রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদক্যারিয়ার টিপসগ্রাফিক্স ডিজাইনার সম্পর্কিত বিস্তারিত তথ্য

গ্রাফিক্স ডিজাইনার সম্পর্কিত বিস্তারিত তথ্য

- Advertisement -

গ্রাফিক্স গ্রিক শব্দ গ্রাফিকোস থেকে এসেছে যার অর্থ আঁকা বা লেখা। গ্রাফিক্স বলতে বোঝায় দৃশ্যমান বিষয় ও বস্তু; যা লাইন, শেপ, টেকচার ও টাইপোগ্রাফির মাধ্যমে প্রকাশ করা হয়। অন্যদিকে ডিজাইন ইংরেজি শব্দ যার অর্থ নকশা । সুতরাং গ্রাফিক্স ডিজাইন হলো চিত্রের মাধ্যমে নকশা তৈরির একটি প্রক্রিয়া। এ কাজ যিনি সম্পাদন করেন তিনি গ্রাফিক্স ডিজাইনার।

গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন হলো কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে যেকোনো তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করা । এর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। গ্রাফিক্স ডিজাইন সাধারণত কয়েক প্রকারে ভাগ করা হয় যথা—

  • লোগো ডিজাইন : ব্রান্ডশীপ তৈরি করার জন্য লোগোর বিকল্প নেই তাই কোনো স্টার্টআপ ভালো করতে চাইলে প্রথমেই একটি লোগো ডিজাইন করতে হয় এবং এটি গ্রাফিক্স ডিজাইনের একটি বড় কর্মক্ষেত্র।
  • ওয়েবসাইট ডিজাইন : গ্রাফিক্স ডিজাইনের অন্যতম ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স ডিজাইন (user experience design) সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন ।
  • প্রিন্ট ডিজাইন : বিজনেস কার্ড, বিলবোর্ড, প্রচারপত্র ছাড়াও তাদের নিজস্ব প্রতীক বা লোগো সংবলিত মগ, টি-শার্ট, স্টেশনারি আইটেম ইত্যাদি স্যুভেনির ডিজাইনে প্রিন্ট করা যায় ।
  • পাবলিশিং ডিজাইন : কোনো বই বা ম্যাগাজিন পাবলিশিং এর ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন একটি অপরিহার্য নাম। তাই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে পাবলিশিং ডিজাইন শেখা যেতে পারে ।
  • পণ্যের ডিজাইন : পণ্যের চূড়ান্ত বাজারজাতকরণের আগে প্রাথমিকভাবে সেই পণ্যের ডিজাইন সম্পর্কিত ইলাস্ট্রেশন কিংবা স্যাম্পল বানাতে হয়, যার মাধ্যমে পণ্য বাজারজাতকরণ, বিপণন ছাড়াও পণ্যটিকে একজন গ্রাহকের কাছে আকর্ষণীয় করে তোলা হয়।
  • মোশন গ্রাফিক্স ডিজাইন : অ্যানিমেশন ডিজাইনার তার প্রাথমিক রাফ স্কেচিং থেকেই একটি চূড়ান্ত অ্যানিমেশন বা মোশন ভিডিও তৈরি করতে পারেন । এছাড়া স্টোরিবোর্ডিং ও অ্যানিমেশন ডিজাইনিং এর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।

পেশা

দেশ-বিদেশে গ্রাফিক্স ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে । অ্যাডভারটাইজিং এজেন্সি, টিভি চ্যানেল, প্রি-প্রেস, প্রেস ও কর্পোরেট হাউজে কাজ পেতে পারেন। জুনিয়র ভিজ্যুয়ালাইজার/ ডিজাইনার, সিনিয়র ভিজ্যুয়ালাইজার/ ডিজাইনার, আর্ট ডাইরেক্টর, ক্রিয়েটিভ ডাইরেক্টর ইত্যাদি পেশায় কাজ করতে পারেন ।

আরো পড়ুন

এছাড়াও বিভিন্ন ফ্যাশন হাউজসহ প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেই এখন গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হয়। আর অনলাইন মার্কেট প্লেসে সবচেয়ে চাহিদাসম্পন্ন কাজের মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম

সফলতা

  • নিজে থেকে কিছু করার চেষ্টা করা : গ্রাফিক্স ডিজাইনে ভালো করতে হলে নতুনত্বের কোনো বিকল্প নেই। ক্রিয়েটিভিটি হলো এ পেশার ভূষণ ।
  • কম্পিউটার সম্পর্কে ধারণা : এ পেশায় সফলতা পেতে হলে এডবি ফটোশপ, এডবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ক্যানডা, এডবি ইমেজ রেডি কোয়ার্ক এক্সপ্রেস, পেজমেকার ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
  • পোর্টফোলিও তৈরি : ফ্রিল্যান্স মার্কেটপ্লেসেই প্রোফাইলের সঙ্গে পোর্টফোলিও বা নিজের করা কাজের নমুনা যুক্ত করা যায়। তাই নিজের করা কাজের নমুনাগুলো আগে থেকেই তৈরি করে প্রদর্শন করতে পারেন। পাশাপাশি নিজের করা তিন থেকে চারটি কাজের পিডিএফ ফরম্যাট প্রস্তুত করে রাখতে পারেন ।
  • প্রতিষ্ঠিত ডিজাইনারদের অনুসরণ : গ্রাফিক্স ডিজাইনে ভালো করতে হলে প্রতিষ্ঠিত ডিজাইনারদের কাজ অনুসরণ করা উচিত ।
  • নিজেকে আপ-টু-ডেট রাখা : সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন বিষয়ে উদ্ভাবিত নতুন ধারণা এবং কৌশলগুলোকে আয়ত্ত করে রাখতে হবে ।

প্রশিক্ষণালয়

  • গ্রাফিক আর্টস ইনস্টিটিউট : ১৯৬৭ সালে ঢাকায় প্রতিষ্ঠিত একমাত্র সরকারি মুদ্রণ ও গ্রাফিক ডিজাইন ইনস্টিটিউট । এটি মুদ্রণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নামে চার বছর মেয়াদি প্রযুক্তিগত কোর্স প্রদান করে। এখানে তিনটি প্রোগ্রামে ডিপ্লোমা করা যায় ১. মুদ্রণ প্রযুক্তি, ২. গ্রাফিক্স ডিজাইন এবং ৩. কম্পিউটার প্রযুক্তি।
  • সরকারি বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীনে গ্রাফিক্স ডিজাইন বিভাগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক করা যায়।
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্সের ওপর স্নাতক করার সুযোগ রয়েছে। এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে গ্রাফিক্স ডিজাইনের ওপর স্নাতক করার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে গ্রাফিক্সের ওপর ১ বছর ও ৪ মাস মেয়াদি ডিপ্লোমা কোর্স করা যায়।
  • ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (NID) : ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শর্ট কোর্সে গ্রাফিক্স ডিজাইন শেখা যায় ।
  • যুব উন্নয়ন অধিদপ্তর : যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ২ মাস মেয়াদি শর্ট কোর্স করানো হয় ৷
- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য