রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিক বিষয়াবলীআন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

- Advertisement -

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : নাসাউ যে দেশের রাজধানী-
উত্তর : বাহামাস।

প্রশ্ন : দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল দুটি অবস্থিত –
উত্তর : পূর্ব ইউক্রেনের ডনবাসে।

প্রশ্ন : ইউক্রেনের রাজধানী কিয়েভ যে নদীর তীরে অবস্থিত
উত্তর : নিপার

- Advertisement -

প্রশ্ন : ফিনল্যান্ড যে দেশের উপনিবেশ ছিল-
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : রাশিয়ার প্রেসিডেন্টের প্রধান কার্যালয়ের নাম-
উত্তর : ক্রেমলিন।

প্রশ্ন : ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি যে যুদ্ধে জড়িত —
উত্তর : ক্রিমিয়া যুদ্ধ ।

প্রশ্ন : গলফেস গ্রিন চত্বর অবস্থিত —
উত্তর : শ্রীলংকায়।

প্রশ্ন : টিপাইমুখ ভারতের যে রাজ্যে অবস্থিত –
উত্তর : মণিপুর।

প্রশ্ন : নডস্ট্রিম-২ গ্যাস লাইন যে সাগরের তলদেশে অবস্থিত —
উত্তর : বাল্টিক সাগর ।

- Advertisement -

প্রশ্ন : ‘ইন্ডিয়া হাউস’ অবস্থিত –
উত্তর : লন্ডন, যুক্তরাজ্য ।

প্রশ্ন : বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু অবস্থিত –
উত্তর : বেলজিয়ামে।

প্রশ্ন : আলেকজান্দ্রিয়া শহরটি অবস্থিত —
উত্তর : ভূমধ্যসাগরের তীরে।

প্রশ্ন : দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জের অবস্থান –
উত্তর : ভারত মহাসাগর ।

প্রশ্ন : প্রাচীন পালমিরা শহরটির অবস্থান —
উত্তর : সিরিয়া।

- Advertisement -

প্রশ্ন : বৌদ্ধ সভ্যতার বিখ্যাত স্থান তক্ষশিলার অবস্থান-
উত্তর : রাওয়ালপিন্ডি, পাকিস্তান।

প্রশ্ন : জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়
উত্তর : ১২ আগস্ট ১৯৪৯ ।

প্রশ্ন : আটলান্টিক সনদে স্বাক্ষর করেন—
উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল।

প্রশ্ন : তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়—
উত্তর : ১০ জানুয়ারি ১৯৬৬।

প্রশ্ন : কার্টাগেনা প্রটোকল হলো —
উত্তর : জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি।

প্রশ্ন : জো বাইডেন রচিত আত্মজীবনী গ্রন্থের নাম –
উত্তর : Promises to keep

আরো পড়ুন

প্রশ্ন : ভারত-চীনের মধ্যে যে উপত্যকায় হতাহতের ঘটনা ঘটে—
উত্তর : গালওয়ান উপত্যকা।

প্রশ্ন : চীন প্রথম বৈদেশিক নৌ ঘাঁটি নির্মাণ করেছে —
উত্তর : জিবুতিতে।

প্রশ্ন : ‘টেন বিলিয়ন ট্রি সুনামি’ বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেয় –
উত্তর : পাকিস্তান ।

প্রশ্ন : ‘The Land of Smile’ হিসেবে খ্যাত –
উত্তর : থাইল্যান্ড।

প্রশ্ন : সুইজারল্যান্ডের প্রাচীন নাম –
উত্তর : হেলভেশিয়া ।

প্রশ্ন : ‘উইকিলিকস পার্টি’ যে দেশের রাজনৈতিক দল—
উত্তর : অস্ট্রেলিয়া।

প্রশ্ন : বিশ্বব্যাপী ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত
উত্তর : তুলা।

প্রশ্ন : চাঁদে অভিযান পরিচালনাকারী ৪র্থ দেশ—
উত্তর : ভারত।

প্রশ্ন : যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী
উত্তর : ঋষি সুনাক

প্রশ্ন : ২৭তম Commonwealth সম্মেলন অনুষ্ঠিত হবে—
উত্তর : সামোয়া ।

প্রশ্ন : ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত হয়—
উত্তর : ক্রোয়েশিয়া।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন
উত্তর : কেভিন ম্যাকার্থি ।

প্রশ্ন : ইনকা সভ্যতা গড়ে উঠেছিল—
উত্তর : দক্ষিণ আমেরিকায়।

প্রশ্ন : মহেঞ্জোদারো ‘অর্থ
উত্তর : মরা মানুষের ঢিবি।

প্রশ্ন : বিশ্বের সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে —
উত্তর : ইন্দোনেশিয়ায় (১৯%)।

প্রশ্ন : আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ
উত্তর : নাইজেরিয়া ।

প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ
উত্তর : ভেনিজুয়েলা ৷

প্রশ্ন : SDR ক্লাবের পাঁচটি মুদ্রা—
উত্তর : মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান ।

প্রশ্ন : হাইতির মুদ্রার নাম
উত্তর : গুর্দে।

প্রশ্ন : নিউজিল্যান্ডের জাতীয় খেলা—
উত্তর : রাগবি

প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ—
উত্তর : কলম্বিয়া।

প্রশ্ন : মেলোনেশিয়া অর্থ—
উত্তর : কৃষ্ণদ্বীপ।

প্রশ্ন : জিকা ভাইরাসের উৎপত্তি —
উত্তর : উগান্ডা ।

প্রশ্ন : যে দেশকে ‘দক্ষিণের গ্রেট ব্রিটেন’ বলা হয়—
উত্তর : নিউজিল্যান্ড।

প্রশ্ন : যে দেশের একটি গ্রামের নাম রাখা হয় ‘রুপসী বাংলা’ –
উত্তর : আইভরিকোস্ট।

প্রশ্ন : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর প্রথম লক্ষ্যটি হলো—
উত্তর : দারিদ্র্য দূরীকরণ।

প্রশ্ন : হিল্ডারবার্গ লাইন যে দুটি দেশের সীমানা চিহ্নিতকরণ রেখা—
উত্তর : পোল্যান্ড ও জার্মানি ।

প্রশ্ন : আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়
উত্তর : ১৮০° বরাবর

প্রশ্ন : আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে —
উত্তর : বিষুবরেখা।

প্রশ্ন : ৪৯তম উত্তর অক্ষরেখা যে দুটি দেশের সমান্তরাল রেখা—
উত্তর : কানাডা-যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে—
উত্তর : দার্দানেলিস প্রণালি ।

প্রশ্ন : OIC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
উত্তর : মরক্কো (২২-২৫ সেপ্টেম্বর ১৯৬৯)।

প্রশ্ন : সার্কের শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়—
উত্তর : তিনটি।

প্রশ্ন : খেমাররুজ যে দেশের গেরিলা সংগঠন —
উত্তর : কম্বোডিয়া ।

প্রশ্ন : ‘ব্ল্যাক সেপ্টেম্বর’ একটি—
উত্তর : গেরিলা সংস্থা ।

প্রশ্ন : মিসরের প্রধান গোয়েন্দা সংস্থা—
উত্তর : মুখবরাত।

প্রশ্ন : ‘হিউম্যান রাইটস ওয়াচ’ যে দেশ ভিত্তিক সংগঠন
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : OXFAM এর সদর দপ্তর অবস্থিত
উত্তর : নাইরোবি, কেনিয়া।

প্রশ্ন : IUCN এর পূর্ণরূপ—
উত্তর : International Union of the Conservation of Nature.

প্রশ্ন : জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন—
উত্তর : UNEP 1

প্রশ্ন : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে –
উত্তর : ১৬ ফেব্রুয়ারি ১৯৪৬।

প্রশ্ন : মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে যে সংস্থা —
উত্তর : UNDP.

প্রশ্ন : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট—
উত্তর : জিয়ান্নি ইনফান্তিনো (সুইজারল্যান্ড)।

প্রশ্ন : যে প্রতিষ্ঠান ভৌগোলিক নির্দেশক পণ্য এর স্বীকৃতি দেয়—
উত্তর : আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (WIPO)।

প্রশ্ন : Asian Infrastructure Investment Bank (AIIB) এর সদর দপ্তর—
উত্তর : বেইজিং, চীন ।

প্রশ্ন : D-8 গঠিত হয়—
উত্তর : ১৫ জুন ১৯৯৭।

প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা—
উত্তর : ৬টি।

প্রশ্ন : বিশ্ব ডায়াবেটিস দিবস —
উত্তর : ১৪ নভেম্বর।

প্রশ্ন : বিশ্ব প্রাণী দিবস—
উত্তর : ৪ অক্টোবর।

প্রশ্ন : আন্তর্জাতিক অভিবাসী দিবস —
উত্তর : ১৮ ডিসেম্বর।

প্রশ্ন : ডেজার্ট ফক্স নামে পরিচিত
উত্তর : ফিল্ড মার্শাল রোমেল ।

প্রশ্ন : ‘আজাদ হিন্দ ফৌজ’ এর সর্বাধিনায়ক ছিলেন—
উত্তর : নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু।

প্রশ্ন : সানশাইন পলিসির প্রবক্তা
উত্তর : কিম দায়ে জং (দক্ষিণ কোরিয়া)।

প্রশ্ন : নেকড়েযোদ্ধা কূটনীতি ধারণার প্রবক্তা—
উত্তর : সি চিন পিং

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য