বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

অরুণাচল ভারতের অংশ

- Advertisement -

১৪ মার্চ ২০২৩ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিতে পাস হওয়া এক প্রস্তাবে বলা হয়, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এতে আরও বলা হয়, ম্যাকমোহন লাইনকেই ভারত-চীনের প্রকৃত সীমানা হিসেবে স্বীকৃতি দিতে হবে ।

১৬ ফেব্রুয়ারি ২০২৩ রিপাবলিকান সিনেটর বিল হ্যাগাটি এবং ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি যৌথভাবে এ প্রস্তাবটি করেন ৷ এছাড়া টেক্সাসের ডেমোক্র্যাট সিনেটর জন কর্নিনও এই প্রস্তাবের কো-স্পনসর ছিলেন।

ম্যাকমোহন লাইন

চীন ও অরুণাচলের মধ্যকার ৮৯০ কিলোমিটার লম্বা সীমান্তটিই গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ম্যাকমোহন লাইন নামে পরিচিত, যার নামকরণ করা হয় ব্রিটিশ ভারতের তদানীন্তন পররাষ্ট্র সচিব স্যার হেনরি ম্যাকমোহনের নামে ।

১৯১৪ সালে সিমলায় গ্রেট ব্রিটেন, তিব্বত ও চীনের প্রতিনিধিদের নিয়ে যে ‘সিমলা কনভেনশন’-এর আয়োজন করা হয়, সেখানেই স্যার হেনরি ম্যাকমোহনের নেতৃত্বে ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যকার এই সীমান্তরেখাটি আঁকা হয়।

আরো পড়ুন

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য