উত্তর আয়ারল্যান্ড নিয়ে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ দূর করতে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (EU) বেক্সিট-পরবর্তী চুক্তিতে স্বাক্ষর করে। ইংল্যান্ডের উইন্ডসরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তিকে Windsor Framework আখ্যা দেওয়া – হয়। ৩১ জানুয়ারি ২০২০ EU থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের (Brexit) পর আয়ারল্যান্ড দ্বীপের অংশ ব্রিটিশ শাসনাধীন উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্য সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয় ৷
একই দ্বীপের অন্য অংশ প্রতিবেশী আয়ারল্যান্ড EU ভুক্ত দেশ এবং তারা জোটটির একক বৃহত্তম বাজারের অংশ। পরবর্তী সময়ে উদ্ভূত সমস্যা সমাধানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন Northern Ireland Protocol শীর্ষক সমাধান নিয়ে হাজির হন।
কিন্তু এ নিয়ে উত্তর আয়ারল্যান্ডে অসন্তোষ ছিল। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ এঁর চুক্তির আগে যুক্তরাজ্যের মূল ভূখণ্ড থেকে আসা পণ্যগুলো উত্তর আয়ারল্যান্ডের বন্দরে পরীক্ষা- নিরীক্ষা করা হতো। এরপর তা আয়ারল্যান্ডের বাজারে প্রবেশ করত। এ জটিলতা নিরসনের লক্ষ্যেই Windsor Framework স্বাক্ষরিত হয়।
আরো পড়ুন
- হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক
- তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট সি চিন পিং
- প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি
- জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) : কী কেন কীভাবে কাজ করে
- পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
- সৌদি-ইরান : বৈরিতা থেকে সম্প্রীতি
- আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
- গোয়েন্দা নজরদারিতে গুপ্তচর বেলুন