নতুন আরও ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা। বর্তমানে বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি ৫৭টি দেশের নাগরিক হতে পারেন। নতুন ৪৪টি দেশ যুক্ত হওয়ায় সব মিলিয়ে এখন ১০১টি দেশ এ সুবিধার আওতায় আসবে। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ মন্ত্রিসভা এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন করে। মহাদেশভিত্তিক ৪৪টি দেশ হলো—
- আফ্রিকা : ১৯টি> মিসর, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, কেনিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা ও মরিশাস।
- দক্ষিণ আমেরিকা : ১২টি> আর্জেন্টিনা, বলিভিয়া ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।
- উত্তর আমেরিকা : ১২টি> কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামাস, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ডোমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
- ওশেনিয়া : ১টি> ফিজি।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস
- জাতীয় যোগ্যতা কাঠামো চালু
- ডায়াবেটিক ধান
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কমিশনিং
- ঢাবির প্রথম ছাত্রীর নামে পরীক্ষার হল