ইতিহাসের প্রচ্ছদপট মার্চ

চীনা নারীর জাপানি দ্বীপ ক্রয়

জাপানের ইয়ানাহা দ্বীপ ক্রয় করেছেন চীনা এক নারী। তবে দ্বীপে কোনো জনবসতি নেই। জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের উত্তরে ইয়ানাহা দ্বীপটি অবস্থিত।

ইয়ানাহা দ্বীপের মালিকানা এর আগে একাধিকবার পরিবর্তিত হয়। ২০২১ থেকে ইয়ানাহা দ্বীপটির একাংশের মালিক টোকিওর এক কনসাল্টিং ফার্ম। এ ফার্মটি চীনা ব্যবসা বিষয়ে বিশেষজ্ঞ। ওকিনাওয়ার ইজেনা গ্রামের একটা অফিস থেকে দ্বীপটির তত্ত্বাবধান করা হয়।

দ্বীপটির ৫০%। জমির মালিক কোম্পানি। তবে অধিকাংশ সৈকত স্থানীয় সরকারের অধীনে রয়েছে। চীনে সাধারণত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি জমির মালিক হতে পারেন না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *