রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদবাংলাদেশ বিষয়াবলীআরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব

আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব

- Advertisement -

নতুন আরও ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা। বর্তমানে বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি ৫৭টি দেশের নাগরিক হতে পারেন। নতুন ৪৪টি দেশ যুক্ত হওয়ায় সব মিলিয়ে এখন ১০১টি দেশ এ সুবিধার আওতায় আসবে। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ মন্ত্রিসভা এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন করে। মহাদেশভিত্তিক ৪৪টি দেশ হলো—

  • আফ্রিকা : ১৯টি> মিসর, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, কেনিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা ও মরিশাস।
  • দক্ষিণ আমেরিকা : ১২টি> আর্জেন্টিনা, বলিভিয়া ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।
  • উত্তর আমেরিকা : ১২টি> কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামাস, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ডোমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
  • ওশেনিয়া : ১টি> ফিজি।

আরো পড়ুন

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য