Thursday, June 1, 2023
প্রচ্ছদআন্তর্জাতিক বিষয়াবলীট্যাক্সি চালক থেকে প্রেসিডেন্ট

ট্যাক্সি চালক থেকে প্রেসিডেন্ট

- Advertisement -

২৫ ফেব্রুয়ারি ২০২৩ নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বুলা তিনুবু। তিনি ক্ষমতাসীন দল অল প্রোগ্রেসিভ কংগ্রেসের (APC) হয়ে নির্বাচন করেন। ২৯ মে ২০২৩ তিনি দায়িত্ব গ্রহণ করবেন। গত শতকের ৭০ এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনুবু। সেখানে তিনি ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা করেন।

পড়াশোনার খরচ চালাতে তিনি নিয়মিত ট্যাক্সি চালাতেন। ১৯৯৯ সালে দীর্ঘ সামরিক শাসন শেষ হওয়ার আগে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন। সেনা শাসনের পর প্রথম নির্বাচনে নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসের মেয়র নির্বাচিত হন তিনুবু।

২৯ মে ১৯৯৯-২৯ মে ২০০৭ মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। কৌশলগত দক্ষতা এবং প্রভাবের জন্য বিখ্যাত বুলা তিনুবু একজন রাজনৈতিক গডফাদার নামে পরিচিত।

২৯ মার্চ ১৯৫২ নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়োরুবা ভাষাভাষীর এলাকায় মুসলিম পরিবারে তিনুবুর জন্ম। তাকে নাইজেরিয়ার সবচেয়ে ধনী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয় ।

আরো পড়ুন

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য