বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদঅন্যান্যইতিহাসের প্রচ্ছদপট মার্চ

ইতিহাসের প্রচ্ছদপট মার্চ

- Advertisement -

রোমানদের যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে এ মাসের নামকরণ। মার্চ ছিল নতুন বছরের প্রথম ও উৎসবের মাস। ধারাবাহিক পরিবর্তনের ফলে মার্চকে বছরের তৃতীয় মাস করা হয়।

১ মার্চ

  • ১৯৭১ : স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় ।
  • ১৯৯৭ : বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।

২ মার্চ

  • ১৯৪৫ : আরব লীগ প্রতিষ্ঠিত হয় ।

৩ মার্চ

  • ১৯৪৯ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন ভাতা নিয়ে ধর্মঘটের ডাক ।
  • ১৯৭৬ : বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করে ।

৪ মার্চ

  • ১৯৭২ : স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু ।

৫ মার্চ

  • ১৯৯৮ : যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড চুক্তিতে উপনীত হয় ।

৬ মার্চ

  • ১৫০৮ : দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের জন্ম ।

৭ মার্চ

  • ১৮৬১ : ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ” এর আত্মপ্রকাশ ।
  • ১৮৭৬ : আলেকজান্ডার গ্রাহামবেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।

আরো পড়ুন

৯ মার্চ

  • ১৮৫৮ : সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে নির্বাসিত হন ।

১০ মার্চ

  • ১৫৮৪ : সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন ।
  • ১৯০৭ : ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।

১১ মার্চ

  • ১৭৮৪ : মহিশুরে টিপু সুলতানের সাথে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত।
  • ১৯৪৯ : বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয় ।

১২ মার্চ

  • ১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু।

১৩ মার্চ

  • ১৮৮১ : রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন ।

১৫ মার্চ

  • ১৯৯০ : মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন ।
  • ১৯৪৮ : পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।
  • ১৯৭২ : বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ।

১৬ মার্চ

  • ২০০৫ : ইসরায়েল আনুষ্ঠানিকভাবে জেরিকোর নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয় ।

১৭ মার্চ

  • ১০৯৭ : খ্রিষ্টানরা বায়তুল মোকাদ্দাস দখলের জন্য ক্রসেড যুদ্ধ শুরু করে।

১৮ মার্চ

  • ১৮০০ : শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘মঙ্গল সমাচার’ প্রকাশিত হয়।

১৯ মার্চ

  • ১৯৭২ : বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

২০ মার্চ

  • ১৭৩৯ : নাদির শাহ দিল্লি দখল করেন।
  • ১৯৯১ : খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।

২১ মার্চ

  • ১৭৯১ : ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।

২২ মার্চ

  • ১৭৯৩ : বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ।

২৪ মার্চ

  • ১৯৪০: শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয় ।

২৫ মার্চ

  • ১৯৬৯ : পাকিস্তানের একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বে নতুন সামরিক শাসন জারি হয় ।

২৬ মার্চ

  • ২০১৫ : গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করা হয়।

২৮ মার্চ

  • ১৮৫৪ : যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।

২৯ মার্চ

  • ১৯৭১ : আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তার খোঁজ মেলেনি।

বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলি

প্রশ্ন : কখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু হয়?
উত্তর : ১৫ মার্চ ২০০১ ।

প্রশ্ন : ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
উত্তর : ২৩ মার্চ ১৯৬৬।

প্রশ্ন : কবে কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর : ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে।

- Advertisement -

প্রশ্ন : অপারেশন সার্চলাইটের নীলনকশা করা হয়—
উত্তর : ১৮ মার্চ ১৯৭১ ।

প্রশ্ন : কোন দিবসকে বাংলাদেশ সরকার ‘গণহত্যা দিবস’ হিসেবে অনুমোদন করেছে?
উত্তর : ২৫ মার্চ।

প্রশ্ন : কবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয়?
উত্তর : ৩০ মার্চ ১৯৭১।

প্রশ্ন : কবে ইন্দিরা গান্ধী বাংলাদেশে প্রথম সফর করেন?
উত্তর : ১৭ মার্চ ১৯৭২ সালে।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য