ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি
সুপ্রিয় পরীক্ষার্থী, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা। ক্যাডেট কলেজে ভর্তির জন্য ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিতে ১০০ নম্বর, বাংলায় ৬০, ইংরেজিতে ১০০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে পারবে।
বিস্তারিত জানতে দেখুন : www.cadetcollege.army.mil.bd
বাংলা (৬০)
পাঠ্যবই : ষষ্ঠ শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত বাংলা বইয়ের বাংলা গদ্য ও পদ্যগুলো ভালোভাবে আয়ত্তে আনতে হবে। বিশেষ করে কবিতার মূলভাব এবং গদ্য ও পদ্যের লেখক পরিচিতি।
আরো পড়ুন
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে মার্চ একটি গুরুত্বপূর্ণ মাস
- বঙ্গবন্ধুর জীবনালেখ্য
- সংসদ নির্বাচনের সুবর্ণজয়ন্তী
- ক্যাশলেস বাংলাদেশ
- নতুন দুই বিশ্ববিদ্যালয়, জবিতে নতুন তিন বিভাগ ও বেসরকারি খাতে প্রথম কৃষি বিদ্যালয়
- দেশে চালু হচ্ছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়
ব্যাকরণ :
১. ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ।
২. শব্দ ও পদ পরিচয় : শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
৩. লিঙ্গ।
৪. বচন।
৫. ক্রিয়ার কাল : শ্রেণিবিভাগ ও প্রয়োগ।
৬. কারক।
৭. বাগ্ধারা।
৮. এককথায় প্রকাশ।
৯. বিরাম চিহ্ন।
নির্মিতি ও রচনারীতি : ১. ভাবসম্প্রসারণ। ২. অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)। ৩. অনুধাবন। ৪. সারাংশ ও সারমর্ম।
এককথায় উত্তর দাও
- ছোটদের জন্য লেখা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলনটির নাম – কৈশোরক।
- ‘কতকাল ধরে’ প্রবন্ধে প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ ছিল— ইলিশ।
- ‘সুখ’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থটির আলো ও ছায়া।
- অন্ধ ব্যক্তিকে ফেরেশতা প্রদান করেছিলেন — ছাগল।
বাক্য সংকোচন
- যে নারীর স্বামী বিদেশে থাকে—প্রোষিতভর্তৃকা।
- যাহা অধ্যয়ন করা হইয়াছে—অধীত। সন্ধি বিচ্ছেদ
- গোঁড়া+আমি=গোঁড়ামি।
- নাত+জামাই=নাজ্জামাই।
- তিল+এক-তিলেক।
- দেশ+অন্তর=দেশান্তর।
বাগধারা
- রাবণের চিতা=চির অশান্তি।
- কুল কাঠের আগুন= তীব্র জ্বালা।
- কান পাতলা-সব কথায় বিশ্বাস করা।
বিপরীত
- অজ্ঞ—প্রাজ্ঞ।
- অধিত্যকা — উপত্যকা।
- আকুঞ্চন—প্রসারণ।
- ঐহিক- পারত্রিক।
এককথায় উত্তর দাও
- তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য।
- সাধু ভাষা অনুপযোগী — নাটকে।
- ‘তিলে তেল হয়। এখানে তিলে— অপাদান কারক।
অনুচ্ছেদ লেখো
‘ফুটবল বিশ্বকাপ ২০২২’ শিরোনামে অনধিক ১০টি বাক্যে একটি অনুচ্ছেদ লোখো।
ভাবসম্প্রসারণ লেখো
‘কীর্তিমানের মৃত্যু নেই’
English (100)
ইংরেজি প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ইংরেজি বইটি ভালোভাবে আয়ত্তে আনতে হবে।
Grammar: 1. Sentence. 2. Parts of Speech. 3. Gender. 4. Number. 5. Punctuation and use of capital letters. 6. Tense. 7. Subject and Predicate. 8. Agreement of Subject and Verb. 9. Transformation of sentences. 10. Correct form of verbs 11. Contractions. 12. Re- arrange jumbled words to make sentences. 13. Spelling. 14. Phrases and Idioms. Writing Section : 1. Paragraph writing. 2. Story writing from given outline. 3. Comprehension. 4. Argumentative
Essay. Change the Voice
• He kept me waiting. Ans: I was kept waiting.
• Never go there. Ans: Let not there ever be gone.
Rearrange the jumbled words to make meaningful Sentences
Q: should you have coming seen this. Ans: You should have seen this coming. Q: every delicious father cooks evening pasta.
Ans: Father cooks delicious pasta every evening.
Translation
- • সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি—I congratulate you on your success.
- • ক্ষমা একটি মহৎ গুণ — Forgiveness is a nobel virtue.
- • আমি আজ জ্বর জ্বর বোধ করছি — I feel feverish today.
Idiom and phrase
- See eye to eye – সম্পূর্ণ একমত হওয়া।
- Once in a blue moon—মাঝে মাঝে।
- Maiden speech — প্রথম বক্তৃতা।
One Word Substitution
- Someone who leaves one country to settle in another-Emigrant.
- One who does not express himself freely – Introvert.
Antonym
- Blunt – Sharp
- Brighten – Fade
- Destroy – Create
Gender
- Gander – Goose
- Drone – Bee
- Hart – Roe
- Lamb -Ewe
Number
Singular Plural Singular Plural
Louse
Lice Patriarch Patriarchs Monarch Monarchs Turf Turves Sentence Correction
Q: We are playing tennis every day. Ans: We play tennis every day.
Q: Neither of the boys have returned. Ans: Neither of the boys has returned. Paragraph
Corona virus Padma Bridge | World Cup Football – 2022 |
গণিত (১০০)
গণিত প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত গণিত বইটি ভালোভাবে আয়ত্তে আনতে হবে। গণিতে প্রস্তুতির বিষয়গুলো হচ্ছে: ১. স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। ২. অনুপাত ও শতকরা। ৩. পূর্ণ সংখ্যা।৪. বীজগণিতীয় রাশি। ৫. সরল সমীকরণ। ৬. জ্যামিতির মৌলিক ধারণা। ৭.ব্যবহারিক জ্যামিতি। ৮. তথ্য ও উপাত্ত। ৯. বুদ্ধিমত্তাবিষয়ক অঙ্ক। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ • ৫২৬৪ সংখ্যাটিতে ৫ ও ২-এর স্থানীয় মানের পার্থক্য—৪৮০০। • কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে সংখ্যাটি ৮, ২৪, ৩২ দ্বারা বিভাজ্য –৮৯। • ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা – ২৫টি।
অনুপাত ও শতকরা
• সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে—লঘু অনুপাত
• শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর—১০০। • এক অঙ্কের দুটি মৌলিক সংখ্যার যোগফলের পাঁচ গুণ ৬০ হলে, সংখ্যা দুটি – ৫, ৭।
পাটিগণিত
• একজন দোকানদার ১৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করলেন। যদি তিনি আরও ৫০ টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন, তবে ৫% লাভ হতো। জিনিসটি কত দামে ক্রয় করা হয়েছিল? (উত্তর : ২৫০ টাকা) একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা মিটার বেশি। বাগানটির পরিসীমা 56 মিটার হলে, প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে বাগানটি পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে? (উত্তর : 960 টাকা)
সাধারণ জ্ঞান (80)
সাধারণ জ্ঞান অংশে প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ষষ্ঠ শ্রেণির ১. সাধারণ বিজ্ঞান, ২. বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৩ তথ্য ও যোগাযোগ পাঠ্যপুস্তক ভালোভাবে আয়ত্তে আনতে হবে। পাশাপাশি সাম্প্রতিক সাধারণ জ্ঞান – বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য প্রথমা প্রকাশনের ‘চলতি ঘটনা’ মাসিক ম্যাগাজিনটি নিয়মিত অনুশীলন করতে হবে। নিয়মিত পত্রিকা, রেডিও ও টেলিভিশনের সংবাদগুলো পর্যালোচনা এবং আয়ত্ত করতে হবে।
ইতিহাস
- উয়ারী-বটেশ্বর অবস্থিত – নরসিংদীতে।
- শালবন বিহার অবস্থিত – কুমিল্লায়।
- হায়ারোগ্লিফিক লিপি উদ্ভাবন করেন— মিসরীয়রা।
মুক্তিযুদ্ধ
- একমাত্র নৌ সেক্টর-১০ নম্বর।
- তারামন বিবি যুদ্ধ করেছেন – ১১ নম্বর সেক্টরে।
- ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটির রচয়িতা – সিকান্দার আবু জাফর।
- প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’-এর পরিচালক – জহির রায়হান।
- মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয় – ২১ নভেম্বর ১৯৭১।
- ১৬ ডিসেম্বর ১৯৭১ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন—এয়ার কমোডর এ কে খন্দকার।
- ‘September on Jessore Road’ কবিতার রচয়িতা – Allen Ginsberg
- বঙ্গবন্ধু-১ একটি—কৃত্রিম উপগ্রহের নাম।
বিজ্ঞান
- প্রবালকীটের দেহের ভেতর যে গহ্বর থাকে—সিলেন্টেরন।
- অডিটরি ক্যাপসুল হলো— একধরনের অস্থি।
- শব্দ কর্ণকুহরে পাঠায়—পিনা।
- নাকের মধ্যে আবরণ থাকে— শ্লেষ্মা ঝিল্লির।
- স্ট্রেপটোমাইসেস – এক প্রকার উপকারী ব্যাকটেরিয়া
- কয়লার প্রধান উপাদান — কার্বন।
- অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি হয়—হাইব্রিড কম্পিউটার।
- BIOS – এর পূর্ণ রূপ — Basic Input Output System