবেটিক ধান নামে পরিচিতি পায়।
নতুন উদ্ভাবিত জাতের মধ্যে সবুজ পাতা, খাড়া ডিগপাতা, মাঝারি লম্বা ও চিকন দানার এ ধানের GI’র মান ৫৫.০ । GI কম হওয়ার কারণে ডায়াবেটিক চাল হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে এটি।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস