১৪ মে ২০২৩ তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গত ২০ বছর ধরে তুরস্ক শাসন করা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ।
তিনি দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (CHP) চেয়ারম্যান। এবারের নির্বাচনে এরদোগানকে হটাতে CHP’র নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন করে বিরোধী পক্ষ।
তবে সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে একমত হতে না পারায় জোট ছাড়ার ঘোষণা দেয় আইপি পার্টি। বিরোধী জোটের বাকি দলগুলো ৬ মার্চ ২০২৩ সর্বসম্মতভাবে কিলিকদারোঘুকে প্রার্থী হিসেবে মেনে নেয়।
আরো পড়ুন
- হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক
- তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট সি চিন পিং
- প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি
- জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) : কী কেন কীভাবে কাজ করে
- পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
- সৌদি-ইরান : বৈরিতা থেকে সম্প্রীতি
- আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
- গোয়েন্দা নজরদারিতে গুপ্তচর বেলুন
৭৪ বছর বয়সি এ নেতা ‘তুরস্কের গান্ধী নামে পরিচিত। তুরস্কের অনেকেই মনে করেন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নেতা ও অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর সঙ্গে কিলিকদারোর সাদৃশ্য রয়েছে।
CHP একটি মধ্য-বামপন্থি দল। তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল এটি। দলটি প্রতিষ্ঠা করেন আধুনিক তুরস্কের রূপকার মোস্তফা কামাল আতাতুর্ক। ২২ মে ২০১০ থেকে কিলিকদারোগ্লু CHP’র নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ২০০২ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।