বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদসাধারণ বিজ্ঞানটিস্যু বা কলা কী? ও প্রকারভেদ

টিস্যু বা কলা কী? ও প্রকারভেদ

- Advertisement -

টিস্যু (Tissue)

একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ সম্পন্ন করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদের টিস্যু বা কলা বলে। সর্বপ্রথম টিস্যু শব্দটি ব্যবহার করেন ফরাসি বিজ্ঞানী M. F. X Bichart.

প্রকারভেদ

উদ্ভিদটিস্যু : উদ্ভিদ টিস্যু প্রধানত দুই ধরনের ।

ক. ভাজক টিস্যু : এ টিস্যুর কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে । ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম।

খ. স্থায়ী টিস্যু : ভাজক টিস্যু থেকে সৃষ্ট ও বিভাজনে অক্ষম পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যু ৩ ধরনের। যেমন— সরল, জটিল ও নিঃস্রাবী টিস্যু।

- Advertisement -

আরো পড়ুন

প্রাণিটিস্যু : একই গঠন বিশিষ্ট প্রাণীদের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে একই কাজ করলে এবং তাদের উৎপত্তিস্থল একই হলে ঐ কোষগুচ্ছকে একসাথে প্রাণিটিস্যু বলে। গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণিটিস্যু প্রধানত চার প্রকার। যথা : আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু ও স্নায়ু টিস্যু।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি :

  • টিস্যুর ক্ষেত্রে সত্য নয়— ভিন্ন উৎস থেকে সৃষ্ট।
  • স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য — কোষগুলো বিভাজনে অক্ষম।
  • পাটের আঁশ/সোনালি আঁশ বলা হয় – ফ্লোয়েম প্যারেনকাইমাকে।
  • ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয় – মাইটোসিস পদ্ধতিতে।
  • টিস্যু নিয়ে আলোচনা করাকে বলে— টিস্যুতত্ত্ব (Histology)।
- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য